প্রতিদিনই একটু করে করে বৃষ্টি হচ্ছে। গরম ও চলে আসছে। এ সময় শিশুদের ঠাণ্ডা ও সর্দি-কাশির সমস্যা কম বেশি হতেই থাকে। আবার শিশুদের সর্দি এবং ফ্লুর সমস্যা বেশি হয়। আর সর্দি-কাশি সহজে সারতেও চায় না। এজন্য মায়েদের ঘুমের ব্যাঘাতও হয়। চলুন তাহলে এই পোস্টটির মাধ্যমে ৪ মাসের শিশুর সর্দি হলে করণীয়? সে সম্পর্কে জানা যাক।
৪ মাসের শিশুর সর্দি হলে করণীয়
* শিশুকে আবহাওয়া অনুযায়ী উষ্ণ রাখার চেষ্টা করুন।
* নাক বন্ধ হলে পরিস্কার পাতলা কাপড় দিয়ে নাক পরিস্কার করে ফেলুন।
* ঘনঘন বুকের দুধ খাওয়াবেন।
* ঘনঘন স্বাভাবিক খাবার সহ অনেক বেশি তরল খাবার দিন।
* কাশি উপশমের কারনে কুসুম গরম পানি, লেবুর রস, তুলসি পাতার রস খেতে হবে।
* জ্বর বেশি হলে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অথবা স্বাস্থ্যকেন্দ্রে/হাসপাতালে চিকিৎসা নিন।
* জ্বর বেশি আসলে শিশুকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আবার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
৪ মাসের শিশুর সর্দির ঘরোয়া টোটকা
শিশুদের এই সর্দি সারানোর রয়েছে ঘরোয়া উপায় গুলো-
- আসুন জেনে নেওয়া যাক-
১. সর্দি-কাশি সারাতে আদা ও মধু খাওয়াতে পারেন। আদার রস করে মধুর সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে।
২. নারিকেল তেলে অল্প কর্পূর দিয়ে গরম করার মাধ্যমে শিশুর বুকে, পিঠে ও গলায় মাখলে উপকার পাবেন।
৪ মাসের শিশুর সর্দি কাশিরঔষধের নাম
বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম বিভিন্ন ধরণের আছে। আপনার বাচ্চাদের বয়স, লক্ষণ ও ঔষধের প্রতি সংবেদনশীলতার উপর নির্ভর করে চিকিৎসক ঔষধ দেবেন।
- কাশির জন্য
১.ডেক্সট্রোমেথোরফান (Robitussin DM): শুষ্ক কাশি কমাতে সাহায্য করে থাকে।
২.Guaifenesin (Mucinex): কফ পাতলা করে বের করতে সাহায্য করে থাকে।
৩.Pseudoephedrine (Sudafed): নাক বন্ধ হওয়া কমাতে সাহায্য করে থাকে।
- সর্দির জন্য
Saline nasal drops or spray: নাকের ভেতরের শ্লেষ্মা পাতলা করে বের করতে সাহায্য করে থাকে।
Acetaminophen (Tylenol) or ibuprofen (Advil): জ্বর এবং ব্যথা কমাতে সাহায্য করে থাকে।
আজকের এই পোস্টটির মাধ্যমে ৪ মাসের শিশুর সর্দি হলে করণীয়? সে সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন।