বিট ও বাইট কী? বিট ও বাইটের মধ্যে পার্থক্য
আজকে এই পোস্টটির মাধ্যমে বিট ও বাইট কী সে সম্পর্কে জানতে পারবেন, আপনি যদি এ বিষয়ে যথাযথ ভাবে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন, তবে পড়তে থাকুন।
বিট ও বাইট কী
কম্পিউটারের নিজস্ব কোন রকমের ভাষা নেই। এটি কেবল বিদ্যুতের ভাষায় নিয়োজিত। কম্পিউটারকে ভাষা বােঝানাের মাধ্যম হলো বাইনারী সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বোঝানো হয়। অংক দুইটিকে (০, ১) বিট (Bit) বলা হয়ে থাকে। অর্থাৎ বাইনারী সংখ্যা পদ্ধতির প্রতিটি অংকই এক একটি বিট (Bit) বলা যায়।
বিট ডেটা পরিমাপের ক্ষুদ্রতম একক চিহ্নিত করা হয়। ১ বিট ০ অথবা ১ হতে পারে। কম্পিউটার ১ ও ০-বিট হিসাবে ডেটা পাঠায় আবার গ্রহণ করে থাকে। নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটার পরিমাণ বিট হিসাবে প্রবাহিত করা হয়।
বাইট: ৮টি বিট একসঙ্গে কোন একটি অংক, বর্ণ অথবা বিশেষ চিহ্নকে প্রকাশ করলে, তাকে বাইট (Byte) বলা হয়ে থাকে। ৮ বিট নিয়ে একটি বাইট গঠিত হয়ে থাকে। কম্পিউটারের মেমােরিকে বাইট দ্বারা পরিমাপ করা যায়।
১ মেগাবাইট ফাইল বোঝাতে একটি ৮,০০০,০০০-বিট ফাইলের অর্থ হল ফাইলটি ৮,০০০,০০০ ওয়ান ও শূন্য দিয়ে গঠিত আবার এটি ৮,০০০,০০০ বিট/সে হারে ডেটা সংরক্ষণ করে থাকে।
* ১ কিলোবাইট (KB) = (1024 বাইট)
* ১ মেগাবাইট (MB) = (1024 কিলোবাইট)
* ১ গিগাবাইট (GB) = (1,024 মেগাবাইট,
* ১ টেরাবাইট (TB) = (1,024 গিগাবাইট)
* ১ পেটাবাইট (PB) = (1,024 টেরাবাইট
* ১ এক্সাবাইট (EB) = (1,024 পেটাবাইট)
* ১ জেটাবাইট (ZB) = (1,024 এক্সাবাইট)
* ১ ইয়োটাবাইট (YB) = (1,204 জেটাবাইট)
বিট ও বাইটের মধ্যে পার্থক্য
১. একটি বিট কম্পিউটারের মেমরির ক্ষুদ্রতম একক, যেটা সর্বাধিক দুটি (০, ১) ভিন্ন মান সংরক্ষণের ক্ষমতা রাখে যেখানে ৮ বিটের মাধ্যমে গঠিত এক একটি বাইট ২৫৬টি স্বতন্ত্র মান সংরক্ষণ করার ক্ষমতা রাখতে পারে।
২. একটি বিটের বিভিন্ন আকার আছে যেমন কিলোবিট (কেবি) মেগাবিট (এমবি) গিগাবিট (জিবি) টেরাবিট (টিবি) যেখানে বাইটের এক একটি কিলোবাইট (কেবি) মেগাবাইট (এমবি) গিগাবাইট (জিবি) ও টেরাবাইট (টিবি)।
৩. ৪ বিটের গ্রুপকে নিবল বলা হয়ে থাকে, যেখানে ৮ বিটের গ্রুপকে বাইটও বলা হয়।
৪. নেটওয়ার্কের ফলে প্রেরিত ডেটার যে পরিমাণ বিট হিসাবে প্রবাহিত করা হয়ে থাকে। কম্পিউটারের মেমােরিকে এই বাইট দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। ৫. ৮টি বিট ১টি বাইট গঠিত হয় যেখানে এক একটি ৮,০০০,০০০ বিট ফাইল নিয়ে এক কিলোবাইট তৈরি হয়।
আজকে এই পোস্টটির মাধ্যমে বিট ও বাইট কী? সে বিষয়ে জানতে পারলেন, আপনার যদি এই পোস্টটি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই সবার সাথেই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।