ব্যাপন কাকে বলে? ব্যাপন কত প্রকার এর বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রয়োগ
সুপ্রিয় পাঠক বৃন্দ আমাদের ওয়েবসাইটির শিক্ষা রিলেটেড বিজ্ঞানের অন্যতম বিষয় ব্যাপন নিয়ে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম।
আমাদের উক্ত পোস্টে আমরা আপনাদেরকে ব্যাপন কাকে বলে,, ব্যাপন এর উদাহরণ,, ব্যাপন কত প্রকার,, স্বতঃস্ফূর্ত ব্যাপন,, কৃত্রিম ব্যাপন,, স্বতঃস্ফূর্ত ব্যাপনের উদাহরণ,, কৃত্রিম ব্যাপনের উদাহরণ,, ব্যাপন এর বৈশিষ্ট্য,, ব্যাপন এর গুরুত্ব,, ব্যাপন এর প্রয়োগ,,, ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানাচ্ছি।
বিজ্ঞানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজিত বিষয়গুলোর মধ্যে ব্যাপন অন্যতম। এজন্য শিক্ষার্থীদেরকে ব্যাপন সম্পর্কে যথাযথভাবে জানার প্রয়োজনীয়তা রয়েছে।
পাশাপাশি বেতন সম্পর্কে যথাযথভাবে জ্ঞান অর্জনের জন্য তাদেরকে ব্যাপন কাকে বলে,, ব্যাপন এর উদাহরণ,, ব্যাপন কত প্রকার,, স্বতঃস্ফূর্ত ব্যাপন,, কৃত্রিম ব্যাপন,, স্বতঃস্ফূর্ত ব্যাপনের উদাহরণ,, কৃত্রিম ব্যাপনের উদাহরণ,, ব্যাপন এর বৈশিষ্ট্য,, ব্যাপন এর গুরুত্ব,, ব্যাপন এর প্রয়োগ,, সম্পর্কে জানার প্রয়োজনীয়তা ও ভূমিকা উল্লেখযোগ্য।
ব্যাপন কাকে বলে
যে প্রক্রিয়ায় কোন পদার্থের অনুগ্রহ স্বতঃস্ফূর্তভাবে একটি গণ অঞ্চল থেকে ক্রমান্বয়ে একটি কম গণ অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে সে প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়।
ব্যাপন প্রক্রিয়ায় যে কোন পদার্থের অনুসমূহ অধিক ঘনত্বের স্থান থেকে অল্প ঘনত্বের স্থানের দিকে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে, এবং ঘটনাটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে।
যেমন :-
রুমের কোন একটি কর্ণারে একটি সুগন্ধির বোতল রাখলে এবং তার মুখটি খুলে রাখে সুগন্ধিটি পুরো রুমে ক্রমান্নয়ে ছড়িয়ে যাবে।
ব্যাপন এর উদাহরণ
মানব জীবনে বিভিন্ন ঘটনা রয়েছে যেগুলোর মধ্যে ব্যাপনের উদাহরণ স্পষ্ট।
নিম্নে ব্যাপনের উদাহরণসমূহ তুলে ধরা হলো ‘-
১. রান্না করার সময় তেলের মধ্যে যখন মশলা ভাজা হয় তখন মসলার গন্ধ তেলের মধ্যে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে।
২. একটি ফলের টুকরো পানিতে রাখলে ফলের রস ক্রমান্বয়ে পানিতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে।
৩. যদি ভেজা কাপড় উপরে শুকানোর জন্য দেয়া হয় তাহলে বাতাসের প্রভাবে কাপড়ের পানি হালকাভাবে বাষ্প হয়ে ছড়িয়ে পড়ে।
৪. গরম পানিতে যদি চিনি গুঁড়ো করা হয় তাহলে চিনির অণুগুলো পানিতে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পুরো পানির মিশ্রণে চীনের স্বাদে ছড়িয়ে যাবে।
৫. বাতাসে যদি কোন একটি সুগন্ধি রাখা হয় এবং তা আস্তে আস্তে সুগন্ধির অণুগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে।
ব্যাপন কত প্রকার
মানব জীবনের দৈনন্দিন বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ব্যাপন কে দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো যথাক্রমে :-
১.স্বতঃস্ফূর্ত ব্যাপন,,,,
২.কৃত্রিম ব্যাপন,,,,,
স্বতঃস্ফূর্ত ব্যাপন
ব্যাপন হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় কোন একটি বাহ্যিক শক্তির প্রয়োজন ছাড়াই ব্যাপন ঘটে তাহলে স্বতঃস্ফূর্ত ব্যাপন।
উক্ত প্রক্রিয়ায় পদার্থের অনুগ্রহ তাদের নিজেদের গতিশক্তির কারণে উচ্চ ঘনত্বের স্থান থেকে ক্রমান্বয়ে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে যায়।
কৃত্রিম ব্যাপন
যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোন বাহ্যিক বল বা শক্তির প্রয়োজন হয় তা হল কৃত্রিম ব্যাপন। কৃত্তিম ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অণুগুলো উচ্চ গণিত থেকে নিম্ন ঘনত্বের দিকে বাহ্যিক শক্তির প্রয়োগে ছড়িয়ে পড়ে।
অর্থাৎ বাহ্যিক যে কোন শক্তি বা বল প্রয়োগের ফলে যে ব্যাপনের মাধ্যমে অনগুলো উচ্চারণ অর্থ থেকে নির্মম ঘনত্বের স্থানের দিকে অগ্রসর হয় তা হলো কৃত্রিম ব্যাপন
স্বতঃস্ফূর্ত ব্যাপনের উদাহরণ
স্বতঃস্ফূর্ত ব্যাপনের বিভিন্ন উদাহরণ লক্ষণীয়। নিম্নে স্বতঃস্ফূর্ত ব্যাপনের উদাহরণ গুলো তুলে ধরা হলো :-
➡রান্না করার সময় তেলের মধ্যে যখন মশলা ভাজা হয় তখন মসলার গন্ধ তেলের মধ্যে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে।
➡একটি ফলের টুকরো পানিতে রাখলে ফলের রস ক্রমান্বয়ে পানিতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে।
➡যদি ভেজা কাপড় উপরে শুকানোর জন্য দেয়া হয় তাহলে বাতাসের প্রভাবে কাপড়ের পানি হালকাভাবে বাষ্প হয়ে ছড়িয়ে পড়ে।
➡ গরম পানিতে যদি চিনি গুঁড়ো করা হয় তাহলে চিনির অণুগুলো পানিতে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পুরো পানির মিশ্রণে চীনের স্বাদে ছড়িয়ে যাবে।
➡ বাতাসে যদি কোন একটি সুগন্ধি রাখা হয় এবং তা আস্তে আস্তে সুগন্ধির অণুগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে।
কৃত্রিম ব্যাপনের উদাহরণ
কৃত্রিম ব্যাপনের অনেক উদাহরণ রয়েছে। কৃত্রিম ব্যাপনের উদাহরণগুলো হলো:-
- ➡কৃষি ক্ষেত্রে কৃত্রিমভাবে ব্যাপনের ব্যবহার রয়েছে।
- ➡ঔষধ প্রয়োগের ক্ষেত্রে কৃত্রিম ব্যবহার রয়েছে।
- ➡পরিবেশ রক্ষার জন্য কৃত্রিম ব্যাপনের ব্যবহার রয়েছে।
- ➡প্রসাধনীশিল্পে কৃত্রিম ব্যাপনের ব্যবহার রয়েছে।
ব্যাপন এর বৈশিষ্ট্য
ব্যাপনের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। ব্যাপনের বৈশিষ্ট্য সমূহ
যথাক্রমে—
১. ব্যাপন, যা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
২. ব্যাপনের হার পদার্থের চাপের উপর, ঘনত্বের উপর, তাপমাত্রার উপর এবং প্রকৃতির উপর নির্ভর করে।
৩. ব্যাপনের ক্ষেত্রে কোন শক্তির প্রয়োজন হয় না।
৪. পদার্থের প্রকৃতি অনুসারে ব্যাপনের হার ভিন্ন হয়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ব্যাপনের হার তরলের তুলনায় বেশি থাকে এবং তরলের তুলনায় ব্যাপন হার কঠিন পদার্থের ক্ষেত্রে বেশি থাকে।
৫. ব্যাপনের হার সাধারণত গনত্বের সাথে সাথে বিপরীতভাবে সমানুপাতিক অবস্থায় থাকে। এজন্য যেখানে গনত্ব বেশি থাকে পদার্থের অনুগুলির মধ্যে দূরত্ব সেখানে কম হয় এবং তারা ছড়িয়ে পড়তে পারে না।
৬. ব্যাপন তাপমাত্রার সাথে সাথে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। যদি তাপমাত্রাকে বাড়ানো হয় তাহলে পদার্থের অনুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় এবং তারা দ্রুত ছড়িয়ে পড়ে।
৭. ব্যাপনের হার পদার্থের চাপের উপর বিপরীতভাবে সমানুপাতিক অবস্থায় থাকে। এজন্য সেখানে চাপ বৃদ্ধি হলে পদার্থের অনুগুলির চলাচল ক্রমান্বয়ে বাধাগ্রস্ত হওয়ার কারণে তারা ছড়িয়ে পড়তে পারে না।
ব্যাপন এর গুরুত্ব
প্রকৃতিতে বিভিন্ন ভাবে ব্যাপনের গুরুত্ব রয়েছে। নিম্নে ব্যাপনের অন্যান্য গুরুত্ব গুলো তুলে ধরা হলো :-
➡ব্যাপনের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং ঔষধ প্রয়োগ করা হয়।
➡ব্যাপনের মাধ্যমে খাবার রান্না করা যায়।
➡ব্যাপন প্রয়োগের মাধ্যমে সবজি এবং ফলের স্বাদ ছড়িয়ে যায়।
➡ব্যাপনের মাধ্যমে গাছপালা থেকে অক্সিজেনসহ ও অন্যান্য বাতাস নির্গত হয়।
➡ব্যাপনের মাধ্যমে বাতাসে যে সকল অণুগুলো রয়েছে সে সকল গ্যাসের অনুগুলো বাতাসে ছড়িয়ে পড়ার মাধ্যমে বায়ুমণ্ডল গঠন করে।
ব্যাপন এর প্রয়োগ
বিভিন্ন ক্ষেত্রে ব্যাপন এর প্রয়োগ রয়েছে। সেগুলো নিম্নে তুলে ধরা হলো :-
১) প্রসাধনী শিল্পী ব্যাপন প্রক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে।
২) কৃষি ক্ষেত্রে ব্যাপন ব্যবহৃত হয়।
৩) রাসায়নিক পদার্থ প্রয়োগ করার সময় এবং রাসায়নিক ঔষধ প্রয়োগ করার সময় ব্যাপন ব্যবহৃত হয়।
৪) ব্যাপন ব্যবহারের মাধ্যমে খাবার রান্না করার সময় খাবার সমানভাবে রান্না করা যায়।
৫) কৃষি ক্ষেত্রে ব্যাপন ব্যবহৃত হয়।
৬) পরিবেশ রক্ষায় সর্বোপরি ব্যাপন প্রক্রিয়ার ভূমিকা অপরিসীম।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ব্যাপন কাকে বলে,, ব্যাপন এর উদাহরণ,, ব্যাপন কত প্রকার,, স্বতঃস্ফূর্ত ব্যাপন,, কৃত্রিম ব্যাপন,, স্বতঃস্ফূর্ত ব্যাপনের উদাহরণ,, কৃত্রিম ব্যাপনের উদাহরণ,, ব্যাপন এর বৈশিষ্ট্য,, ব্যাপন এর গুরুত্ব,, ব্যাপন এর প্রয়োগ,,, ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি।
আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে ব্যাপন সম্পর্কে যে সকল তথ্য সম্পর্কে জানতে চেয়েছেন তা জানার মাধ্যমে যথাযথভাবে উপকৃত হতে পেরেছেন।