
ঢাকা: জুলাই–আগস্ট মাসে সংঘটিত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে সামাজিক-রাজনৈতিক সংগঠন জুলাই মঞ্চ। তারা মনে করে, রাষ্ট্রীয় সংস্কারের পূর্বে নির্বাচন আয়োজন করা হলে ২০২৪ সালের শহীদদের প্রতি তা হবে চরম অবিচার।
শনিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে অনুষ্ঠিত হয় জুলাই মঞ্চের পঞ্চম শহীদি মার্চ। এই কর্মসূচি থেকেই সংগঠনটি তাদের দাবি উত্থাপন করে।
জুলাই মঞ্চের প্রতিনিধি আরিফুল ইসলাম তালুকদার বলেন, “৫৩ বছর ধরে দেশে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন গড়ে উঠেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান তার বিরুদ্ধে এক শক্ত বার্তা দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, সেই পুরোনো কাঠামো রেখে আবার নির্বাচন আয়োজনের তোড়জোড় চলছে। এই অবস্থায় নির্বাচন মানেই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা।”
অন্য আরেক প্রতিনিধি সাকিব হোসেন বলেন, “গণহত্যার ঘটনায় জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনো চাকরিতে বহাল। বেশিরভাগ মামলার কোনো অগ্রগতি নেই। শহীদ পরিবারগুলো বিচারের আশঙ্কায় ভুগছে।”
শহীদ শাকিলের মা হেলেনা বেগম বলেন, “অধ্যাপক ইউনূসের নেতৃত্বে থাকা এই সরকার চলে গেলে আমরা আর বিচার পাব না। এই সরকারের সময়ের মধ্যেই আমরা ন্যায়বিচার চাই।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসমিয়া রহমান। বক্তব্য দেন শহীদ মেহেদী হাসানের মা পারভীন বেগম, আহতদের স্বজন হাসিব বিল্লাহ, মো. ইমরান, খোকন মিয়া ও মো. আনিসুল ইসলাম।
কী দাবি করছে জুলাই মঞ্চ:
জুলাই–আগস্ট গণহত্যার সুষ্ঠু বিচার
আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধকরণ
অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন
সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়া
মূল বার্তা: রাষ্ট্রীয় ন্যায়ের পূর্বশর্ত হচ্ছে বিচার ও সংস্কার। নির্বাচন নয়, আগে প্রাপ্য বিচার—এটাই শহীদ পরিবারের একমাত্র দাবি।