ক্যাপশনস্ট্যাটাস

বিশ্বাস নিয়ে কথা। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না

বিশ্বাস নিয়ে কিছু কথা: বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই স্থায়ী হয়না। পৃথিবীর সব চেয়ে দামি বস্তুতার নাম হলো বিশ্বাস আজকে এই পোস্টটিতে বিশ্বাস নিয়ে কিছু কথা? নিয়ে হাজির হয়েছি। তাই আপনি যদি সে সম্পর্কে জানতে চান তবে শেষ পযন্ত পড়ুন।

বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না 

বিশ্বাসের কয়েকটা স্তর রয়েছে, নিজের প্রতি বিশ্বাস ও অপরের প্রতি বিশ্বাস। পৃথিবীতে সবচেয়ে দামী বস্তুটার নাম “বিশ্বাস” এই বস্তুতা না হলে পৃথিবীর সব কিছুই মূল্যহীন। 

বিশ্বাস মানুষের জীবনের প্রধান মন্ত্র হওয়া উচিত …….. কারো প্রতি বিশ্বস্ত হও বা কারো বিশ্বাস আদায় করা ও বিশ্বাসকে মূল্যায়নই সমগ্র বিশ্বকে সকল ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে শান্তি দিতে পারে।

বিশ্বাস নিয়ে কিছু কথা

বিশ্বাস অনেক বড় ধারণা। অন্যের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস আবার আদর্শের প্রতি বিশ্বাস এবং লক্ষ্যের প্রতি বিশ্বাস ইত্যাদি অনেক ধরনের বিশ্বাসের সাথেই আমরা পরিচিত থাকি।

বিশ্বাস নিয়ে কিছু কথা ও উক্তি

০১. “বিশ্বাস অর্জন করা অনেক কঠিন,,,,ক্ষমা এবং ভালোবাসা অর্জনের চাইতে।

– সংগৃহীত

বিশ্বাস ছাড়া দুনিয়ার কোনো কিছুই সম্ভব হত না। আমরা একে অপরকে বিশ্বাসের মাধ্যমে কাজ করে থাকি।

– লেয়ানা ভেনজান্ট, মোটিভেটর ও লেখিকা

০৩.জীবনে বিশ্বাস ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়।

– মহাজাতক

বিশ্বাস নিয়ে কিছু কথা। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না উক্তি

বিশ্বাস ভাঙ্গা নিয়ে কিছু উক্তি

যে ব্যক্তি অল্পতেই বিশ্বাস করে থাকে, সেই ব্যক্তি খুব সহজে  আবার ধোঁকাও খেয়ে যায়।

জীবনের পথে কাউকে এতটা বিশ্বাস করবেন না যে আপনার বিশ্বাস ভাঙলে কষ্ট পেতে হয়।

আমিতো সেই দিনই ভুলে গিয়েছি যেদিন তুমি আমার বিশ্বাস ভেঙেছো।

যখন কাছের মানুষ বিশ্বাস ভাঙ্গে তখন এমন যন্ত্রণা ও কষ্ট হয় যা সহ্য করার মত না।

সত্য এবং মিথ্যা দিয়ে যে বুঝায়ে দিয়েছিলে সেই বুঝ আজকে ভেঙে দিলে।

সততা এবং বিশ্বাস নিয়ে উক্তি

তিনটি জিনিস গুলো হারানো ঠিক নয়, শান্তি – আশা এবং সততা।নিজের রিদয় স্বচ্ছ রেখে কাছে সকলের কাছে সব সময় সত্য বলা হলো সততা। সততা প্রত্যেকের সময় বাঁচায় নিজেকে নিষ্পাপ রাখে।

– সংগ্রহীত

> ” জীবনের সব রকম পরিস্থিতিতে সততার জয় হয়।”

– ফ্রিডরিচ শিলার

>  সর্বশ্রেষ্ঠ সত্য হলো সততা, সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো খারাপ লোক ।”

অন্ধ বিশ্বাস নিয়ে উক্তি

২. বিশ্বাস ঠিক ততটাই করুন, যতটা বিশ্বাস করলে আপনাকে অন্ধ বলে মনে না হয়ে যায়।

— সাইমন গ্যামন।

৩. সংশয়বাদ এমন চিন্তাধারা যা আপনার কর্তব্য বলে বিবেচনা করা উচিত,আবার অন্ধবিশ্বাস বিবেচনা করুন ক্ষমার অযোগ্য পাপ হিসেবে।

— থমাস হাক্সলি।

৪. আপনার নেতার প্রতি অন্ধবিশ্বাস আপনাকে এক পরিস্থিতির দিকে ধাবিত করবে সেটা হবে মৃত্যুর সমতুল্য।

— ব্রুস স্প্রিংটন।

৫. অন্ধবিশ্বাস, তা যতই আবেগের সাথেই প্রকাশ করা হোক না কেন, এর জন্য আপনাকে অবশ্যই এক সময় ফল ভুগতে হবে।

— ই. ও. উইলসন।

বিশ্বাস নিয়ে ইসলামিক উক্তি

৩. বিশ্বাসের মধ্যে আছে বন্ধুত্ব, বিশ্বাসের মধ্যে রয়েছে ভালোবাসা। মানুষের বড় জিনিসটি হচ্ছে বিশ্বস্থতা, বিশ্বস্ততা হীন মানুষের কোন দাম নেই।  

৪. আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনার বিশ্বাস এবং আস্থা থাকতে হবে সেটা না হলে আপনি সফল হতে পারবেন না।

৫. আল্লাহর উপর বিশ্বাস রেখে তুমি ছেড়ে দেবে আল্লাহতালা এর থেকেও অনেক বেশি কিছু আপনার জন্য রেখে দিয়েছে যা আপনি কখনো ভাবতেও পারেননি।

বিশ্বাস নিয়ে কিছু উক্তি

০১. বিশ্বাস করতে পারি জন্যেই এক পায়ের ওপর ভরসা করে আমরা অন্য পা বাড়ানোর ভরসা পাই ।

– লেয়ানা ভেনজান্ট, মোটিভেটর ও লেখিকা

০২. যে বিশ্বাস করে থাকে, সে অর্জনও করে থাকে।

– মহাজাতক

০৩. অন্যের কথায় না, মানুষকে বিশ্বাস করা হলো তার কথা-কাজে মিল দেখে।

০৪. কোনো কাজের আগে যদি মনে হয় আপনি এটা পারবেন বা পারবেন না, দুই ক্ষেত্রেই বিশ্বাস সঠিক আছে ।

— হেনরি ফোর্ড

০৫. আমি কথায় বিশ্বাসী না, কর্মে বিশ্বাস করে থাকি।

এই পোস্টটির মাধ্যমে বিশ্বাস নিয়ে কিছু কথা? জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তবে সম্পূর্ণ পোস্টটি শেষ পযন্ত পড়তে থাকুন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button