মন্ত্রীদের নামের তালিকা ২০২4 – বাংলাদেশের মন্ত্রীদের নামের তালিকা
মন্ত্রীদের নামের তালিকা ২০২4: আজকে এই পোস্টটির মাধ্যমে মন্ত্রীদের নামের তালিকা ২০২৪? সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ করে থাকেন তাহলে পোস্টটি পড়তে থাকুন।
মন্ত্রীদের নামের তালিকা ২০২৪
গঠনের তারিখ ১১ জানুয়ারি ২০২৪
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্র প্রধান হলেন: মোহাম্মদ সাহাবুদ্দিন
সরকার প্রধান: শেখ হাসিনা
মন্ত্রী সংখ্যা ২৫ জন মন্ত্রী
১১ জন প্রতিমন্ত্রী
মোট মন্ত্রী সংখ্যা৩৭ (প্রধানমন্ত্রীসহ)
সদস্য দল বাংলাদেশ আওয়ামী লীগ
আইনসভায় অবস্থা ২২৩ / ৩০০
বিরোধী দল ঘোষিত হবে
বিরোধী নেতা ঘোষিত হবে
বাংলাদেশের একবিংশ মন্ত্রিসভাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন, প্রতিমন্ত্রী হলেন ১১ জন।
০৭ই জানুয়ারি ২০২৪ তারিখে দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১১ জানুয়ারি ২০২৪ তারিখে এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়।
আবার ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ গ্রহণ করেন।
বর্তমান মন্ত্রীদের নামের তালিকা
বর্তমান মন্ত্রী হচ্ছেন
১.আ ক ম মোজাম্মেল হক, ২.ওবায়দুল কাদের, ৩.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ৪.আসাদুজ্জামান খান কামাল, ৫.দীপু মনি, ৬.তাজুল ইসলাম,
৭.ফারুক খান, ৮.আবুল হাসান মাহমুদ আলী, ৯.আনিসুল হক, ১০.হাছান মাহমুদ, ১১.আবদুস শহীদ, ১২.সাধন চন্দ্র মজুমদার, ১৩.র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ১৪.আব্দুর রহমান, ১৫.নারায়ন চন্দ্র চন্দ, ১৬.আব্দুস সালাম,
১৭.মহিবুল হাসান চৌধুরী নওফেল, ১৮.ফরহাদ হোসেন, ১৯.ফরিদুল হক খান, ২০.জিল্লুল হাকিম, ২১.সাবের হোসেন চৌধুরী, ২২.জাহাঙ্গীর কবির নানক, ২৩.নাজমুল হাসান পাপন, ২৪.ইয়াফেস ওসমান এবং ২৫. সামন্ত লাল সেন।
তাদের মধ্যে হলেন ইয়াফেস ওসমান এবং ডা. সামন্ত লাল সেন হলেন টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন।
প্রতিমন্ত্রী হয়েছেন ১.সিমিন হোসেন রিমি, ২.নসরুল হামিদ, ৩.জুনাইদ আহমেদ পলক, ৪.মোহাম্মদ এ আরাফাত, ৫.মহিবুর রহমান, ৬.জাহিদ ফারুক, ৭.কুজেন্দ্র লাল ত্রিপুরা, ৮.রুমানা আলী, ৯.শফিকুর রহমান চৌধুরী, ১০আহসানুল টিটু এবং ১১.খালিদ মাহমুদ চৌধুরী।
বাংলাদেশের মন্ত্রীদের নামের তালিকা
১: ওবায়দুল কাদের,
২: আনিসুল হক,
৩: আসাদুজ্জামান খান কামাল,
৪: দীপু মনি,
৫: মো. তাজুল ইসলাম,
৬:ড. হাছান মাহমুদ,
৭:নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন,
৮:ফরহাদ হোসেন,
৯:সাধন চন্দ্র মজুমদার,
১০:ড. আব্দুর রাজ্জাক,
১১:আব্দুস সালাম,
১২:আ ক ম মোজাম্মেল হক,
১৩:ইয়াফেস ওসমান,
১৪:সামন্ত লাল সেন
১৫:ফরিদুল হক খান,
১৬:উবায়দুল মুক্তাদির চৌধুরী,
১৭:মো. আব্দুর রহমান,
১৮:নারায়ণ চন্দ্র চন্দ,
১৯:জিল্লুল হাকিম,
২০:সাবের হোসেন চৌধুরী,
২১:জাহাঙ্গীর কবির নানক,
২২:নাজমুল হাসান পাপন,
২৩:মহিবুল হাসান চৌধুরী নওফেল,
২৪:মো. ফারুক খান,
২৫:আবুল হাসান মাহমুদ আলী,
২৬:মো. আব্দুস শহীদ,
২৭:সিমিনি হোসেন রিমি
২৮:রুমানা আলী
২৯:জাহিদ ফারুক
৩০:শফিকুর রহমান চৌধুরী
৩১:আহসানুল ইসলাম টিটো
৩২:নসরুল হামিদ
৩৩:খালিদ মাহমুদ চৌধুরী
৩৪:কুজেন্দ্র লাল ত্রিপুরা
৩৫:জুনাইদ আহমেদ পলক
৩৬:মোহাম্মদ আলী আরাফাত
৩৭:মহিবুর রহমান
মন্ত্রী পরিষদের তালিকা
(১) ওবায়দুল কাদের,
(২) আনিসুল হক,
(৩) আসাদুজ্জামান খান কামাল,
(৪) দীপু মনি,
(৫) মো. তাজুল ইসলাম,
(৬) ড. হাছান মাহমুদ,
(৭) নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন,
(৮) ফরহাদ হোসেন,
(৯) সাধন চন্দ্র মজুমদার,
(১০) ড. আব্দুর রাজ্জাক,
(১১) আব্দুস সালাম,
(১২) আ ক ম মোজাম্মেল হক,
(১৩) ইয়াফেস ওসমান,
(১৪) সামন্ত লাল সেন
(১৫) ফরিদুল হক খান,
(১৬) উবায়দুল মুক্তাদির চৌধুরী,
(১৭) মো. আব্দুর রহমান,
(১৮) নারায়ণ চন্দ্র চন্দ,
(১৯) জিল্লুল হাকিম,
(২০) সাবের হোসেন চৌধুরী,
(২১) জাহাঙ্গীর কবির নানক,
(২২) নাজমুল হাসান পাপন,
(২৩) মহিবুল হাসান চৌধুরী নওফেল,
( ২৪) মো. ফারুক খান,
(২৫) আবুল হাসান মাহমুদ আলী,
(২৬) মো. আব্দুস শহীদ,
(২৭) সিমিনি হোসেন রিমি
(২৮) রুমানা আলী
(২৯) জাহিদ ফারুক
(৩০) শফিকুর রহমান চৌধুরী
(৩১) আহসানুল ইসলাম টিটো
(৩২) নসরুল হামিদ
(৩৩) খালিদ মাহমুদ চৌধুরী
(৩৪) কুজেন্দ্র লাল ত্রিপুরা
(৩৫) জুনাইদ আহমেদ পলক
(৩৬) মোহাম্মদ আলী আরাফাত
(৩৭) মহিবুর রহমান
১৯৯৬ সালের মন্ত্রীদের নামের তালিকা
মন্ত্রী গঠনের তারিখ : ২৩ জুন ১৯৯৬
বিলুপ্তির তারিখ: ১৫ জুলাই ২০০১
রাষ্ট্র প্রধান: শাহাবুদ্দিন আহমেদ
সরকার প্রধান: শেখ হাসিনা
সদস্য দল: আওয়ামী লীগ
আইনসভায় অবস্থা ১৪৬ / ৩০০
বিরোধী দল: বিএনপি
বিরোধী নেতা: খালেদা জিয়া
এই পোস্টটির মাধ্যমে মন্ত্রীদের নামের তালিকা ২০২৪? সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলেন, আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।