জারণ সংখ্যা কাকে বলে – জারণ সংখ্যা নির্ণয়
জারণ সংখ্যা কাকে বলে: পর্যায় সারণির বিভিন্ন মৌলসমূহের সমন্বয়ে যৌগ গঠনের ক্ষেত্রে এর জারণ মান নির্ণয় করা যায়। জার্মান নির্ণয় করার ক্ষেত্রে একটি যৌগের সম্পূর্ণ যৌগের জারণ মান নির্ণয় না
করে শুধুমাত্র একটি নির্দিষ্ট মৌলের জারণ মান নির্ণয় করা হয়ে থাকে। এই পোষ্টের মাধ্যমে আমরা জারণ সংখ্যা সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি।
পর্যায় সারণিতে মোট ১১৮ টি মৌল রয়েছে। পর্যায় সারণির সকল মৌলের জারন সংখ্যা নির্ণয় করা যায়। প্রতিটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে মৌলসমূহ দ্বারা গঠিত একটি যৌগের প্রয়োজন হয়। পরবর্তীতে যৌগ থেকে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করা যায়।
পরীক্ষামূলক বিভিন্ন প্রস্তুতির জন্য অথবা বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের বিষয়ে যেমন রাসায়নিক মৌলের পর্যায় সারণির জারণ মান নির্ণয় সম্পর্কে জানা প্রয়োজন।
জারণ সংখ্যা কি
মৌলসমূহের সমন্বয়ে যৌগ গঠনের ক্ষেত্রে যৌগসমূহের প্রতিটি মৌল যথা সংঘ ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় বা যতগুলো ইলেকট্রন কে গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তা হলো ওই মৌলের জারণ সংখ্যা।
অর্থাৎ প্রতিটি যৌগের আলাদা আলাদা সময়ের সমন্বয়ে গঠনের ক্ষেত্রে প্রতিটি মৌলের ইলেকট্রন বর্জন করে ধ্বনাত্বক আয়নে পরিণত হওয়া হলে ওই ইলেকট্রন সংখ্যা হল জারণ সংখ্যা।
জারণ সংখ্যা কাকে বলে
একটি যৌগ গঠনের জন্য এক বা একের অধিক মৌলের প্রয়োজন হয়। মৌলসমূহ একত্রিত হওয়ার মাধ্যমে একটি যৌগ গঠন করে।
তাই এ ক্ষেত্রে প্রতিটি যৌগের যে মৌল গুলো রয়েছে মৌলসমূহ যে সংখ্যক ইলেকট্রন কে বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় সে সংখ্যক ইলেকট্রনকে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়। সাধারণভাবে নিরপেক্ষ অথবা মুক্ত যেকোনো পরমাণুকে মৌলের জারণ সংখ্যা হিসেবে শূন্য ধরা হয়।
জারণ সংখ্যা নির্ণয়
সাধারণভাবে গ্রুপ ১,গ্রুপ২, গ্রুপ ১৮ এগুলো জারণ সংখ্যা জানা থাকার কারণে সেগুলোর মান বসিয়ে যে মৌলটির মান বের করতে চাই সেটিকে X ধরে এবং সম্পূর্ণ যৌগের মান = শূন্য ধরে একটি মৌলের জারন সংখ্যা নির্ণয় করা যায়।
যেমন:-
F,, যা,সবচেয়ে তড়িৎঋণাত্মক মৌল।যেকোনো যৌগের একটি -1 জারণ সংখ্যা থাকে। ফলে, মনোআটমিক আয়নের জারণ সংখ্যা এর আধান সমূহের সমান।
উদাহরণসরুপ:-
Li+,,,,,,
Ca2+ ,,,,,
এবং Al3+,,,
এর জারণ অবস্থা: (+1),(+2)এবং (+3),(Cl-) এবং( SO42- )এর জারণ সংখ্যা যথাক্রমে:- (-1)এবং (-2),,,
জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য
জারণ সংখ্যা :-
কোন একটি মৌল যতটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার ক্ষেত্রে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যাকে ঐ মৌলের জারণ সংখ্যা বলা হয়। সাধারণভাবে জারণ সংখ্যা যৌগ থেকে জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যৌগটির জারণ সংখ্যা 0 ধরা হয়।
যোজনী:-
কোনো মৌলের অথবা যৌগের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা কে ঐ মৌলের যোজনী বলা হয়। কোন একটি মৌলের সর্বশেষ কক্ষপথির যে সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে অথবা যে সংখ্যক ইলেকট্রন তে অথবা গ্রহণ করার ক্ষমতা রাখে ওই সকল বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থেকে ওই মৌলের যোজনী বলা হয়।
জারণ সংখ্যা বের করার নিয়ম
ইলেকট্রন আদান-প্রদানের উপর নির্ভর করে অথবা আদান-প্রদানের ক্ষমতার উপর নির্ভয় করে জারণ সংখ্যা নির্ণয় করা হয়।
সাধারণভাবে গ্রুপ ১,গ্রুপ২, গ্রুপ ১৮ এগুলো জারণ সংখ্যা জানা থাকার কারণে সেগুলোর মান বসিয়ে যে মৌলটির মান বের করতে চাই সেটিকে X ধরে এবং সম্পূর্ণ যৌগের মান = শূন্য ধরে একটি মৌলের জারন সংখ্যা নির্ণয় করা যায়।
১১৮ টি মৌলের জারণ সংখ্যা
আমরা জানি রাসায়নিক মৌলের পর্যায় সারণিকে সাতটি পর্যায়ে এবং ১৮ টি গ্রুপে ভাগ করে পর্যায়ক্রমে সাজানো হয়েছে।
গ্রুপ-1 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
H, Li, Na, K, Rb, Cs, Rr এর জারণ সংখ্যা= (+1),,
গ্রুপ- 2এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Be, Mg, Ca, Sr, Ba,Ra এর জারণ সংখ্যা হলো= (+২),,,
গ্রুপ-3এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Sc, Y, এর জারণ সংখ্যা হলো = (+২)/ (+৩),,,
গ্রুপ-4 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Ti, Zr, Hf,Rf এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ-5 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
V,Nb,Ta,Db, এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ-6 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Cr,Mo,w,sg,এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ- 7এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Mn,Tc,Re,Bh,এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ-8এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Fe,Ru,Os,Hs,,এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ-9 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Co,Rh,Ir,Mt, এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ – 10 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Ni,Pd,pt,Ds,এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ-11 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Cu, Ag, Au, Rg, এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ-12 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
Zn, Cd, Hg, Cn,,এর জারন সংখ্যা হলো = (+২)/(+৩),,,,
গ্রুপ-13 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
B,Al,Ga,In,Tl,Nh, এর জারন সংখ্যা হলো = (+৩),,,,
গ্রুপ-14 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
C,Si, Ge,Sn,Pb,Fl এর জারন সংখ্যা হলো = (+৪),,,,
গ্রুপ-15এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
N,P,As,Sb,Bi,Mc,,এর জারন সংখ্যা হলো = (-৩),,,,
গ্রুপ-16এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
O,S,Se,Te,Po,Lv,,,এর জারন সংখ্যা হলো = (-২),,,,,
গ্রুপ-17এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
F,Cl,Br,I,At,Ts,,এর জারন সংখ্যা হলো = -১,,,
গ্রুপ-18 এর যে সকল মৌল রয়েছে তা হলো:-
He,Ne,Ar,Kr,Xe,Rn,Og,,এর জারন সংখ্যা হলো = ০,,,,
এছাড়াও ল্যানথানাইড ও অ্যাকটিনাইড সারির মৌল গুলোর জারণ সংখ্যা নির্ণয় করা যায়।
আরো পড়ুন: বাস্তব সংখ্যা কাকে বলে
এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে রাসায়নিক পর্যায় সারণির একটি যৌগ একটি যৌগটি কিভাবে একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করা যায় এবং জারণ সংখ্যা সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি
আশা করি আমাদের পোস্টে পড়ার মাধ্যমে আপনি প্রতিটি মৌলের, মোট ১১৮ টি মৌলের জার্মান নির্ণয় করতে পারবেন এবং আমাদের পোস্টের মাধ্যমে উপকৃত হতে পারবেন।