শিক্ষা

স্বতন্ত্র প্রার্থী কাকে বলে

স্বতন্ত্র প্রার্থী কাকে বলে: নির্বাচনের বিভিন্ন সময় ভিত্তিক অথবা নির্বাচনের কর্মকান্ডের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রার্থী বিবেচনা করা হয়। এবং সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী ও রয়েছে।

তবে একটি নির্দিষ্ট দলীয় অথবা বিরোধী ও দলীয় সম্পর্কে অনেকের জেনে থাকলেও স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে অনেকে সচেষ্ট ভাবে জানেনা। তাই উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে জানাচ্ছি। 

প্রতিবার নির্বাচন কমিশনের যখন বছর ভিত্তিক পাঁচ বছর পরপর একটি নির্বাচন অনুষ্ঠিত করে তখন বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ও বিদ্যমান থাকে। তবে এ ক্ষেত্রে অনেকে স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে সচেষ্ট ভাবে জানেনা অথবা অবগত নন। 

তাই একজন ভোটার যখন ভোট প্রদান করতে চায় তার পূর্বে অবশ্যই বিভিন্ন প্রার্থীর সম্পর্কে পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কাকে বলে এ সম্পর্কের তথ্য জানা প্রয়োজন। 

স্বতন্ত্র প্রার্থী কাকে বলে

কোন সংসদ জাতীয় নির্বাচনে যে সকল প্রার্থীগণ নিজেই নিজের মতামত মতামত  করে অথবা রাজনৈতিক কোন দলের সমর্থন পায় না বা কোন রাজনৈতিক কোন দলের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে না, তা তখন তাকে স্বতন্ত্র প্রার্থী বলা হয়।

তবে একজন প্রার্থীকে তাদের নির্বাচনী এলাকার মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটার স্বাক্ষর যদি জমা দিতে পারে তাহলে সে ক্ষেত্রে একজন সংসদ নির্বাচনের ক্ষেত্রে নিজেই নিজের মত করে একই মনোনয়নপত্র জমা দিতে পারে এবং এ ধরনের প্রার্থীদের কে স্বতন্ত্র প্রার্থী বলা হয়ে থাকে। 

নির্বাচন কমিশন

বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক নির্বাচনের কাজে যে প্রতিষ্ঠানটি নিয়োজিত থাকে তা হল নির্বাচন কমিশন। বাংলাদেশের যে সকল নির্বাচন সমূহ রয়েছে যেমন জাতীয় পর্যায়ের নির্বাচন থেকে শুরু করে মেয়র নির্বাচন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা পালন করে তা হল নির্বাচন কমিশন। 

বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী কাকে বলে
স্বতন্ত্র প্রার্থী কাকে বলে

প্রধানমন্ত্রী লিস্ট

প্রতি ৫ বছর পর পর প্রধানমন্ত্রীদের লিস্ট তৈরি করা হয় মূলত এটি সরকার কর্তৃক আয়োজিত একটি নির্বাচন। নিচে ১৯৭১ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে সকল প্রধানমন্ত্রী রয়েছে তাদের লিস্ট তুলে ধরা হলো : 

১. তাজউদ্দীন আহমদ” 

১১ এপ্রিল, ১৯৭১ সালে ( অস্থায়ী বাংলাদেশ) 

→প্রথম প্রধানমন্ত্রী হন ।

২. পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন –

জনগণের প্রত্যক্ষ ভোটে 

“”শেখ মুজিবুর রহমান “”

→৭ মার্চ, ১৯৭৩ সালে।

৩. তবে বাংলাদেশে সর্বপ্রথম  মহিলা প্রধানমন্ত্রী হলেন –

“”””বেগম খালেদা জিয়া “””

→ ২৭ ফেব্রুয়ারি, ১৯৯১ সালে।

→ ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে।

→ এবং পুনরায় ১ অক্টোবর, ২০০১ সালে।

৪. তবে বর্তমান সময়ের  ডিজিটাল বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন এবং দীর্ঘতম প্রধানমন্ত্রী হলেন –

“””জননেত্রী শেখ হাসিনা “””

→১২ জুন, ১৯৯৬, 

→২৯ ডিসেম্বর, ২০০৮,

→৫ জানুয়ারি, ২০১৪ 

এবং পুনরায়, 

→ ৩০ ডিসেম্বর, ২০১৮ সালে।

এমন কি বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

স্বতন্ত্র অর্থ কি

স্বতন্ত্র এই শব্দটির অর্থ হল :

→ পৃথক,,,,,,

→স্ববশ,,,,,,,

→ স্বাধীন,,,,,,

  →অন্য নিরপেক্ষ,,,

→ স্বতন্ত্রা।

আরো পড়ুন: ভোটাধিকার কোন ধরনের অধিকার

অর্থাৎ যে কোন ক্ষেত্রে কেউ যদি নিজে আলাদাভাবে পৃথক থাকে অথবা অন্যদের সাথে নিরপেক্ষভাবে অবস্থান করে কিংবা স্বাধীনভাবে নিজেদের মতামত বা নিজের কার্য সম্পাদন করে সেক্ষেত্রে তাকে বা তার অবস্থানকর্তৃক কর্মকাণ্ডকে শতন্ত্র ভিত্তিক কর্মকাণ্ড বা স্বতন্ত্র বলা হয়। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে স্বতন্ত্র প্রার্থী কাকে বলে এর সম্পর্কে তথ্য জানানোর চেষ্টা করেছি। স্বতন্ত্র পার্টি সম্পর্কে যদি আপনার কোন তথ্য বা মতামত অথবা প্রশ্ন থেকে তাকে তাহলে তা অবশ্যই আমাদের উক্ত পুষ্টির মাধ্যমে আশা করি যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button