শিক্ষাসাধারণ জ্ঞান

রাজনৈতিক মানচিত্র কাকে বলে? স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার

রাজনৈতিক মানচিত্র কাকে বলে: যে কোন দেশ অথবা রাজ্যের নির্দিষ্ট একটি স্থানকে বোঝানোর ক্ষেত্রে মানচিত্র ব্যবহার করা হয়। তবে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড অথবা রাজনৈতিক অংশকে বোঝানোর ক্ষেত্রে রাজনৈতিক মানচিত্র ব্যবহার করা হয়।

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে রাজনৈতিক মানচিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 

মানচিত্র হলো এমন একটি মাধ্যম যে মাধ্যম কে ব্যবহার করার মাধ্যমে একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান অথবা রাজনৈতিক ক্ষেত্রের বিভিন্ন অবস্থানকে তুলে ধরা হয়। 

এক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন ভূমি সমীক্ষণ অথবা বিভিন্ন বিষয়াদি জানার পাশাপাশি রাজনৈতিক মানচিত্র সম্পর্কে প্রতিটি মানুষকে জানা প্রয়োজন। 

রাজনীতিতে অবস্থানরত অথবা প্রতিটি দেশের সদস্যদের রাজনীতি সম্পর্কে বুঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে রাজনৈতিক মানচিত্র সম্পর্কে জানা প্রয়োজন। 

রাজনৈতিক মানচিত্র কাকে বলে

যে মানচিত্রে একটি নির্দিষ্ট এলাকার রাজনৈতিক বিভাজন দেখায় এ ধরনের মানচিত্র কে রাজনৈতিক মানচিত্র বলে। দেশ, রাজ্য, শহর ও প্রদেশ ইত্যাদির আলাদা আলাদা বিভাজন কে উল্লেখযোগ্য ভাবে তুলে ধরার ক্ষেত্রে মানচিত্র ব্যবহার করে রাজনৈতিক তথ্য, নির্বাচনের ফলাফল, ভোটদানের ধরন ও সরকারি সীমানা চিহ্নিত করার প্রক্রিয়াকে রাজনৈতিক মানচিত্র বলে। 

আবহাওয়া মানচিত্র কাকে বলে

যে মানচিত্র ব্যবহার করার মাধ্যমে আবহাওয়া জনিত বিভিন্ন তথ্য যেমন বৃষ্টিপাতের পরিমাণ, সমুদ্রের অবস্থা,  মেঘাচ্ছন্নতার পরিমাণ, বায়ুর উষ্ণতা , বায়ু প্রবাহের দিক এবং গতি, বায়ুর চাপ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায় এবং প্রয়োজন বেদে আগামী ২৪ ঘন্টার খবর যে মানচিত্র ব্যবহার করে জানা যায় তাকে আবহাওয়া মানচিত্র বলে। 

স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার

স্কেল অনুসারে মানচিত্র চার প্রকারের। সেগুলো হলো :-

১. মৌজা মানচিত্র। 

২. ভূ-সংস্থানিক মানচিত্র। 

৩. দেওয়াল মানচিত্র। 

৪. ভূ চিত্রাবলী। 

১. মৌজা মানচিত্র:-

এ ধরনের মানচিত্র একটি গ্রাম অথবা কোন কোন ক্ষেত্রে ২ থেকে তিনটি গ্রাম নিয়ে তৈরি হতে পারে। এ মানচিত্র স্কেল হল ১৬ ইঞ্চি= ১ মাইল থেকে শুরু করে ৩২ ইঞ্চি = এক মাইল পর্যন্ত। 

২. ভূ-সংস্থানিক মানচিত্র:-

কোন একটি নির্দিষ্ট বন্দর, শহর অথবা ঘর বাড়ির ক্ষেত্রে নদী-নালাভূমির পরিমাণ ব্যবহার ইত্যাদি নিয়ে উপস্থাপন করা হয়ে থাকে এ মানচিত্রে। এক্ষেত্রে বিন্দু বিভিন্ন রং দিয়ে উপস্থাপন করা হয়। এখানে মানচিত্রের স্কেল হল এক ইঞ্চি সমান ১ মাইল থেকে শুরু করি ১৪ ইঞ্চি সমান ১ মাইল পর্যন্ত। 

৩. দেওয়াল মানচিত্র:-

এ মানচিত্র মূলত বিভিন্ন ধরনের স্কুল কলেজ অফিস অথবা বাসাবাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মানচিত্র স্কেল এক ইঞ্চি সমান ৩০০ মাইল পর্যন্ত ধরে হিসাব করা হয়। 

৪. ভূ চিত্রাবলী:-

গ্রুপ প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন শহর শিল্প খনেজ কৃষিযোগ উদ্ভিজ্জ জলবায়ু ভূপ্রকৃতি ইত্যাদি নিয়ে এখানে আলোচনা এবং দেখানো হয়ে থাকে। এ মানচিত্র স্কেল সাধারণত ১ লক্ষ বা ১০ লক্ষ কে বোঝানো হয়। 

রাজনৈতিক মানচিত্র কাকে বলে স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার
রাজনৈতিক মানচিত্র কাকে বলে স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার

ভাষা মানচিত্র কেন

ভাষা মানচিত হলো এমন একটি মানচিত্র যার মাধ্যমে একই ভাষার বক্তাদেরকে উপভাষার ধারাবাহিকতা অথবা তাদের ভৌগলিক বন্টন ও ভাষা পরিবারের আইসোগ্লাসকে নির্দেশ করে। 

একটি নির্দিষ্ট বাসা গত আটলাসকে প্রক্রিয়াকরণের মাধ্যমে অথবা দেখানো সুবিধার্থে যে মানচিত্র ব্যবহার করা হয় তা হলো ভাষা মান চিত্র। 

 রাজনৈতিক মানচিত্র

যে সকল মানচিত্রে একটি নির্দিষ্ট এলাকার রাজনৈতিক বিভাজন দেখায় এ ধরনের মানচিত্র হলো রাজনৈতিক মানচিত্র। যা  দেশ, রাজ্য, শহর ও প্রদেশ ইত্যাদির আলাদা আলাদা বিভাজন কে উল্লেখযোগ্য ভাবে তুলে ধরার ক্ষেত্রে মানচিত্র ব্যবহার করে।

 রাজনৈতিক তথ্য, নির্বাচনের ফলাফল, ভোটদানের ধরন ও সরকারি সীমানা চিহ্নিত করার প্রক্রিয়াকে তুলে ধরার মাধ্যম হিসেবে যে মানচিত্র প্রয়োগ করা হয় তা হলো রাজনৈতিক মানচিত্র। 

এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে রাজনৈতিক মানচিত্র সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। 

আরো পড়ুন: সামাজিক পরিবর্তন কাকে বলে

মানচিত্র সম্পর্কে যে সকল তথ্য জানা ছিল অথবা আপনি মানচিত্র সম্পর্কে যে সকল তথ্য জানতে চান আশা করি আমাদের পোস্টের মাধ্যমে তা যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button