শিক্ষাসমাজ

বড় পরিবার কাকে বলে – প্রকার ও কি কি

বড় পরিবার কাকে বলে : মানুষ সামাজিক জীব। মানুষ সাধারণত বিভিন্ন ভাবে বেঁচে থাকে। বা পরিবারভুক্ত হয়ে বেঁচে থাকে। এজন্য পরিবার সম্পর্কে বিভিন্ন তথ্য যেমন- বড় পরিবার, একক পরিবার, ছোট পরিবার সম্পর্কে জানা প্রয়োজন।এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে পরিবার সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি। 

মানুষের সাংগঠনিকভাবে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য মানুষ গুষ্টিবদ্ধ বা পরিবারভুক্ত হয়ে বেঁচে থাকে। মানুষের আপনজন এবং তাদের প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা স্বার্থে মানুষ পরিবারভুক্ত হয়ে বসবাস করে। তাই প্রতিটি মানুষকে পরিবারের গুরুত্ব এবং পরিবার কাকে বলে বা বড় পরিবার ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা প্রয়োজন। 

বড় পরিবার কি

যে পরিবারে বাবা-মা এবং সন্তানদের মধ্যে দুইয়ের অধিক সন্তানদের নিয়ে পরিবার গঠন করা হয় সে পরিবার হলো বড় পরিবার। 

যে সকল পরিবারের সদস্য সংখ্যা চারজন এর অধিক সে পরিবার হল বড় পরিবার। বড় পরিবারে বাবা-মা ভাই বোন ছাড়া অন্যান্য সদস্যগণ থাকে।

বড় পরিবার কাকে বলে

যে পরিবারেই সদস্য সংখ্যা ৪ জন এর অধিক সে পরিবারকে বড় পরিবার বলা হয়। সাধারণভাবে আমরা জানি যে সকল পরিবারের বাবা-মা, ভাই বোন, দাদা-দাদি, নানা-নানী, খালা -খালু, ইত্যাদি বিভিন্ন সম্পর্কে আত্মীয়-স্বজন একসঙ্গে বসবাস করে সে পরিবারকে যৌথ পরিবার বলা হয়। 

তাছাড়া যৌথ পরিবার একটি বড় পরিবারের উদাহরণ এর মত। তবে একটি পরিবারের যদি সন্তানের সংখ্যা ২ অথবা ৩ এর অধিক হয় তাতে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পায় ফলে ওদের জনসংখ্যা বা চারজনের অধিক জনসংখ্যা নিয়ে গঠিত পরিবার সমূহে বড় পরিবার বলা হয়। কখনো কখনো যৌথ পরিবার সমূহকে বড় পরিবার বলা হয়ে থাকে। 

বড় পরিবার কাকে বলে প্রকার ও কি কি
বড় পরিবার কাকে বলে প্রকার ও কি কি

একক পরিবার কাকে বলে

স্বামী এবং স্ত্রী নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলা হয়ে থাকে। তবে একক পরিবারের সন্তান আসতে পারে। কথা যে পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তানদের নিয়ে গঠিত করা হয় সেই সকল পরিবারকে একক পরিবার বলা হয়ে থাকে। 

একক পরিবারের ক্ষেত্রে সন্তান থাকতে পারে অথবা নাও থাকতে পারে। অর্থাৎ বাবা মা এবং সন্তানদের নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলা হয়। 

একক পরিবারে বাবা মা এবং সর্বোচ্চ দুই অথবা তিনজন সন্তান থাকতে পারে, এবং এরূপ পরিবারকে একক পরিবার বলা হয়। 

পরিবার কাকে বলে কত প্রকার ও কি কি

স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত ক্ষুদ্রতম সাংগঠনকে পরিবার বলা হয়। অর্থাৎ স্বামী স্ত্রী এবং সন্তানদের স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি নির্দিষ্ট সংস্থা বা সংগঠিত ক্ষুদ্রতম জায়গা হল পরিবার। 

আকারের উপর ভিত্তি করে একটি পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা –

১.একক পরিবার,,,,, 

২.যৌথ পরিবার,,,,,,, 

৩. বর্ধিত পরিবার,,,,, 

বিবাহোত্তর স্বামী-স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবারকে আবারো তিন ভাগে ভাগ করা যায়। যথা :-

আরো পড়ুন: একক পরিবার কাকে বলে

১. পিতৃ বাসগত পরিবার,,,,, 

১. মাতৃবাস গত পরিবার,,,, 

৩. নয়াবাস গত পরিবার,,,,,,,, 

এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে পরিবার সম্পর্কে বিভিন্ন তথ্য যেমন একক পরিবার এবং বড় পরিবার ইত্যাদি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। 

আশা করি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনি পরিবার সম্পর্কে যে সকল তথ্য জানতে চান অথবা যে সকল তথ্য জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button