ইজমা কাকে বলে : শরীয়তের বিভিন্ন বিষয়ের মধ্যে ইজমা হলো অন্যতম। বর্তমান যুগ নিয়ে রচনা করা বা বর্তমান যুগে যে সকল মুজতাহিদগণ রয়েছে তাদের দ্বারা ইজমা গঠিত করা হয়ে থাকে।
এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ইজমা সম্পর্কে বিভিন্ন তথ্য যেমন ইজমা কাকে বলে ইজমা শব্দের অর্থ ইত্যাদি আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি।
ইসলাম প্রতিষ্ঠা করার পর থেকে ইসলামী বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের দ্বারা বিভিন্ন ধরনের গ্রন্থ এবং আল কুরআন এবং পাশাপাশি হাদিস সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়েছে।
তবে নবীগণের পরে বর্তমান সময়ে যারা রয়েছে বা বর্বর যে মোস্তাহিদগণ রয়েছে তাদের দ্বারা ইজমা ক্রিয়া সম্পাদন করে।এজন্য প্রতিটি মুমিনকে ইজমা সম্পর্কে জ্ঞান ধারণ করতে হবে এবং এ সম্পর্কে জ্ঞান ধারণ করা অত্যাবশক ও জরুরী।
ইজমা অর্থ কি? ইজমা শব্দের অর্থ কি
শরীয়তের তৃতীয় উৎস হলো ইজমা। ইজমা আরবি শব্দ।
এর আভিধানিক অর্থ হলো :-
একমত হওয়া,,,
ঐক্যবদ্ধ হওয়া,,,,,,
মত ঐক্য প্রতিষ্ঠা করা,,,,,
ইত্যাদি।
ইজমা কি
শরীয়তে যে উৎসসমূহ রয়েছে সে উৎসের তৃতীয়ত তম উচ্চ হলো ইজমা। ইজমা কোরআন সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক একটি বিষয়।
নবীগণের বিভিন্ন সময় পেরিয়ে বর্তমান যুগে বা নবীগণের পরবর্তী যুগসমূহে প্রতিটি যুগে মুসলমান গণের মধ্যে যে সকল মোস্তাহিদগণ রয়েছে তাদের মতামত বা কোরআন সম্পর্কে যেকোনো গবেষণার ঐক্যমত্য পোষণ করা হলো ইজমা।
ইজমা কাকে বলে
কোন বিষয় বা কথাই ঐক্যমত পোষণ করাকে ইজমা বলে।ইসলামিক পরিভাষায় -শরীয়তের কোন বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পূণ্যবান মুজতাহিদগণের অর্থাৎ গবেষণাগণের ঐক্যমত্ত পোষণ করাকে ইজমা বলে।
ইজমা মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর পরবর্তী যেকোনো যুগে হতে পারে। সাহাবীগণ থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত প্রতি যুগে ইজমা প্রতিষ্ঠিত হতে পারে।
ইজমা কত প্রকার ও কি কি
ইজমা সাধারণত দু’প্রকার।
যথা:
১.অকাট্ট ইজমা,,,,,
২.প্রবল ধারণা মূলক ইজমা,,,,,,,,,
১. অকাট্ট ইজমা:-
উম্মতের পক্ষ হতে অবধারিতভাবে যে ইজমা সমূহ সংঘটিত হয়ে থাকে বা জানা যায় তাকে অকাট্য ইজমা বলা হয়।
যেমন :-
একজন মুমিনের প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।
২. প্রবল ধারণা মূলক ইজমা:-
যে সকল ইজমা সমূহ গবেষণা এবং অনুসন্ধান করার মাধ্যমে জানা যায় তাদেরকে প্রবল ধারণামূলক ইজমা বলা হয়।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ইজমা সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি।
আশা করি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনি ইসমাইল সম্পর্কে যে সকল তথ্য জানতে চেয়েছেন অথবা জানতে চান তা যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন।