লেখচিত্র কি? লেখচিত্র কাকে বলে
লেখচিত্র কাকে বলে: গণিতের আলোচনায় সর্বশেষ বিষয়ের মধ্যে একটি অন্যতম বিষয় হলো পরিসংখ্যান। তবে পরিসংখ্যান চিত্র অথবা লেখচিত্র ছাড়া বৃথা।
পরিসংখ্যানের প্রতিটি অংশ কোন না কোন লেখচিত্র অঙ্কন করতে হয়। এজন্য উক্ত পোস্টের মাধ্যমে আমরা লেখচিত্র কাকে বলে এবং লেখচিত্র অঙ্কন সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাচ্ছি।
লেখচিত্র হলো একটি গাণিতিক মাধ্যমে বিভিন্ন সংখ্যাগুলোকে রেখার মাধ্যমে বিন্দু বসিয়ে যোগ করে একটি মাধ্যম অথবা একটি স্তম্ভ দ্বারা বোঝানো।
লেখচিত্রের মাধ্যমে বিভিন্ন বিন্দু বসিয়ে একটি চিত্র অঙ্কন করা যায় এবং এই চিত্রের মাধ্যমে একটি গাণিতিক উক্তি অথবা গাণিতিক ধারা অথবা গাণিতিক সমীকরণকে বোঝানো যায়।
এজন্য লেখচিত্র কিভাবে আঁকতে হয় অথবা লেখচিত্র অঙ্কনের ভূমিকা ও লেখচিত্র ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরী।
লেখচিত্র কি
রেখার মাধ্যমে বিভিন্ন পরিসংখ্যান ভিত্তিক উপাত্তসমূহ কে চিত্রে তুলে ধরে এবং চিত্রসমূহ রেখাগুলো বিভিন্নভাবে স্কেল দিয়ে মেশানোর মাধ্যমে একটি চিত্র বা সম্পূর্ণ চিত্র অঙ্কন পদ্ধতিকে লেখচিত্র বলা হয়।
মূলত যে চিত্রের মাধ্যমে একটি গাণিতিক ধারা উক্তি অথবা সমীকরণকে চিত্রে ফুটিয়ে তোলা যায় বা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তা হল লেখচিত্র।
লেখচিত্র কাকে বলে
রেখার সাহায্যে অঙ্কিত পরিসংখ্যান ভিত্তিক উপাত্তসমূহ চিত্রের মাধ্যমে লেখে তুলে ধরার পদ্ধতিকে লেখচিত্র বলে সাধারণত বিভিন্ন ধরনের লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট অংকন করার কাগজে পরিসংখ্যানের যে সকল উপাত্ত সমূহ রয়েছে যা তিন চিত্রের সাহায্যে তুলে ধরা হয় এবং বিষয়ভিত্তিক বোঝানো হয়ে থাকে।
রৈখিক লেখচিত্র কাকে বলে
লেখচিত্রের মাধ্যমে রৈখিকভাবে পরিসংখ্যানের বিভিন্ন সংখ্যা বা উপাত্ত অথবা তথ্য গুলোকে রেখার মাধ্যমে চিত্রে তুলে ধরে প্রকাশ করার পদ্ধতিকে রৈখিক লেখচিত্র বলি।
এছাড়াও পরিসংখ্যানের বিভিন্ন উপাত্তের দুইটি দিক থাকে একটি ভুজ এর দিক অন্যটি কোটি এর দিক। ভুজ এবং কোটি কে লেখচিত্রে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিতে পরিসংখ্যানের উপাত্ত গুলোকে রে রেখাভিত্তিক তুলে ধরার প্রক্রিয়া হলো রৈখিক লেখচিত্র পদ্ধতি।
এ পদ্ধতি ব্যবহার করে একটি গ্রাফ কাগজে গণিতের অথবা পরিসংখ্যানের বিভিন্ন সংখ্যা বা উপর উপাত্ত সংখ্যাগুলোকে বিন্দুর মাধ্যমে রৈখিক বরাবর বিভিন্ন রেখা অঙ্কন করা হয়ে থাকে।
লেখচিত্র করার নিয়ম
লেখচিত্র অঙ্কনের বিভিন্ন নিয়ম রয়েছে। লেখচিত্র অঙ্কনের কিছু নিয়ম নিম্নে তুলে ধরা হলো :-
১. Xঅক্ষ বরাবর ভুজ এর বিন্দুগুলো বসাতে হবে।
২. Y অক্ষ বরাবর কোটি এর বিন্দুগুলো বসাতে হবে।
৩. একটি স্থানাঙ্কের দুটি অংশ বাদ কমা ব্যবহার করার মাধ্যমে দুইটি সংখ্যা রয়েছে।
৪. এক্ষেত্রে প্রথম সংখ্যাকে বোঝ হিসেবে এবং দ্বিতীয় সংখ্যাকে কোটি হিসেবে স্থানান্তর বসাতে হবে।
৫. তবে বসানোর ক্ষেত্রে প্রথমে একটি গ্রাফ কাগজ ব্যবহার করতে হবে।
৬. গ্রাফ কাগজে প্রথম থেকে শেষ পর্যন্ত বিন্দুগুলো বসানোর মাধ্যমে একটি স্কেল ব্যবহার করে বিন্দুগুলো যোগ করে নিতে হবে।
৭. ফলে বিন্দু বলুন মিলানোর মাধ্যমে অথবা যোগ করার মাধ্যমে একটি স্তম্ভ অথবা রেখা নির্ণয় করা যায়।
এভাবে বিন্দুগুলো প্রয়োগ করার মাধ্যমে বা বিন্দুগুলো বসানোর মাধ্যমে একটি লেখচিত্র অঙ্কন করা যায়।
স্তম্ভ লেখচিত্র কাকে বলে
কোন একটি গ্রাফ কাগজে X অক্ষ বরাবর ভূজ এর মান বসিয়ে এবং Y অক্ষ বরাবর কোটি এর মানসমূহ বসানোর মাধ্যমে যোগ করে স্তম্ভ আকৃতির উঁচু-নিচু একটি আকার ভিত্তিক লেখচিত্র অঙ্কন করা যায় যাকে স্তম্ভ লেখচিত্র বলে।
আরো পড়ুন: চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র
অর্থাৎ কোন একটি গ্রাফ কাগজে বিভিন্ন বিন্দু এর মান বসানোর মাধ্যমে বিন্দুগুলো যোগ করে সমান আকারের যে স্তম্ভ চিত্র অঙ্কন করা যায় তাকে স্তম্ভ লেখচিত্র বলে।
এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদের কে লেখচিত্র সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে এবং অংকনের নিয়মসমূহ জানানোর চেষ্টা করেছি।
আশা করি আমাদের পোস্টে পড়ার মাধ্যমে আপনি একটি লেখচিত্র সম্পূর্ণভাবে কিভাবে অঙ্কন করতে হয় এবং লেখচিত্র কাকে বলে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন।