ছন্দের যাদুকর কাকে বলে
ছন্দের যাদুকর কাকে বলে :- বাংলা সাহিত্যকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এবং সাহিত্যে অনন্য কৃতিত্ব রাখার জন্য বিভিন্ন কবি এবং সাহিত্যিক এর অবদান অপরিসীম। তবে বাংলার এমন একজন কবি রয়েছে যিনি শিশুদের থেকে শুরু
করে বড়দের জন্য বিভিন্ন ছড়া এবং কবিতার মাধ্যমে সেগুলোকে ছন্দে মিশ্রিত করে অনন্য ধারায় পৌঁছে দিয়েছে। এবং এইজন্য তাকে ছন্দের জাদুকর বলা হয়।
তাই উক্ত পোস্টের মাধ্যমে আমরা ছন্দের জাদুকর কাকে বলে এবং বাংলা সাহিত্যের ছন্দের জাদুকরকে ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদেরকে আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি।
সাহিত্য হল এক অনন্য ধারা। যা টিকিয়ে রাখার জন্য মানুষের নীরস পরিশ্রম এবং কবি সাহিত্যিকের সুরের রস বন্দনা ও ছন্দের যাদুতে তা অনন্য হয়ে ওঠে।
হলে বাংলা সাহিত্যেও বিভিন্ন কবি এবং সাহিত্যিকের আগমনে বাংলা সাহিত্য এবং ছন্দের মাধ্যমে কবিগন বাংলা সাহিত্য কে অনন্য ধারায় পৌঁছে দিয়েছি। তাই বাংলা সাহিত্যের বিশিষ্ট কবিগণ এবং সন্ধ্যা রাজবা চন্দ্র রাজা কাকে বলে এ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে।
ছন্দের যাদুকর কাকে বলে
বাংলায় বিভিন্ন ধরনের কবি রয়েছে যারা তাদের কবি সত্তার মাধ্যমে অমর হয়ে রয়েছে। তবে ছন্দের জাদুকর বলতে একজন কবিকে বোঝানো হয় যিনি বিভিন্ন ধরনের ছন্দের মাধ্যমে কবিতাকে এবং তাদের কবি সত্তাকে সকলের মাধ্যমে সর্বোৎকৃষ্টভাবে তুলে ধরতে পেরেছেন।
১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি বিংশ শতাব্দীর এক অন্যতম কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯২২ সালের ২৫শে জুন এই বিখ্যাত ও অন্যতম কোভিদ মৃত্যুবরণ করেন।
তবে এই অন্যতম কবি তার কবিতায় বিভিন্ন ধরনের শব্দ ও ভাষা যথোপযুক্ত ভাবে ব্যবহার করে এবং ছন্দের কারুকার্য মিশিয়ে কৃতিত্বে কৃতিত্বের জন্য বাংলা সাহিত্যের অন্যতম ও প্রথম কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের যাদুকর নামটি দিয়ে আখ্যা করেছেন। ফলে রবীন্দ্র যুগের খ্যাতনামা ও অন্যতম ছন্দের জাদুকর বলা হয়, → বিশিষ্ট কবি সত্যেন্দ্রনাথ দত্তকে।
ছন্দের কবি কাকে বলা হয়
কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের কবি বলা হয়। কারণ তিনি তার জনপ্রিয় ছড়াকার এবং অন্যতম বিভিন্ন কারো কাজ বা ছন্দের কারুকার্যের মাধ্যমে শব্দ ও ভাষাকে উপযুক্ত ভাবে ব্যবহার করেছেন এবং বিংশ শতাব্দীর প্রথম অর্ধেকের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এশিয়াদের মধ্যে প্রথম ও অন্যতম কোভিদ কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে “ছন্দরাজ” নামে অভিহিত করেছেন এজন্য ছন্দের কবি বলা হয় কবি সত্যেন্দ্রনাথ দত্তকে।
সাহিত্য সম্রাট কাকে বলা হয়
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ রচনাকারী অন্যতম কবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে সাহিত্যের সম্রাট বলে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালে ২৬ শে জুন জন্মগ্রহণ করেন এবং ১৮৯৪ সালের ৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি হলেন উনিশ শতকের এক অন্যতম ও বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক।
ফলে বাংলা উপন্যাসের বিকাশে এবং গদ্যের বিকাশে অসীম অবদান রাখার জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। এজন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়।
ছন্দের জাদুকর এর নাম কি?
বাংলা বিভিন্ন ছন্দ এবং কবিতাকে সুন্দর সাবলীল ভাষা ও শব্দ ব্যবহার করে বিভিন্ন ছন্দের কারুকার্যের যিনি তুলে ধরেছেন তিনি হলেন ছন্দের জাদুকর।
এবং বাংলা সাহিত্যের অন্যতম ছন্দের জাদুকর এর নাম হলো→
- “সত্যেন্দ্রনাথ দত্ত”।
বাংলা সাহিত্যের বিভিন্ন ছন্দ এবং মন্দকে ব্যবহার করে রচনাবলীর মধ্যে অন্যতম যে সকল কৃতিত্বময় ছড়া এবং কবিতা রয়েছে তা রচনা করার মাধ্যমে তিনি ছন্দের যাদুকর হিসেবে পরিচিতি লাভ করেছেন। রবীন্দ্র যুগে এশিয়াদের মধ্যে অন্যতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের জাদুকর বলে আখ্যা দিয়েছেন।
এজন্য ছন্দের জাদুকর এর নাম হলো “””সত্যেন্দ্রনাথ দত্ত “””
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ছন্দে জাদুকর সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি।
আশা করি আপনি বা আপনার আওতন দের জাদুকর সম্পর্কিত যে সকল তথ্য জানতে চান অথবা জানতে চেয়েছেন তা আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন।