শিক্ষাসাধারণ জ্ঞান

নৌবাহিনীর স্লোগান কি? নৌবাহিনীর স্লোগান ইংরেজিতে

নৌবাহিনীর স্লোগান কি: বাংলাদেশকে যে কোন সমস্যা রাত থেকে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের ভিন্ন বাহিনী সমূহ। বাংলাদেশকে শত্রুদের হাত থেকে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সমূহ তাই, 

দেশ রক্ষায় যারা এতটুকু গুরুত্বপূর্ণ পালন করছে তাদের মধ্যে একটি বাহিনী হিসেবে নৌবাহিনী পরিচিত। চাকরির বিভিন্ন পরীক্ষা সহ নৌবাহিনী বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নৌবাহিনী স্লোগান নৌবাহিনী স্লোগান ইংরেজি সম্পর্কে প্রয়োজন। 

তাই উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে নৌবাহিনী স্লোগান এবং নৌবাহিনী স্লোগান ইংরেজিতে ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য জানাচ্ছি। 

নৌবাহিনী হল বাংলাদেশের বিভিন্ন ডিফেন্স সময়ের একটি অন্যতম বাহিনী। যারা নৌবাহিনীতে রয়েছেন তাদের কাজ হলো নোবাব্রান্তরে কাজ করে অর্থাৎ পানিপথের বিভিন্নভাবে সমস্যা  মুক্তি দেওয়া

এবং সার্বিক মঙ্গলের প্রয়াস হিসেবে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যে সকল যুদ্ধ কাটি রয়েছে ওই সকল যুদ্ধের মাধ্যমে দেশকে ছোট দেহার থেকে রক্ষা করা ইত্যাদি। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ বাহিনীদের সম্পর্কে সকল তথ্য জানা খুবই প্রয়োজন। 

বিভিন্ন তথ্য সময়ের মধ্যে রয়েছে বাংলাদেশের নৌবাহিনী স্লোগান কি বাংলাদেশের নৌবাহিনী স্লোগান ইংরেজিতে ইত্যাদি সম্পর্কে বিপুলসংখ্যক প্রশ্নমালা এবং তার উত্তরমালা। এ সম্পর্কে বাংলাদেশের প্রতিটি নাগরিক কে অবগত হওয়া প্রয়োজন। 

নৌবাহিনীর স্লোগান কি

বাংলাদেশ নেভি বা নৌবাহিনী একটি অন্যতম বাহিনী হিসেবে পরিচিত। দেশ রক্ষার্থে সম্মানের দিক দিয়ে দেশের জন্য সর্বত্র নিজের ওদেরকে উজাড় করে দেওয়ার এক অন্যতম বাহিনীর নাম হলো নৌবাহিনী। 

ঠিক তেমনি নোবানের স্লোগান হল :

“”””শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়””””

অর্থাৎ অর্থাৎ দেশের যেকোনো পরিস্থিতিতে শান্তি রক্ষার জন্য সংগ্রামী দুর যুগে এগিয়ে যাওয়ার এক অন্যতম বাহিনীর নাম হলো নৌ বাহিনী। 

বাংলাদেশের পানিপথি অর্থাৎ সমুদ্রের দুর্জয় ছিনিয়ে আনার এক অন্যতম বাহিনী হিসেবে নৌবাহিনী পরিচিত। 

নৌবাহিনীর স্লোগান ইংরেজিতে

নৌবাহিনী বা বাংলাদেশ নেভি হলো বাংলাদেশের এক অন্যতম বাহিনী হিসেবে সকলের কাছে অধিষ্ঠিত একটি বাহিনী, এ বাহিনীতে অন্তর্ভুক্ত যে সকল লোকজন রয়েছে

এবং কাজ করে তাকে তারা মূলত দেশের সার্বিক মঙ্গলে প্রয়াস তথা নৌপথের যুদ্ধের মাধ্যমে দেশকে রক্ষার এবং দেশের শান্তি রক্ষার্থে কাজ করে থাকে।সর্বত্র এগিয়ে যাওয়ার জন্য তাদের জন্য একটি স্লোগান রয়েছে যে শ্লোগানের প্রচেতন তারা দেশ রক্ষার্থে এগিয়ে যায়। 

নৌবাহিনীর ইংরেজিতে যে স্লোগানটি রয়েছে সেটি হল :-

“””””””In war and peace invincible at sea.””””””””

নৌবাহিনীর প্রতীক কি

নৌপথে দেশের শান্তিরক্ষার এক অমরত্ব বাহিনী হিসেবে নৌবাহিনী যে পরিচিত রয়েছে সেই বাহিনীর একটি প্রতীক রয়েছে।যে প্রতি ব্যবহার করে বাজিয়ে প্রতিরোধ দেখে খুব সহজে নৌবাহিনী নাকি এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 

একই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী যে প্রতিক্রি রয়েছে সেটি হল কাচিবেষ্টিত নোয়ার। হযরত শাপলা আমাদের জাতীয় ফুল এবং এই ফুলের কাছে বেষ্টিত নম্বরে আবৃত এক অপরূপ সৌন্দর্যের এবং সাহসের প্রতি কচি নৌবাহিনীতে প্রতিকটি। 

বাংলাদেশ নৌবাহিনীর ঘাটি কয়টি?

বাংলাদেশ নৌবাহিনী বা বাংলাদেশ নিভৃতি যারা কাজ করে থাকেন দেশের রক্ষার জন্য, তাদের নির্দিষ্ট কিছু গাটি রয়েছে যে ঘাটি তাদেরকে নির্দেশনা দেয়া হয় বিভিন্ন যুদ্ধ মোকাবেলায়। 

এছাড়া দেশের যেকোনো খারাপ অথবা ভালো পরিচিতিতে দেশকে গৌরবে এবং রাখার ক্ষেত্রে এই ঘাটি গুলোতে যে সকল নিয়ন্ত্রান্তি কর্মকাণ্ড রয়েছে তারা নৌবাহিনী সৈনিকদেরকে কাজের পরবর্তী যে সকল কাজের ধাপ রয়েছে অথবা যে সকল কাজের মাধ্যমে পরবর্তী ধাপে পদার্পণ করতে পারবে ওই সকল ধাপ সম্পর্কে ধারণা দেওয়া হয়। 

বাংলাদেশের নৌবাহিনী এরকম কাঠের সংখ্যা হলো ১৫ টি। সেগুলো হলো: 

১. নৌসদর, ঢাকা। 

২. বানৌজা হাজী মহসীন, ঢাকা।

৩. বানৌজা শেখ মুজিব, ঢাকা।

৪. বানৌজা শহীদ মোয়াজ্জেম, কাপ্তাই, রাঙামাটি।

৫. বানৌজা উল্কা, চট্টগ্রাম। 

৬. বানৌজা ঈসা খান, চট্টগ্রাম।

৭. বানৌজা ভাটিয়ারী, চট্টগ্রাম।

৮. বানৌজা পতেঙ্গা, চট্টগ্রাম। 

৯. বানৌজা নির্ভীক, চট্টগ্রাম।

১০. বানৌজা তিতুমীর, খুলনা।

১১. বানৌজা উপশম, খুলনা।

১২. বানৌজা মোংলা, মোংলা। 

১৩. বানৌজা শেরে বাংলা, পটুয়াখালী।

১৪. বানৌজা শেখ হাসিনা, কক্সবাজার। 

১৫. বিএন ডকইয়ার্ড, পতেঙ্গা, চট্রগ্রাম।

নৌবাহিনীর স্লোগান কি নৌবাহিনীর স্লোগান ইংরেজিতে
নৌবাহিনীর স্লোগান কি নৌবাহিনীর স্লোগান ইংরেজিতে

নৌবাহিনীর iq প্রশ্ন

১. প্রকৃত বয়স বা Chronological Age কি?

= CA,

২. বুদ্ধিমত্তা কয় প্রকারে যাচাই করা যায়? 

= দুই প্রকারে। 

৩.বুদ্ধি বৃদ্ধির ছক অনুযায়ী প্রতিভাবান এর  নম্বর কত? 

= ১৩০- ঊর্ধ্বে। 

৪৷ মেয়েদের কোন বিষয়টিকে আপনি গুরুত্ব দেন? 

= শিক্ষা ও আচরণ। 

৫. আপনি আপনার অবসর পাঠান -?

= শিশুদের সাথে খেলতে। 

৬. কোন বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার বোঝার যে বৃষ্টি ভেবে ছিড়ে নষ্ট হয়ে গেলে এ অবস্থায় কি করবেন? 

= আপনার কাছাকাছি যারা আছে,, তাদের  কাছ থেকে পরামর্শ নেবেন। 

৭. বেশি ছাত্র পরিবেষ্টিত পরিবেশের লাইব্রেরীতে পড়ার সময় একজনের উচ্চস্বরে কথাবার্তায় আপনি বিরক্ত বোধ করছেন, উনি কি করবেন?

= লাইব্রেরিয়ানকে ডেকে কথা বন্ধ করার জন্য বলবেন। 

৮. আপনি ভালবাসেন? 

= শিশুদের সাথে খেলতে। 

৯. যে রং আপনার পছন্দ না? 

= লাল রং। 

১০. যে ধরনের বই আপনার ভালো লাগে? 

= কবিতা। 

১১. আড্ডায় আপনি? 

=প্রধান ভূমিকা রাখেন। 

১২. If early stands for 32567, then year will mean:? 

= 3752,,

১৩. If  politics stands for 39145402, then lopist stands for:? 

= 163425,,

১৪.এক হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 

= দশটি। 

১৫.২১ গজ দীর্ঘ একটি রাস্তার পাশে প্রতি তিন গজ অন্তর একটি করে গাছ লাগালে মোট কয়টি কাছে প্রয়োজন হবে? 

= ৮ টি।

নৌবাহিনীর কোন পদের কি কাজ

১.অর্ডিনারী সিম্যানআরও (জি),,

  •  -২এমই,,
  •  – ২রাইটার,, 
  • – ২এসএ,, 
  • – ২ইএন,,
  •  – ২আরইএন,,,
  •  – ২ইএন,,,
  •  – ২(অর্ড)পিএম,,
  •  – ২এমএ,,
  •  – ২০২এ্যাবল।

২.  সীম্যানআরও (জি),,

  •  -১এমই,,
  •  – ১রাইটার,,
  •  – ১এসএ,,
  •  – ১ইএন,,,
  •  – ১আরইএন,, 
  • – ১ইএন,,
  •  – ১(অর্ড)পিএম,,, 
  • – ১এমএ,,
  •  – ১০৩।

৩. লিডিং সীম্যানএলআরও (জি)এলএমইলিডিং,,,

  •  রাইটার,,
  • -এলএস,,
  • এএলইএন,,
  • এলআরই,,
  • এনএলইএন(অর্ড),,
  • – এলপিএমএলএম,,
  • এ০৪পেটি।।

৪.  অফিসারপিওআরএস,,,

  • –  (জি)ইআরএ,,
  • -৪পিও (ডব্লিউ)পিও,, 
  • (এস)ইএ,, 
  • – ৪আরইএ,,, 
  • – ৪ওএ,,,
  •  – ৪পিও (আর)পিও।
  • –  (মেড)০৫,,,,,

৫. চীফ পেটি অফিসারসিআরএস,,,,

  • –  (জি)ইআরএ,,, 
  • – ১/২/৩সিপিও,,,,
  •  –  (এস)ইএ,,,
  •  – ১/২/৩আরইএ,,, 
  • – ১/২/৩ওএ,,,
  •  – ১/২/৩সিপিও,,,,
  •  (রেগ)সিপিও,,,, 
  • (মেড)- ০৬,,,

৬. সিনিয়র চীফ পেটি অফিসারএসসিপিও,,,,

–  (কম)এসসিপিও,,,

–  (ই)এসসিপিও (ডব্লিউ),,,,

– এসসিপিও (এস),,,

– এসসিপিও (এল),,,

– এসসিপিও (আর),,,

– এসসিপিও (ওই),,,,,

– এসসিপিও (রেগ),,,

– এসসিপিও (মেড),,,

৭. মাস্টার চীফ পেটি অফিসারএমসিপিও,,,,

–  (কম)এমসিপিও (ই),,,

– এমসিপিও (এস),,

– এমসিপিও (এস),,,

– এমসিপিও (এল),,,

– /সিইএএমসিপিও (আর)/,,,

সিআরইএএমসিপিও (ওই)/,,,

– সিওএএমসিপিও (রেগ),,

– এমসিপিও (মেড),,,,,

৮. অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স),,,,,

– অনারারী সাব লেঃ (কম),,,,

– অনারারী সাব লেঃ (ই),,,

-অনারারী সাব লেঃ (এস),,,

– অনারারী সাব লেঃ (এস),,,

– অনারারী সাব লেঃ (এল),,,

– অনারারী সাব লেঃ (আর),,,,

– অনারারী সাব লেঃ (ওই),,,

– অনারারী সাব লেঃ (রেগ),,,

– অনারারী সাব লেঃ (ডব্লিউ/এম),,,

৯. অনারারী লেফটেন্যান্ট (এক্স),,,,,

-অনাঃ লেঃ (কম),,,,

-অনাঃ লেঃ (ই),,,

-অনাঃ লেঃ,,,,,

বাংলাদেশ নৌবাহিনীর সকল তথ্য
বাংলাদেশ নৌবাহিনীর সকল তথ্য

বাংলাদেশ নৌবাহিনীর সকল তথ্য

বীরত্বসূচক এক বাহিনী হিসেবে বাংলাদেশ নৌবাহিনী সকলের কাছে পরিব্যাপ্ত ও সীমিত। অস্থায়ীভাবে বাংলাদেশের সর্বপ্রথম নেপাল একাডেমিতে প্রশিক্ষণ কেন্দ্র, তাই চট্টগ্রামে 1976 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয়। 

নদীবৃত্তির টহল জাহাজ নির্মাণ করা হয়েছিল নারায়ণগঞ্জের ডক ইয়ারকে পাঁচটি। নৌবাহিনীদের জন্য একটি মাইল ফলক স্বরূপ। 

বনানীতে তৈরি করা হয় যা বর্তমানে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ১৯৭১ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। 

বাংলাদেশ সংবিধানের আনুগত্য স্বীকার করে বাংলাদেশের কাজ করে তাকে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক। 

বাংলাদেশ নৌবাহিনী প্রধান কাজ ও ভূমিকা হল নৌযোদ্ধ।বাংলাদেশ সামরিক বাহিনীর অংশীদারস্বরূপ। ইয়ার ডাক নাম হল বি এন। 

বাংলাদেশ নৌ বাহিনীর পৃষ্ঠপোষক হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। শান্তিতে সংগ্রামী সমুদ্র দুর্জয়,, নামে একটি নীতি বাক্য রয়েছে নৌ বাহিনীদের। নৌবাহিনী ড্রেসের কালার হল সাদা এবং নীল রঙের। ২৬ শে মার্চ এবং একুশে নভেম্বরের জন্য বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী। 

নৌবাহিনীর প্রধান 

নৌবাহিনী প্রধান হলেন নৌ বাহিনীর অ্যাড মিরাল। বর্তমান সময়ে বাংলাদেশের নৌ বাহিনীর এডমিরাল হল মোঃ নাজমুল হাসান। 

এই বছরের ২৪শে জুলাই রোজ রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি প্রজ্ঞাপন জারি করা হয় এবং মোঃ নাজমুল হাসান ২৪ শে জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবে এই সম্পর্কে ধারণা দেওয়া হয়। 

  • নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে তিনি নিয়োগ পেয়েছে। 
  • প্রধান ও অন্যতম পদ ও মর্যাদার অংশ হল এডমিরার পদ।
  • বাংলাদেশ নৌবাহিনী একমাত্র প্রদান হলেন এডমিরাল। 

একটি নির্দিষ্ট টিম এডমিরাল কর্তৃক আয়োজিত হয় এবং এডমিরাল পরিকল্পনা অনুযায়ী আগামীর পথে সুন্দর ভাবে এগিয়ে যেতে হয়। 

নৌবাহিনীর পেট্রোলম্যান এর কাজ কি

ট্রাফিক পুলিশের কাছ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ততো আর আমি আর ছাড়াও অন্যান্য ক্ষেত্রে পেট্রোলের কাজ রয়েছে। 

নৌবাহিনী যেকোনো কাজের বা অনুষ্ঠানের কর্মসূচিতে সার্বিক কাজ বা দায়িত্ব পেট্রল ম্যানদের পালন করতে হয়। 

অর্থাৎ নৌ বাহিনী ছোটখাটো যে সকল কাজ রয়েছে সেগুলো এডমিনাল করতে পেট্রোলম্যানদের দেয়া হয় এবং তাদের কত অনুযায়ী পেট্রলমেন্টকে কাজ করতে হয়। 

এছাড়াও পেট্রোল ম্যান এর কাজ হল কোন একটি নতুন অথবা যানবাহনের যেকোন ত্রুটি সম্মিলিত যেকোনো কাজ রয়েছে ওই সকল কাজগুলোতে ইলেকট্রিসিটির মতো যথাযথভাবে সাহায্য করা। বস্তুতা নৌবাহিনীতে পেট্রোল এর কাজ হল যে কোন সমস্যার সমাধানে প্রথম থেকে এগিয়ে আছে এবং তাদের কাজ করা। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে নৌবাহিনীর স্লোগান সম্পর্কে এবং নৌবাহিনীর ইংরেজি স্লোগান সম্পর্কে জানানোর চেষ্টা করেছি।

এছাড়া উক্ত পোস্টের মাধ্যমে নৌবাহিনীর বিভিন্ন পদের চাকরির সময় বিস্তারিত বিপুলভাবে আলোচনা করা হয়েছে। নৌ বাহিনী সম্পর্কে আপনার যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য আমাদের পোস্টটি দেখতে পারেন। 

আপনি যা জানতে চাচ্ছেন অথবা আপনার মনে যে সকল প্রশ্ন হয়েছে নৌবাহিনী সম্পর্কে সে সকল প্রশ্নের সমাধান যদি আমাদের পোস্টের মাধ্যমে জানতে পেরে থাকেন এবং উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। 

আরো পড়ুন: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান 

আমাদের পোস্ট রিলেটেড আরো কিছু প্রশ্নের উত্তর নিচে তুলে ধরা হলো :-

১. বাংলাদেশ নৌবাহিনীর শ্লোগান কি?

= “””””শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়””””

২. নাবিক এর কাজ কি?

= নাবিক হলেন নৌবাহিনী কর্মী বা উপকূল রক্ষক।  অর্থাৎ নৌবাহিনীতে যে সকল যানবাহনের কাজ করা হয় ওই সকল যানবাহন নিয়ন্ত্রণ করা হলো নাবিকের কাজ। 

৩. নৌবাহিনীতে ওজন কত লাগে?

= ৫০ কেজি।

৪. বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ কি?

= অ্যাডমিরাল।

৫. নৌবাহিনীর প্রতীক কি?

= কাছিবেষ্টিত নোঙর,,,,

৬. সবচেয়ে বড় নৌবাহিনী কারনৌবাহিনী কত সালে?

= ১৯৭১থেকে বর্তমান পর্যন্ত।

৭. বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট কতটি ও কি কি?

= ৫ টি। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button