অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য
অবস্থান্তর মৌল কাকে বলে: অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের এই পোস্টটি আপনাদের মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনি বিস্তারিত এখান থেকে জানতে পারবেন।
আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সকল বিষয়ের প্রতি বিস্তারিত জানাবো অবস্থান্তর মৌল কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কি এইসবের সকল বিস্তারিত আপনাদের এই পোষ্টের মাধ্যমে জানাবো আজকে।
তো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আমাদের এই পোস্টটি শেয়ার করে দিবেন এবং অন্যজনকে পড়ার সুযোগ করে দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো এবার চলুন ফেরা যাক।
অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য অবস্থান্তর মৌল যে সকল মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে। যে আয়নে ইলেকট্রন বিন্যস্ত করলে d অরবিটাল আংশিক অন্য কোন হবে তাকে অবস্থান্তর মৌল Transition Metal বলে।
অর্থাৎ মৌল এর আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে দেখা গেছে, d অরবিটাল এ ইলেকট্রন ১-৯ এরমধ্য থাকবে।d পরিপূর্ণ অর্থাৎ d ১০ হলে সেটি অবস্থান্তর মৌলোনা।
আরো পড়ুন: অরবিটাল কাকে বলে? 2d অরবিটাল সম্ভব নয় কেন
অবস্থান্তর মৌল কাকে বলে
যে সকল d- ব্লক মৌলের আয়নের কোন স্থিতিশীল সর্ব বহিঃস্থ d – অরবিটালের ইলেকট্রনীয় কাঠামো আংশিক পূর্ণ অর্থাৎ d1-d9 ইলেকট্রিকিও কাঠামো থাকে তাদের অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু বলে।
যেমন:
Fe2+ (26)—-→1s2 2s2 2p6 3s2 3p6 3d6
Fe2+স্থিতিশীল আয়নের ইলেকট্রনস বিন্যস্ত করলে দেখা যায়। বহি: স্থ d- অরবিটাল আংশিক পূর্ণ থাকে। কাজেই বলা যায় Fe2+ একটি অবস্থান্তর মৌল।
আরো পড়ুন: কর্কটক্রান্তি রেখা কাকে বলে
অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য
মৌলের অবস্থান্তর বৈশিষ্ট্য নিম্নরূপ:
১/ অবস্থান্তর মৌল সমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
২/ যোগসমূহ রঙ্গিন হয় এদের ।
৩/জটিল রোগ গঠন করে এদের অধিকার অংশ মৌল।
৪/ অবস্থান্তর মৌলসমূহ ত্রিয়া প্রভাবক হিসেবে করে।
৫/ প্যারাচৌম্বক অবস্থান্তর মৌলসমূহ ধর্মবিশিষ্ট হয়।
অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য নিম্নরূপ এর বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবস্থান্তর মৌল কাকে বলে এবং অবস্থান্তর মৌলের সমূহের বৈশিষ্ট্য কি এর বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনারা এর থেকে বুঝতে পেরেছেন।
আজকের এই পোষ্ট থেকে আশা করি আপনারা এখান থেকে জ্ঞান অর্জন লাভ করতে পেরেছেন।তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের এই পোস্টটি যোগাযোগ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া য় শেয়ার করে দিবেন এবং অন্যজনকে পড়ার সুযোগ করে দিবেন
আরো পড়ুন: প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
আমাদের পোস্ট রিলেটের আরো কিছু প্রশ্নের উত্তর তুলে ধরা হলো:
অবস্থান্তর ধাতু বলতে কি বুঝায়?
উত্তর: এটি পর্যায় সারণিতে গ্রুপ তিন থেকে ১২ পর্যন্ত প্রতিনিধিত্ব করে। আরো বিশদভাবে lUPAC সন্ধ্যা অনুসারে অবস্থান্ত ধাতু হল কোন উপাদান যার অণুতে অসম্পূর্ণ d উপস্থিত থাকে অথবা যার কোন স্বস্তি ক্যাটায়নে অসম্পূর্ণ d উপস্তর থাকে। এই সঙ্গা অনুসারে জিক্ট, ক্যাটমিয়াম ও মার্কারি অবস্থানত ধাতু নয়।
কোনটি আন্ত অবস্থান্তর মৌল?
উত্তর: এফ ব্লক হল মৌলিক পদার্থের পর্যায়ে সারণির এমন একটি ব্লক যে এখানকার মৌল গুলোর ইলেকট্রন বিন্যাসের এফ অক্ষে ইলেকট্রন রয়েছে। মূল ইলেকট্রন বিন্যাস তো আউফবাউ নীতির ভিত্তির অনুমান থেকে কিছুটা ভিন্ন হতে পারে। এই ব্লকের মূল গুলোতে অন্তত অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে।
SC কে অবস্থান্তর মৌল বলা হয় না কেন?
উত্তর: Sc 3+ আয়ন গঠনের সময় এই 3টা ইলেকট্রন ত্যাগ করে, তখন আয়নিক অবস্থার ইলেকট্রন বিন্যস্ত করলে দেখা যায় d আরবিটাল এ ইলেকট্রন 1-9 থাকতে হবে আর এখানে d অববিটাল এ নাই। সুতরাং Sc অবস্থান্তর মৌলোনা।
আরো পড়ুন: বিপরীত ভগ্নাংশ কি?
কোনটি আন্ত অবস্থান্তর মৌল?
উত্তর: এফ ব্লক হল মৌলিক পদার্থের পযায় সারণিন এমন একটি ব্লক যেখানকার মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এফ অক্ষে ইলেকট্রন রয়েছে। মূল ইলেকট্রন বিন্যস্ত আউফবাউ নীতির ভিত্তির অনুমান থেকে কিছুটা ভিন্ন হতে পারে। এই ব্লকের মূলগুলো কেউ অন্তর অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে।
জিনকে অবস্থান্তর মৌল বলা হয় না কেন?
উত্তর: আর অবস্থান্তর মৌল এর শর্ত d অরবিটাল এ ইলেকট্রন 1-9 থাকতে হবে আর এখানে d অরবিটাল এ নাই। সুতরাং Sc অবস্থান্ত মৌল না। অপরদিকে Zn এরও আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়।d অরবিটাল ইলেকট্রন সংখ্যা ১০ অর্থাৎ পরিপূর্ণ যা অবস্থান্তর মৌল এর শর্তের বাইরে। সুতরাং Zn ও অবস্থান্তর মৌলো না।