চিকিৎসা

সর্দির ট্যাবলেট এর নাম

সর্দির ট্যাবলেট: জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা। মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচেক যাওয়ার ব্যথা অন্ত্রে ব্যথা

সর্দির ট্যাবলেট এর নাম

সিজনাল এলার্জিক রাইনাইটিস বা হে ফিভার (ঋতু জনিত এলারজির সমস্যা) বৃক্কীয় কার্যকারীতা কমেগেলে, মাত্রা নির্ণয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এ ক্ষেত্রে বৃক্কীয় কার্যকারীতা পর্যালোচনায় রাখা হিতকর।

বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।

Ace + ( এইস প্লাস )

জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা। মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচেক যাওয়ার ব্যথা অন্ত্রে ব্যথা,

কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী ব্যথা, ক্যান্সার জনিত দীর্ঘস্থায়ী ব্যথা, প্রদাহ জনিত ব্যথা ও শিশুদের টিকা দেবার পরের জ্বর ও ব্যথা।

বাত ও অষ্টিওআথ্রাইটিস- এর দরুণ সৃষ্ট ব্যথা ও অস্থিসংযোগ সমূহের অনমনীয়তা।

১-২ টি ট্যাবলেট ৬ ঘন্টা পর পর। দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট। ১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে অনুমোদিত নয়।

বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।

Neocilor (‌ নিওসিলর )

এলার্জি ও এলার্জিজনিত নাকের সমস্যা

প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের ঊর্ধ্বে:

ট্যাবলেট : একটি সেডনো® ৫ মি.গ্রা. দিনে একবার। সিরাপ : ১০ মি.লি. (২ চা চামচ) দিনে একবার।

৬-১১ বছর বয়সের শিশুদের জন্য : ট্যাবলেট: ২.৫ মি.গ্রা. (৫ মি.গ্রা. ট্যাবলেটের অর্ধেক) সিরাপ ৫ মি.লি. (১ চা-চামচ) দিনে একবার।

দিনে একবার।

১-৫ বছর বয়সের শিশুদের জন্য : সিরাপ ২.৫ মি.লি. (অর্ধেক চা-চামচ) দিনে একবার।

৬-১১ মাস বয়সের শিশুদের জন্য সিরাপ ২ মি.লি. (১ মি.গ্রা.) দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।

আরো পড়ুন: সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা

Napa Extend ( নাপা এক্সটেন্ড)

জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা। মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচেক যাওয়ার ব্যথা অন্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী ব্যথা

ট্যাবলেট :

প্রাপ্ত বয়স্ক : ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর

সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট।

শিশু (৬-১২ বছর) আধা থেকে ১টি দিনে ৩-৪ বার।

সিরাপ এবং সাসপেনশন :

শিশু (৩ মাসের নীচে) : ১০ মি.গ্রা. হিসাবে (জন্ডিস

থাকলে ৫ মি.গ্রা. হিসাবে) দিনে ৩-৪ বার

৩ মাস – ১ বছরের নীচে: ১/২ থেকে ১ চা চামচ দিনে

৩-৪ বার।

১-৫ বছর : ১-২ চা চামচ দিনে ৩-৪ বার।

৬-১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার। প্রাপ্তবয়স্ক: ৪-৮ চা চামচ দিনে ৩-৪ বার।

এক্স আর ট্যাবলেট : ২টি করে ট্যাবলেট দিনে ৩ বার। সাপোজিটরি : ৩ মাস ১ বছরের নীচে: ৬০-১২০ মি.গ্রা.

দিনে ৪ বার।

১-৫ বছর : ১২৫-২৫০ মি.গ্রা. দিনে ৪ বার।

৬-১২ বছর বয়সের শিশুদের জন্য : ২৫০-৫০০ মি.গ্রা.

দিনে ৪ বার।

প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য : ০.৫-১ গ্রাম দিনে ৪ বার।

পেডিয়াট্রিক ড্রপস্ :

শিশু : ৩ মাস বয়স পর্যন্ত : ০.৫ মি.লি. (৪০ মি.গ্রা.),

দিনে ৪ বার।

৪-১১ মাস বয়স পর্যন্ত : ১ মি.লি. (৮০ মি.গ্রা.), দিনে ৪

বার।

১-২ বছর বয়স পর্যন্ত : ১.৫ মি.লি. (১২০ মি.গ্রা.), দিনে ৪ বার।

আরো পড়ুন: কিডনির সমস্যা হলে কোথায় কোথায় ব্যথা হয় 

নাপা

ট্যাবলেট :

প্রাপ্ত বয়স্ক : ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট। শিশু (৬-১২ বছর) আধা থেকে ১টি দিনে ৩-৪ বার।

সিরাপ এবং সাসপেনশন :

শিশু (৩ মাসের নীচে) : ১০ মি.গ্রা. হিসাবে (জন্ডিস

থাকলে ৫ মি.গ্রা. হিসাবে) দিনে ৩-৪ বার। ৩ মাস – ১ বছরের নীচে: ১/২ থেকে ১ চা চামচ দিনে

৩-৪ বার।

১-৫ বছর : ১-২ চা চামচ দিনে ৩-৪ বার।

৬-১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার।

প্রাপ্তবয়স্ক: ৪-৮ চা চামচ দিনে ৩-৪ বার।

এক্স আর ট্যাবলেট :

২ টি করে ট্যাবলেট দিনে ৩ বার।

সাপোজিটরি :

৩ মাস ১ বছরের নীচে : ৬০-১২০ মি.গ্রা. দিনে ৪ বার। ১-৫ বছর : ১২৫-২৫০ মি.গ্রা. দিনে ৪ বার। ৬-১২ বছর বয়সের শিশুদের জন্য : ২৫০-৫০০ মি.গ্রা.

দিনে ৪ বার।

প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য : ০.৫-১ গ্রাম দিনে ৪ বার।

পেডিয়াট্রিক ড্রপস্

শিশু ৩ মাস বয়স পর্যন্ত : ০.৫ মি.লি. (৪০ মি.গ্রা.), দিনে

৪ বার।

৪-১১ মাস বয়স পর্যন্ত : ১ মি.লি. (৮০ মি.গ্রা.), দিনে ৪

বার।

১-২ বছর বয়স পর্যন্ত : ১.৫ মি.লি. (১২০ মি.গ্রা.), দিনে

৪ বার।

বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে।

ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।

আরো পড়ুন: কিডনির জন্য ক্ষতিকর খাবার 

সর্দির ট্যাবলেট এর নাম

Histosin ( হিস্টোসিন)

নাকে প্রদাহ, নাকে সর্দি ঝরা, চোখে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী। কোন কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। 

কীট-পতঙ্গের কামড়ে বা কোন ওষুধের প্রতিক্রিয়ায় ব্যথা বা চুলকানিতে এটা কার্যকরী। ভ্রমণজনিত পীড়া, ঠাণ্ডা কাশিতেও এটা ব্যবহার করা হয়।

প্রাপ্ত বয়স্ক :

৪. মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ২৪ মি.গ্রা.

পর্যন্ত)।

শিশু ১-২ বছর পর্যন্ত :

১ মি.গ্রা. দিনে ২ বার সেব্য।

২-৫ বছর:

১ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ৬ মি.গ্রা. পর্যন্ত)।

৬-১২ বছর : ২ মি.গ্ৰা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ১২ মি. গ্রা. পর্যন্ত)।

অথবা চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য।

বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button