ট্রেনের সময়সূচী

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী – সুপ্রিয় পাঠক বৃন্ত আমাদের ওয়েব সাইটের ভ্রমণ রিলেটেড একতা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। ভ্রমণের সুবিধার্থে কিংবা একতা এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের সুবিধার জন্য উক্ত পুষ্টির মাধ্যমে আমরা আপনাদেরকে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানাচ্ছি। 

যাতায়াতের জন্য বিভিন্ন স্থান এবং বিভিন্ন স্থানের ট্রেন ব্যবহার করা হয়ে থাকে।  তবে ট্রেনে যাতায়াতের সময় ট্রেন ছাড়ার সময় এবং ট্রেন পৌঁছানোর সময় সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি যাতায়াতের অন্যতম মুখ্য বিষয় হলো টিকেট মূল্য। একটি ট্রেনের কোন আসনের ক্রিকেট মূল্য কত টাকা সেটা সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। 

আরো পড়ুন: ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী

একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী

ঢাকা থেকে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধার সিরাজুল ইসলাম থেকে ঢাকা এই রাস্তায় চলাচল করে।ট্রেনটির কোন নির্দিষ্ট ছুটির দিন না থাকার কারণে যাত্রীগণ এই ট্রেনের মাধ্যমে প্রতিদিন চলাচল করতে পারে। এই রুটের অন্যতম একটি আন্তঃনগর ট্রেন হিসেবে একতা এক্সপ্রেস ট্রেন টি পরিচিত। 

একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী নিম্নে তুলে ধরা হলো :- 

স্টেশনের নাম ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা টু বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ১০ঃ১৫ ২১ঃ০০; 
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম  টু ঢাকা ২১ঃ১০ ০৭ঃ৫০
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

একতা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন

তা কোথায় এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা থেকে বীর মুক্তিযুদ্ধ সিরাজুল ইসলাম এ রুটের আসা-যাওয়া করে। আন্তঃনগর এর এ ট্রেনটি প্রতিদিন চলাচল করে এজন্য যাত্রীগঞ্জ ট্রেনের মাধ্যমে প্রতিদিন চলাচল করতে পারে। একতা এক্সপ্রেস নামক আন্তঃনগরীর এ ট্রেনটির নির্দিষ্ট কোন ছুটির দিন নেই তাই এই ট্রেনটি প্রতিদিন চলাচল করে। 

অর্থাৎ একতা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন নেই।  সুতরাং এজন্য একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটে প্রতিদিন চলাচল করে থাকে। 

একতা এক্সপ্রেস বিরতি স্টেশনসমূহ ও সময়সূচী

ঢাকা থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এই রাস্তায় পথের বিভিন্ন স্থানে স্টেশনে বিরতি দেয়া হয়। 

ঢাকা থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটে চলাচল কারী এখতা এক্সপ্রেস ট্রেনটির বিরোধী স্টেশন ও সময়সূচী নিম্ন তুলে ধরা হলো :- 

  • ঢাকা থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটে যাওয়ার সময় — 
বিরতি স্টেশন নাম সময়
ঢাকা থেকে (৭০৫) বিমান বন্দর ১০ঃ৩৮ টায়।
টাঙ্গাইল    ১২ঃ০২ টায়।
বি-বি-পৃর্ব  ১২ঃ২৪
শহীদ এম মনসুর আলী  ১৩ঃ০০
উল্লাপাড়া  ১৩ঃ২০ 
ঈশ্বরদী বাইপাস  ১৪ঃ২১ 
নাটোর  ১৫ঃ০৩ 
সান্তাহার  ১৫ঃ৫৫
আক্কেলপুর ১৬ঃ২০
জয়পুরহাট  ১৬ঃ৪৯
পাঁচবিবি  ১৭ঃ১২
বিরামপুর  ১৭ঃ৩৪
ফুলবাড়ি ১৭ঃ৫৪
পার্বতীপুর  ১৮ঃ১৫
চিরিরবন্দর ১৮ঃ৪০
দিনাজপুর ১৯ঃ০০;
সেতাবগঞ্জ  ১৯ঃ৩৫
পীরগঞ্জ  ১৯ঃ৫১
ঠাকুরগাঁও ২০ঃ১৫
রুহিয়া ২০ঃ৩৩
কিসমত  ২০ঃ৪২

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম থেকে ঢাকা রুটে যাওয়ার সময় যে সকল স্টেশনের স্টেশন বিরতি রয়েছে সেগুলো যথাক্রমে :- 

বিরতি স্টেশন নাম বিরতির সময়
ঢাকা থেকে (৭০৫)বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বিরতির সময়:- ০৭ঃ২০
কিসমত বিরতির সময়:- ০৭ঃ৩৭
রুহিয়া  বিরতির সময়:- ০৭ঃ৪৭
ঠাকুরগাঁও বিরতির সময়:- ০৮ঃ০৪
পীরগঞ্জ  বিরতির সময়:- ০৮ঃ৪৭
সেতাবগঞ্জ বিরতির সময়:- ০৯ঃ০৩
দিনাজপুর বিরতির সময়:- ০৯ঃ৪৫
চিরিরবন্দর  বিরতির সময়:- ১০ঃ০৪
পার্বতীপুর বিরতির সময়:- ১০ঃ৪৫
ফুলবাড়ি  বিরতির সময়:- ১১ঃ০৭
বিরামপুর বিরতির সময়:- ১১ঃ২১
পাঁচবিবি  বিরতির সময়:- ১১ঃ৪৩
জয়পুরহাট  বিরতির সময়:- ১১ঃ৫৭
আক্কেলপুর  বিরতির সময়:- ১২ঃ১২
সান্তাহার  বিরতির সময়:- ১২ঃ৩৫
নাটোর বিরতির সময়:- ১৩ঃ৪৭
ঈশ্বরদী বাইপাস বিরতির সময়:- ১৪ঃ২৮
চাটমহর বিরতির সময়:- ১৪ঃ৫০
বি-বি-পৃর্ব বিরতির সময়:- ১৬ঃ২৩
টাঙ্গাইল  বিরতির সময়:- ১৬ঃ৪৬
জয়দেবপুর বিরতির সময়:- ১৮ঃ০০
ঢাকা বিরতির সময়:- ১৮ঃ৫৫
একতা এক্সপ্রেস ট্রেনের
একতা এক্সপ্রেস ট্রেনের

একতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য সমূহ

বিভিন্ন স্টেশনে যাত্রীদের আসন সংখ্যার উপর ভিত্তি করে একতা এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য নির্ধারণ করা হয়।  নিম্নে একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য সমূহ তুলে ধরা হলো :- 

স্টেশনের নামশোভন চেয়ারশোভন চেয়ারপ্রথম বার্থএসি বার্থ

  • স্টেশনের নাম:- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম; 
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ৩৬০ টাকা।
শোভন চেয়ার ৪৬০ টাকা।
প্রথম বার্থ ৮৫৫ টাকা।
এসি বার্থ ১২৮৫ টাকা।
  • স্টেশনের নাম:-ফুলবাড়ি; 
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ৩৩০ টাকা।
শোভন চেয়ার ৩৯৫ টাকা।
প্রথম বার্থ ৭৮৫ টাকা।
এসি বার্থ ১১৭৫ টাকা।
  • স্টেশনের নাম:- বিরামপুর; 
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ৩২০ টাকা।
শোভন চেয়ার ৩৮৫ টাকা।
প্রথম বার্থ ৭৬৫ টাকা।
এসি বার্থ ১১৫০ টাকা।

 

আরো পড়ুন: রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী

  • স্টেশনের নাম:-পাঁচবিবি;
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ৩০৫টাকা।
শোভন চেয়ার ৩৬৫টাকা।
প্রথম বার্থ ৭৩০ টাকা।
এসি বার্থ ১১৯৫ টাকা।
  • স্টেশনের নাম:-জয়পুরহাট; 
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ৩০০টাকা।
শোভন চেয়ার ৩৬০টাকা।
প্রথম বার্থ ৭১৫ টাকা।
এসি বার্থ ১০৭০ টাকা।
  • স্টেশনের নাম:-আক্কেলপুর; 
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ২৯০ টাকা।
শোভন চেয়ার ৩৪৫ টাকা।
প্রথম বার্থ ৬৯০ টাকা।
এসি বার্থ ১০৩৫ টাকা।
  • স্টেশনের নাম:-সান্তাহার; 
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ২৭৫ টাকা।
শোভন চেয়ার ৩৩০টাকা।
প্রথম বার্থ ৬৬০টাকা।
এসি বার্থ ৯৯০ টাকা।
  • স্টেশনের নাম:-বি-বি-পৃর্ব; 
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ১০৫ টাকা।
শোভন চেয়ার ১২৫ টাকা।
প্রথম বার্থ ২৫০ টাকা।
এসি বার্থ ৩৭৫ টাকা।
  • স্টেশনের নাম:-টাঙ্গাইল; →
সিট টিকেট এর মূল্য
শোভন চেয়ার ৯০টাকা।
শোভন চেয়ার ১০৫টাকা।
প্রথম বার্থ ২১০টাকা।
এসি বার্থ ৩১৫টাকা।

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং যাতায়াতের ভাড়া সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি। আশা করি,,  আমাদের পোস্টে পড়ার মাধ্যমে একতা এক্সপ্রেস ট্রেনের চলাচলের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানার মাধ্যমে আপনারা উপকৃত হতে পেরেছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button