তথ্য

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪ – এই বাংলাদেশ

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী: সুপ্রিয় পাঠকবৃন্দ আমাদের ওয়েবসাইটে চলাচল নিয়ে আলোচিত যানবাহনে অর্থাৎ ট্রেনে ভৈরব থেকে ঢাকায় চলাচলের সময়সূচী সম্পর্কিত উক্ত পোস্ট স্বাগতম। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ভৈরব থেকে ঢাকায় ট্রেনে যাতায়াতের সময়সূচী, ছুটির দিন এবং ভাড়া তালিকা সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানাচ্ছি। 

মানুষ তাদের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ভৈরব থেকে ঢাকায় ট্রেনে চলাচল করে থাকেন।  এছাড়া শুধু প্রয়োজন নয় ভাড়া এবং অন্যান্য সকল দিকের সুবিধা ও স্বাচ্ছন্দ বোধের জন্য মানুষ ট্রেনে চলাচল করে। 

তবে ট্রেনে চলাচল করার ক্ষেত্রে অবশ্যই ভৈরব থেকে ঢাকায় চলাচলে বিভিন্ন ট্রেন সম্পর্কে জানার প্রয়োজনীয়তা এবং ভাড়া সম্পর্কে ও সময় সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। 

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৪

ভৈরব এর রেল স্টেশন হতে ঢাকা রেলস্টেশনের মোট দশটি ট্রেন প্রতিনিয়ত যাতায়াত করে। ট্রেনে যাতায়াতের সময় ভৈরব থেকে ঢাকা যেতে প্রায় এক ঘন্টা ৪০ মিনিট থেকে দুই ঘন্টা সময় পর্যন্ত লাগে।

এছাড়াও ট্রেনে যাতায়াত করা কিংবা ভ্রমণ করার সহজ হওয়ার যাত্রীগণ অধিকাংশ সময় ট্রেনে যাতায়াত করতে সাচ্ছন্দ বোধ করে।  যে ১০ টি ট্রেন ভৈরব থেকে ঢাকায় যায় তাদের সময়সূচী নেমে তালিকা অনুযায়ী দেয়া হলো :- 

ট্রেনের নাম সময়সূচি যাত্রার সময়
তূর্ণা (৭৪১) সকাল ০৩:৩৩ মিনিট ১ ঘন্টা ৪২ মিনিট
উপবন এক্সপ্রেস (৭৪০) সকাল ০৪: ০৬মিনিট ১ ঘন্টা ৩৯ মিনিট
এগারোসিন্দুর প্রভাতী সকাল ০৮: ২০ মিনিট ২ ঘন্টা ১০  মিনিট
চট্রলা এক্সপ্রেস (৮০১) সকাল ১০: ২১ মিনিট ১ ঘন্টা ৪৯ মিনিট
কাকলী এক্সপ্রেস (৭৭৪) সকাল ১১: ১০ মিনিট ১ ঘন্টা ৫০ মিনিট
এগারোসিন্ধুর গোধুলি(৭৫০) বিকাল ০২:৫৫ মিনিট১ ঘন্টা ৫০ মিনিট
মহানগর এক্সপ্রেস (৭২১) ০৪:৫৭ মিনিট ১ ঘন্টা ৪৩ মিনিট
কিশোরগঞ্জ এক্সপ্রেস সন্ধ্যা ০৫:৪৮ মিনিট ২ ঘন্টা ০৭ মিনিট
মহানগর গোধুলি (৭০৩) সন্ধ্যা ০৭:০৭ মিনিট ১ ঘন্টা ৪৮ মিনিট
নেইপারাবত এক্সপ্রেস (৭১০) রাত ০৮:৩০ মিনিট ১ ঘন্টা ৪৫ মিনিট

ভৈরব টু ঢাকা ট্রেনের ছুটির দিন

ভৈরব থেকে ঢাকাতে যে সকল ট্রেন চলাচল করে তাদের নির্দিষ্ট দিনে ছুটির তালিকা রয়েছে।  ভৈরব থেকে ঢাকায় চলাচল কারি বিভিন্ন ট্রেনের ছুটির দিন নিম্নে তুলে ধরা হলো :- 

১.ট্রেনের নাম:-  তূর্ণা (৭৪১) ; ছুটির দিন:- কোনো ছুটি নেই।

২.  ট্রেনের নাম:- উপবন এক্সপ্রেস (৭৪০); ছুটির দিন:- সোমবার।  

৩. ট্রেনের নাম:- এগারোসিন্দুর প্রভাতী ; ; ছুটির দিন:- কোনো ছুটি নেই।

৪. ট্রেনের নাম:- চট্রলা এক্সপ্রেস (৮০১) ;  ছুটির দিন:- শুক্রবার। 

৫. ট্রেনের নাম:- কাকলী এক্সপ্রেস (৭৭৪); ছুটির দিন:- শুক্রবার। 

৬. ট্রেনের নাম:- এগারোসিন্ধুর গোধুলি (৭৫০); ছুটির দিন:- বুধবার। 

৭. ট্রেনের নাম:- মহানগর এক্সপ্রেস (৭২১); ছুটির দিন:- রবিবার।

৮. ট্রেনের নাম:- কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২); ছুটির দিন:- সোমবার। 

৯. ট্রেনের নাম:- মহানগর গোধুলি (৭০৩); ছুটির দিন:- কোনো ছুটি নেই। 

১০.ট্রেনের নাম:-  নেইপারাবত এক্সপ্রেস (৭১০) ; ছুটির দিন:- মঙ্গলবার।

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী
ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী

ভৈরব টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা

বাংলাদেশের প্রায় প্রতিটি রেলওয়েতে ট্রেনের বগি গুলোতে আসনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এজন্য বাংলাদেশের প্রতিটি ট্রেনে চার রকমের আসন বিদ্যমান। আসনের মানের উপর ভিত্তি করে ট্রেনের ভাড়া নির্ণয় করা হয়। ভৈরব থেকে ঢাকায় চলাচলকারী ট্রেনের ভাড়ার তালিকা নিম্নে তুলে ধরা হলো :- 

  • ১) AC_Bএ.সি. সিট৩৫১/- টাকা,,,
  • ২) S_CHAIRশোভন চেয়ার১০৫/- টাকা,,,
  • ৩) F_SEATফার্স্ট ক্লাস সিট১৫৬/- টাকা,,,
  • ৪) SNIGDHAস্নিগ্ধা১৯৬/- টাকা,,,

যাত্রীরা তাদের নিজেদের সুবিধা এবং ইচ্ছা অনুযায়ী নিজের বাজেটের উপর ভিত্তি করে যেকোনো একটি সিটের জন্য ক্রিকেট ক্রয় করতে পারে। এছাড়াও আপনি যদি চান তাহলে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ক্রিকেট সংগ্রহ করতে পারেন। 

সুপ্রিয় পাঠক কিন্তু উক্ত পুষ্টির মাধ্যমে আমরা আপনাদেরকে ভৈরব থেকে ঢাকায় চলাচলকারী বিভিন্ন ট্রেনের সময়সূচী, ছুটির দিন এবং ভাড়া তালিকা সম্পর্কে জানিয়েছি। 

আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা ভৈরব থেকে ঢাকায় চলাচল করার ক্ষেত্রে ট্রেনে চলাচল সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button