রবি এসএমএস কেনার কোড ২০২৪ – রবিতে এসএমএস কেনার কোড
রবি এসএমএস কেনার কোড ২০২৪ : সুপ্রিয় পাঠক বৃন্দ আমাদের ওয়েবসাইটের উক্ত পোস্টে আমরা আপনাদেরকে রবি সিম দিয়ে বিভিন্ন এসএমএস কেনার কোড সম্পর্কে বিভিন্ন তথ্য জানাবো।
ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি এসএমএস কেনার সুযোগ রয়েছে প্রায় প্রতিটি সিম এ। তবে রবিতে যেন তুলনামূলকভাবে অল্প টাকায় দীর্ঘমেয়াদি কিংবা স্বল্পমেয়াদি অসংখ্য এসএমএস কেনা যায়। এসএমএস কেনার কোড সমূহ সম্পর্কে উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাচ্ছি।
রবি সিমে এসএমএস কেনার জন্য ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, এরকম অল্প টাকায় ১০০ টি, ২০০ টি, ৩০০ টি,৪০০ টি, ৫০০ টি, ১৪০০টি এসএমএস কেনা যায়। তবে এসএমএস কেনার জন্য এসএমএস কেনার কোড জানতে হবে।
এসএমএস কেনার কোড জানার মাধ্যমে আপনার সিমে এক্টিবেশন কোড চালু করে প্রয়োজন অনুযায়ী যে কোন সময় এসএমএস কিনতে পারবেন।
রবি ১০ টাকায় ৪০০ এসএমএস
রবিতে ১ দিন মেয়াদে ১০ টাকার ৪০০ টি এসএমএস কেনা যায়।
এজন্য → অ্যাক্টিভেশন কোড হলো :- *১২১*৬*৫*৬*১#
যারা শুধুমাত্র একদিনের জন্য কম টাকায় বেশি পরিমাণে এসএমএস কিনতে চান তা তাদের জন্য ১০ টাকায় ৪০০ টি এসএমএস কিনতে পারবেন। যার মেয়াদ থাকবে ১ দিন।
রবি ৫ টাকায় ১৮০ এসএমএস ২০২৪
রবিতে ৩০ দিন মেয়াদে ৫ টাকায় কিনতে পারেন 180 টি এসএমএস।
এজন্য → অ্যাক্টিভেশন কোড হলো:- *১২১*২*৭*১*১#
যারা ৩০ দিন মেয়াদে কম টাকায় বেশি এসএমএস কিনতে চান তাদের জন্য রয়েছে ৫ টাকায় 180 টি এসএমএস।
রবি ৫০০ এসএমএস কেনার কোড
রবিতে রয়েছে ১২ টাকায় ৫০ টি এসএমএস। এসএমএস কেনার জন্য অ্যাক্টিভেশন কোড হলো:- *১২১*৬*৫*২*১#
যাদের একদিন অধিকাংশ বা অনেকগুলো এসএমএস পাঠানোর দরকার হয় তারা রবিনের সিম ব্যবহার করে স্বল্প মেয়াদে এই অফারটি নিতে পারেন।
এছাড়াও জরুরী ভিত্তিতে শুধুমাত্র একদিনের জন্য যদি বেশি পরিমাণ এসএমএস কেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ১২ টাকায় ১ দিন মেয়াদে আপনারা নিতে পারেন ৫০০ টি এসএমএস।
রবি এসএমএস প্যাক
রবিতে বিভিন্ন ধরনের এসএমএস প্যাক রয়েছে। এসব প্যাকে অল্প টাকায় বেশি সংখ্যক এসএমএস। যেখানে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী হিসেবে এসএমএস প্যাক গুলো কেনা যায়।
- রবি এসএমএস প্যাক:-
1500 টি SMS,, যার জন্য আক্টিভেশন কোড হলো:- *123*2*7*3#
প্যাকটির মেয়াদ৩০ দিন।
এসএমএস USEAny Network এর জন্য প্যাক মূল্য20 টাকা।
- রবি এসএমএস প্যাক:-
200 টি SMS, যার জন্য আক্টিভেশন কোড হলো:- *123*2*7*1#
প্যাকটির মেয়াদ হলো ৩০ দিন।
এসএমএস ব্যাবহার :- যে কোন নেটওয়ার্কপ্যাক মূল্য৫ টাকা।
রবিতে ৩ টাকায় ২০ sms
রবিতে রয়েছে ৩ টাকায় ২০ এসএমএস কেনার অফার।এসএমএস কেনার জন্য অ্যাক্টিভেশন কোড হলো:- *১২৩*৬*৫#
জরুরী প্রয়োজনে অল্পসংখ্যক এসএমএস যারা কিনতে চায় তাদের জন্য রয়েছে রবিতে ৩ টাকায় বৃষ্টি এসএমএস কেনার অফার।
রবি sms কেনার কোড 2024
রবিতে বিভিন্ন ভাবে এসএমএস কেনার উপায় রয়েছে। অল্প সংখ্যক টাকায় দীর্ঘমেয়াদাস অল্প মেয়াদী অনেকগুলো এসএমএস এর প্যাক কেনা যায়। রবিতে রয়েছে ৫ টাকায়, ১০ টাকায়, ২০ টাকায় ১০০ মিনিট, ২০০ মিনিট, ৫০০ মিনিট,, কেনার বিভিন্ন সুবিধা।
এই এসএমএস প্যাকগুলো কেনার জন্য একটিভ করতে হবে এবং বিষয়গুলো উক্ত পোস্টের অন্যান্য প্যাকেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আপনি আপনার এসএমএস প্যাক কেনার জন্য প্রথমে একটিভ করবেন আপনার সিম থেকে অতঃপর নিবন্ধ হতে আপনার পছন্দের বিভিন্ন এসএমএস প্যাকগুলো সক্রিয় করে নেওয়ার জন্য কোড পেতে থাকবেন।
রবিতে ১৪০০ এসএমএস কেনার কোড
রবিতে রয়েছে ১৪০০ এসএমএস কেনার সুবর্ণ সুযোগ। এর জন্য এসএমএস কেনার কোড রয়েছে। ১৪০০ এসএমএস কেনার জন্য রবি সিম থেকে মাত্র ২০ টাকা রিচার্জেই এসএমএস কেনার সুযোগ কি পাওয়া যায়।
এসএমএস কেনার জন্য অ্যাক্টিভেশন কোড হলো:- (*১২১*২*৭*৩*৭*),
আপনি চাইলে মাস জুড়ে অর্থাৎ ৩০ দিন মেয়াদে আপনার প্রয়োজন অনুযায়ী ১৪০০ টি এসএমএস কিনতে পারেন শুধুমাত্র ২০ টাকায়।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে রবি সিম ব্যবহার করে অল্প টাকায় বিভিন্ন মেয়াদে এসএমএস কেনার কোড সম্পর্কে জানিয়েছি।
আশা করি,, আমাদের পোস্টে পড়ার মাধ্যমে রবি সিম ব্যবহার করে এসএমএস কেনার সময় জানার মাধ্যমে আপনারা উপকৃত হতে পেরেছেন।