স্বাস্থ্য ও যত্ন

বাতের ব্যথার আয়ুর্বেদিক ওষুধের নাম কি? বাতের ব্যথার ঘরোয়া চিকিৎসা 

সুপ্রিয় পাঠক বৃন্দ,,আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য রিলেটেড উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম।  উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বাতের ব্যথার আয়ুর্বেদিক বিভিন্ন ঔষধের নাম এবং অন্যান্য বিভিন্ন তথ্যাদি আলোচনার মাধ্যমে জানাচ্ছি। 

বাতের ব্যাথা, বর্তমান সময়ে এটি একটি সাধারণ রোগ হিসেবে সকলের কাছে পরিচিত।  বয়স বাড়ার সাথে সাথে এ রোগটি  ক্রমাগত বৃদ্ধি পায় এবং দেখা দিতে পারে।

সুস্থ থাকার জন্য এই রোগটি সম্পর্কে যথাযথভাবে জানার পাশাপাশি বিভিন্ন ঔষধ সম্পর্কে জেনে সেগুলো নিজেদের প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য। তাই প্রথমে বাতের ব্যথার আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধসহ অন্যান্য তথ্যটি সম্পর্কে জানতে হবে। 

বাতের ব্যথার আয়ুর্বেদিক ওষুধ

বাতের জন্য বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ রয়েছে।  নিম্নে আয়ুর্বেদিক ঔষধ গুলো তুলে ধরা হলো :- 

→ঘৃতকুমারী,,,

→নির্গুন্ডি,,,

→আজওয়াইন,,,

→দশমূল,,,

→শাল্লাকি,,,

এন্টিবায়োটিক বিভিন্ন ঔষধ থাকলে উল্লেখিত আয়ুর্বেদিক ঔষধ গুলো বাতের ব্যাথা নিরাময়ের সহযোগিতা করে। 

বাতের ব্যথার লক্ষণ

বাতের  ব্যাথা হলে নির্দিষ্ট কিছু লক্ষণের মাধ্যমে তা জানা যায় বাতের ব্যাথ্যার লক্ষণগুলো হলো :- 

→গতি হ্রাস পরিসীমা,,,

→লালভাব,,,

→ফোলা,,, 

→কড়া,,,

→ ব্যাথা,,, ইত্যাদি বিভিন্ন লক্ষণ। 

কি খেলে বাতের ব্যথা বাড়ে

প্রক্রিয়াজাতকৃত রেডমি বা মাংস ফেলে প্রদাহ বৃদ্ধি পেতে পারে। ফলে প্রদাহ বাড়লে বাতের ব্যাথাও বাড়ে। কেননা এ ধরনের মাংসের মধ্যে রয়েছে হোমোসিস্টেইন জাতীয় উপাদান, সি-রিয়্যাক্টিভ প্রোটিন,,  এবং  ইন্টারলিউকিন।এজন্য গ্লুটেন সমৃদ্ধ খাবার খাওয়া বাদে রাখতে হবে। 

বাতের ব্যথা কোথায় কোথায় হয়

মানুষের শরীরের বিভিন্ন জয়েন্ট বা হাড়ের অংশে বাতের ব্যথা হয়। অর্থাৎ মানুষের শরীরের বিভিন্ন অংশ যেমন মাংসপেশি,,  টেনডন,,  কবজি,,, কনুই,,, হাটু,, কোমর,, ঘাড় ইত্যাদিতে বাতের ব্যথা হয়ে থাকে।  

বিভিন্ন সমীক্ষার মাধ্যমে জানা যায় বর্তমান সময়ে আমাদের দেশে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ মানুষ বাতে ব্যাথা  জনিত সমস্যায় ভুগছে। 

বাতের ব্যথার ব্যায়াম

বাতের ব্যথা নিরাময় করার জন্য বিভিন্ন ব্যায়াম রয়েছে।  এর মধ্যে হল :-

প্রথমে আপনি মাটির দিকে মুখ করে শুয়ে পড়ুন। এরপর আপনার হাত ও পায়ের যে আঙ্গুলগুলো রয়েছে সেগুলোর উপর ভর দিয়ে মাটি থেকে আপনার দেহটি সমান্তরক আকারে তুলতে থাকুন। 

কনুই ভাজ করার পর একবার মাটির কাছাকাছি এবং আবার কোন সোজা করে মাটি থেকে দূরে নিজের শরীরকে নিয়ে যান। 

এভাবে শুরুতে যদি আপনার অসুবিধা হয়ে থাকে পরবর্তীতে দেয়ালের সোজাসুজি দাড়িয়েও  বাতের ব্যাথা নিরাময়ের জন্য এই ব্যায়াম ঠিক করা যায়। 

বাতের ব্যথার গাছ

বাতের ব্যথা নিরাময়ের জন্য একটি উৎকৃষ্ট কাজ রয়েছে যেটি ব্যবহার করে ঔষধি গাছটি ব্যবহার করে বাতের ব্যথা দেখে উপশম পাওয়া যায়। আরববাতের ব্যাথা নিরাময় করার জন্য মহা ঔষধি গাছ হল আকন্দ গাছ।  

বাতের ব্যথার ওষুধের নাম কি 

বাতের ব্যাথা নিরাময়ের বিভিন্ন ওষুধ রয়েছে। ওষুধের নামগুলো নিম্ন তুলে ধরা হলো:- 

Diclofen 50,,,

Pain well,,,

Bryortheum,,,

H- Relax,,,

Artharal,,, 

আর্থাইটিস,,,

মরিভ্যান,,,

RolacAnadol,,,

Xenole,,,

Voliger,,,

Tufnil,,,

NSAID,,,

কালো জিরার তেল,,, 

Pain Relife Caps,,,

 Moazev,,, ইত্যাদি বিভিন্ন ঔষধ। 

বাতের ব্যথার আয়ুর্বেদিক ওষুধ

বাতের ব্যথার আয়ুর্বেদিক ওষুধের নাম কি
বাতের ব্যথার আয়ুর্বেদিক ওষুধের নাম কি

বাতের ব্যথার হোমিওপ্যাথি ওষুধ 

বাতের ব্যথা নিরাময়ের জন্য হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধ রয়েছে।  সেগুলো যথাক্রমে :-

→Arthrigis,,,

→Artharal,,,

→Arthritis knee,,,

→Bryorheum,,,

→এলুমেন,,,

→sabal pentarkan,, 

→Rheumatic pain & homeopathic treatment,,, 

→Rheumatism,,,

→ফেরাম ফস,,, 

→knee Arthritis,,,

→Optimum relief,,,, বিভিন্ন ঔষধ।  

পশ্চিম মাধ্যমে আমরা আপনাদেরকে বাতের ব্যাথা সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছি। আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে বাতের ব্যাথা সম্পর্কিত যে সকল তথ্য আপনারা জানতে চেয়েছেন তা জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন 

আমাদের পোস্ট রিলেটেড কিছু প্রশ্ন ও এর উত্তর নিচে তুলে ধরা হলো :-  

১. বাতের সবচেয়ে ভালো আয়ুর্বেদিক ঔষধ?

= ঘৃতকুমারী,, 

২. বাতের ব্যথার ওষুধের নাম কি?

= sabal pentarkan,, 

→Rheumatic pain & homeopathic treatment,,, 

→Rheumatism,,,

→ফেরাম ফস,,, 

৩. বাত প্রতিরোধের আয়ুর্বেদিক উপায়?

= ঘৃতকুমারী,,,নির্গুন্ডি,,,আজওয়াইন,,, দশমূল,,, শাল্লাকি,,,

বাতের উপসর্গ কি?

→গতি হ্রাস পরিসীমা,,,

→লালভাব,,,

→ফোলা,,, 

→কড়া,,,

→ ব্যাথা,,, ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button