স্বাস্থ্য ও যত্ন

নাভির বাম পাশে ব্যথার কারণ – পেট ব্যাথার জন্য কি ঔষধ খেতে হবে?

সুপ্রিয় পাঠক বৃন্দ,, আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য রিলেটেড নাভির বাম  পাশে ব্যাথার কারণ সম্পর্কিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। 

আমাদের উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে নাভির বাম পাশে ব্যথা হওয়ার কারণ এবং ব্যাথা উপশমে যে সকল ঔষধ খাওয়া যায় সে সম্পর্কে আলোচনার মাধ্যমে জানাচ্ছি। 

প্রতিটি মানুষের ই সুস্বাস্থ্যবান হওয়াটা জরুরি হলেও মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এক্ষেত্রে যদি কারো নাভির বাম পাশে ব্যাথা সৃষ্ট হয় তাহলে তা বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে। 

তবে নাভির বাম পাশে ব্যাথা হলে তার চিকিৎসা স্বরূপ বিভিন্ন ঔষধ খাওয়া যেতে পারে। এজন্য নাভির বাম পাশে বা নাভির আশেপাশে যদি ব্যাথা শেষ হয় তাহলে এর কারণ সম্পর্কে জানতে হবে এবং ঔষধ সম্পর্কে ধারণা থাকতে হবে।

নাভির বাম পাশে ব্যথার কারণ

বিভিন্ন রোগের কারণ বা উপসর্গ হিসেবে নাভির বাম পাশে ব্যথা হতে পারে। নাভির বাম পাশে ব্যথার কারণ গুলো যথাক্রমে :-

→বদহজম এর কারণে ব্যাথা হতে পারে। 

→যদি অ্যাপেন্ডিসাইট সম্পর্কিত কোন সমস্যা থাকে তাহলে পেটের বাম পাশে ব্যাথা হতে পারে। 

→জরায়ুতে যদি ওভারিয়ান সিস্ট হয় তাহলে পেটের বাম পাশে ব্যাথা হয়। 

→জরায়ুর বাইরে ব্রণের বিকাশ ঘটলে নাভির বাম পাশে ব্যাথা সৃষ্টি হয়। 

→বদহজম, গ্যাস জমা এমনকি পেশী সংকোচন হলে নাভির বাম  পাশের ব্যথা হয়। 

→পাকস্থলীতে যদি গ্যাস জমা হয় তাহলে নাভির বামপাশে ব্যাথা হতে পারে। 

→পেশীতে টান লাগলে কার্ডিসেশন এর কারণে পেটের বাম পাশে ব্যাথা হতে পারে। 

→পিত্তথলিতে পাথর হলে পেটের ডানপাশে এবং তলপেটে ব্যথা হয়। 

→ যদি কারো তলপেটে পাথর অর্থাৎ কিডনিতে পাথর হয় তাহলে নাভির বাম পাশে এবং তলপেটে ব্যথা হয়। 

→ অস্বাভাবিক ভাবে খাবার খাওয়ার পরে কোষ্ঠকাঠিন্যসহ পেটের অন্যান্য সমস্যার কারণে নাভির চারপাশে এমন কি নাভির বাম  পাশে ব্যথা সৃষ্টি হতে পারে। 

নাভির বাম পাশে ব্যথার কারণ
নাভির বাম পাশে ব্যথার কারণ

পেট ব্যাথার জন্য কি ঔষধ খেতে হবে?

ব্যাথা কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া যায়। কোলিমেক্স,,এটি পেট ব্যাথা কমানোর জন্য এন্টিস্পাসমোডিক জাতীয় একটি  ওষুধ।

পেটের ব্যাথা উপশম করানোর জন্য ডাক্তাররা এই ওষুধটির পরামর্শ দিয়ে থাকে। ছাড়াও পেটে ব্যথার উপসর্গ অনুযায়ী ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের পরামর্শ দেয়। 

পেট ব্যাথা কমানোর জন্য যে সকল ঔষধ রয়েছে সেগুলো নিম্নরূপ :- 

  • Onium
  • Visceraigine
  • Viscerel
  • Algin
  • NSAID
  • Vergon
  • Norvis
  • Fabeprazole & levosulpiride
  • রাইস স্যালাইন
  • Visral
  • Norvis
  • Omeprazole Capsules
  • Prima Vera
  • Colic  Relief+ ইত্যাদি 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে নাভির বাম পাশে যদি কারো ব্যাথা হয় তাহলে তা কি কি কারনে হতে পারে এবং তার প্রতিকার সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি। 

আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা নাভির বাম পাশে ব্যাথা কারণ ও ঔষধ সম্পর্কে যথাযথভাবে জানার মাধ্যম উপকৃত হতে পেরেছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button