স্বাস্থ্য ও যত্ন

পুরুষের তলপেটের বাম পাশে ব্যথার কারণ

সুপ্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইটের শিক্ষা রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয় পুরুষদের তলপেটের বাম পাশে ব্যাথা হওয়ার কারণ নিয়ে  আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে পুরুষের তলপেটের বাম পাশে ব্যথার কারণ,, পেটের বাম পাশে নিচে ব্যথা কেন হয়,, পেটের বাম পাশে ব্যথা করে কেন,, পেটের বাম পাশে উপরে ব্যথার কারণ,, সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনার মাধ্যমে জানাচ্ছি। 

বিভিন্ন কারণে পুরুষদের তলপেটে কিংবা পেটের বাম পাশে অথবা ডান পাশে ব্যাথা তৈরি হতে পারে। ব্যাথা তৈরি হলে তা বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ করে। সেজন্য পুরুষদের তলপেটে কিংবা পেটের ডান অথবা বাম পাশে ব্যাথা তৈরি হওয়ার কারণ এবং লক্ষণ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য। 

পুরুষের তলপেটের বাম পাশে ব্যথার কারণ

পুরুষদের তলপেটের বাম পাশে বিভিন্ন কারণে ব্যাথা হতে পারে। তবে অধিকাংশ সময় পুরুষদের তলপেটের ব্যথার কারণ হতে পারে  ডাইভার্টিকুলোসিস এবং কোলনের ডাইভার্টিকুলাইটিস।

ডাইভার্টিকুলা, যার ফলে পুরুষদের কোলন প্রাচীরের মধ্যে বিকশিত বাউল গুলি অধিকাংশ সময়ের নিচে বাম দিকে ঘটে থাকে। ফল এজন্য পাউচ গুলোতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার ফলে সেখানে প্রদাহ এবং ব্যাথা সৃষ্টি হয়। 

এছাড়া পুরুষদের তল পেটের বাম পাশে ব্যাথা হওয়ার আরও কিছু কারণ হলো :-

১)ডাইভার্টিকিউলিটিস,,,

২(কোলাইটিস,,,

৩)গ্যাস্ট্রাইটিস,,,

৪)অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজম,,,

৫)বদহজম,,,

৬)ওভারিয়ান সিস্ট,,,

৭)কিডনিতে পাথর,,,

৮)পেটস্থ পেশীতে টান লাগা,,,

৯)পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ,,,

১০)গ্যাস,,,

১১) আন্ত্রিক প্রতিবন্ধকতা,,, ইত্যাদি বিভিন্ন সমস্যা। 

পুরুষের তলপেটের বাম পাশে ব্যথার কারণ (2)
পুরুষের তলপেটের বাম পাশে ব্যথার কারণ (2)

পেটের বাম পাশে নিচে ব্যথা কেন হয়

পেটের বাম পাশে নিচে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এগুলো যথাক্রমে :-

১) বদহজম হওয়ার কারণে পেটের বামদিকে নিচের অংশে ব্যাথা তৈরি হতে পারে এবং তার ডানদিকে স্থানান্তর হতে পারে। 

২) অনেক সময় জিমে ব্যায়াম করার জন্য ভারী কোন কিছু তোলা হয় সে ক্ষেত্রে হার নেয়ার সমস্যা হওয়ার কারণে পেটের বাম পাশে নিচে ব্যথা হয়। 

৩) অতি দ্রুত দৌড়ানোর সময় পেটের নিচের অংশে ব্যাথা হয়। 

৪) মহিলাদের জরায়ুর উভয় পাশে ওভারি থাকে। ওভারিতে সিস্ট হওয়ার জন্য পেটের নিচের অংশে ব্যাটা তৈরি হয়। 

৫) গ্যাসের সমস্যা হওয়ার কারণে পেটে ব্যথা তৈরি হয়। 

পেটের বাম পাশে ব্যথা করে কেন

পেটের বাম পাশে ব্যথা বিভিন্ন ধরনের রোগের লক্ষণ হিসেবে হতে পারে। কখনো কখনো মারাত্মক আঘাতের কারণে কিংবা অসুস্থতার কারণে অন্তর্নিহিত কোন সমস্যা তৈরীর জন্য ব্যথা হতে পারে।  তবে এর মধ্যে উল্লেখযোগ্য হল :

  • প্লীহার জ্বালা হলে পেটের বাম পাশে ব্যথা হয়।  
  • অম্বল বা এসিড ফ্লাক্সের কারনে পেটের বাম পাশে  ব্যথা হয়।  
  • বৃহদান্ত্রে গ্যাস হলে পেটের বাম পাশে ব্যথা হয়।  
  • কসটোকনড্রাইটিস হলে পেটের বাম পাশে  ব্যথা হয়। 
  • পাঁজরের হাড় ভেঙ্গে গেলে পেটের বাম পাশে  ব্যথা হয়।  
  • নিউমোথোরাক্স এর ফলে ফুসফুসের প্রাচীর ছিড়ে যায় এর জন্য পেটের বাম পাশে ব্যথা হয়।  
  • পেটের আলসার হলে পেটের বাম পাশে ব্যথা হয়।  
  • আইবিএস  এর জন্য পেটে যন্ত্রণা তৈরি হয় এবং পেটে ব্যথা হয়। 
পুরুষের তলপেটের বাম পাশে ব্যথার কারণ
পুরুষের তলপেটের বাম পাশে ব্যথার কারণ

পেটের বাম পাশে উপরে ব্যথার কারণ

পেটের বাম দিকের উপরে ব্যথা হওয়ার একটি প্রচলিত কারণ হলো পেপটিক আলসার। পেপটিক আলসার রোগটি হলে পিকতো তুলিতে পাথর হয়ে প্রদাহ তৈরি হয় এবং পিত্তনালীতে পাথর হতে পারে। 

তবে লিভারের যদি কারো ফোড়া কিংবা পোজ হয় সে ক্ষেত্রে একে বলা হবে লিভার অ্যাপসিস। এ ধরনের সমস্যা হলে পেটের বাম পাশের উপরের অংশে ব্যাথা হয়। এছাড়াও অন্য একটি বিষয় হলো অগ্নাশয় প্রদাহ তৈরি, যাকে বলা হয় পেনক্রিয়েটাইটিস।

পেনক্রিয়েটাইটিস এবং পেপটিক আলসার হলো পেটের বাম দিকের উপরের অংশে ব্যথা হওয়ার অন্যতম ও গুরুত্বপূর্ণ দুইটি কারণ। 

এগুলো সাধারণত পেটের কোন অঙ্গ নয় তবে পেট ব্যথা হলে পেটের উপরের অংশে অনুভূত হয়। মানুষের ফুসফুসের নিচের ভাগের যে ডান অথবা বাম দিকে নিউমোনিয়া হয় সেই রোগটির জন্য পেটের উপরের অংশে ব্যাথা তৈরি হয়। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে পুরুষের তলপেটের বাম পাশে ব্যথার কারণ,, পেটের বাম পাশে নিচে ব্যথা কেন হয়,, পেটের বাম পাশে ব্যথা করে কেন,, পেটের বাম পাশে উপরে ব্যথার কারণ,, সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি। 

আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে পুরুষদের তলপেটে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে জানার মাধ্যমে আপনার উপকৃত হতে পেরেছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button