শিক্ষা

নক্ষত্র পতন কাকে বলে

নক্ষত্র পতন কাকে বলে: সুপ্রিয় পাঠক বৃন্দ আসসালামওয়ালাইকুম,, আমাদের ওয়েবসাইটের শিক্ষা রিলেটেড নক্ষত্রপতন সম্পর্কিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম।

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে নক্ষত্রপত্র নিয়ে সংজ্ঞা নক্ষত্রপতন সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা মাধ্যমে জানাচ্ছি। 

সৌরজগতের অসংখ্য গ্রহ ও নক্ষত্র নিয়ে আলোচনা করলে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট নক্ষত্র সম্পর্কেও জানতে পারে। 

রাতের আকাশে যে সকল ক্ষুদ্র প্রতারণা নক্ষত্র গুলো দেখা যায় সেগুলো কে তারাও বলা যায়। তবে কখনো কখনো নক্ষত্রগুলো দেখতে দেখতে এমন মনে হয় যেন এই বুঝি এগুলো খসে  পরলো। অতএব নক্ষত্র পতন  সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। 

নক্ষত্র পতন কাকে বলে

রাত্রিবেলা অনেক সময় মেঘ মুক্ত আকাশের দিকে তাকালে অনেক আলোক বিন্দু  রয়েছে যেগুলো মিটমিট করে জ্বলতে থাকে, মিটমিট করে জ্বলছে থাকা আলোর বিন্দুগুলোকে নক্ষত্র বলা হয়। 

তবে রাতের আকাশে যখন মেঘমুক্ত থাকে তখন মনে হয় যেন নক্ষত্রগুলো একে অন্যের ছোটাছুটি করছে কিংবা নক্ষত্র তখনই খসে পরবে। নক্ষত্রের এ অবস্থাকে নক্ষত্রপতন কিংবা তারা খসা বলা হয়। 

রাতের বেলায় ম্যাকমুক্ত আকাশের দিকে তাকালে যে সকল নক্ষত্রগুলো দেখতে পাওয়া যায় অর্থাৎ যে সকল নক্ষত্রগুলো উজ্জ্বল ভাবে জ্বলতে তাকে এবং মনে হয় সেগুলো যেন পৃথিবীর দিকে ছুটে আসে। এ সকল নক্ষত্রগুলোকে উল্কা বলা হয়। 

বিজ্ঞানীরা বলেন, মহাকাশের বিভিন্ন ধরনের ছোট ছোট মহাকাশে বস্তু রয়েছে যেগুলো ভেসে বেড়ায়। এই সকল বস্তুগুলো যখন কোনো না কোনো গ্রহ বা নক্ষত্রের কাছাকাছি আসে তখন এগুলো একে অপরের প্রতি আকর্ষনে বস্তুগুলো এদের দিকে আসতে থাকে। 

তখন উক্ত ঘটনা কে মহাকাশের সকল গ্রহ এবং নক্ষত্রগুলো এমনকি চাঁদের মত উপগ্রহে ও ঘটে থাকে। যার ফলে পৃথিবীর দিকে ছুটে আসা অধিকাংশ উল্কাপিণ্ডগুলোর উৎস হয় মহাকাশের ধুমকেতু। 

পৃথিবীতে আর কক্ষপথে যখন চলতে থাকে তখন বিভিন্ন ধূমকেতুর কক্ষপথের ভিতরে পৃথিবী ঢুকে পড়ে। সেই ক্ষেত্রে ওই সকল ধুমকেত গুলো ছোট ছোট অংশ পৃথিবীর বিভিন্ন মধ্যাকর্ষণীয় টানে পৃথিবীর দিকে ছুটে আসে। 

নক্ষত্র পতন কাকে বলে
নক্ষত্র পতন কাকে বলে

তখন পৃথিবীর দিকে ছুটে আসা ঐ সকল বস্তুগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশ করে ফেলে এবং বায়ুমণ্ডলের সাথে সাথে এদের সংঘর্ষ হয় ফলে এগুলো উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় সে স্থানে আগুন ধরে যায়। 

ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ৬৫ কিলোমিটার থেকে ১১৫ কিলোমিটার এর মধ্যে যে সকল রয়েছে এবং সেগুলো জ্বলতে জ্বলতে নিচের দিকে নেমে আসে, সেই সকল উল্কাপিণ্ডগুলোকে ভূপৃষ্ঠ থেকে দেখতে পাওয়া যায়। তখন সে অবস্থাকে আমরা তারা খসা বা নক্ষত্রপতন বলি। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে নক্ষত্র পতন সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি। আশা করি,, আমাদের পোস্টেপাড়ার মাধ্যমে আপনারা নক্ষত্রপতন সম্পর্কে যে সকল তথ্য জানতে চান তা যথাযথভাবে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন । 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button