ইসলামিক

প্রধান চার ফেরেশতার নাম ও দায়িত্ব

সুপ্রিয় পাঠক বৃন্দ, আসসালামু আলাইকুম,, আমাদের ওয়েবসাইটের শিক্ষা রিলেটেড ইসলামের প্রধান চারজন ফেরেশতা নিয়ে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। 

উক্তো পোস্টের মাধ্যমে প্রধান চার ফেরেশতার নাম,, জিবরাইলের কাজ ও দায়িত্ব,, মিকাইলের কাজ ও দায়িত্ব,, ইসরাফিলের কাজ ও দায়িত্ব,, আজরাইলের কাজ ও দায়িত্ব,, বিস্তারিত তথ্য আলোচনার মাধ্যমে জানাচ্ছি। 

মহান আল্লাহতালা ইসলাম ধর্মকে যথাযথভাবে সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন ফেরেশতা এবং নবী রাসূলগণকে প্রেরণ করেছেন।

এর মধ্যে প্রথম চারজন প্রদান ফেরেস্তা পেরনের মাধ্যমে ইসলাম ধর্মকে বিভিন্নভাবে প্রচার করেছেন এবং অন্যন্য নবীদের কে  এ সম্পর্কে জানিয়েছেন। এজন্য একজন মুমিন বা মুসলিম ব্যক্তি হিসেবে ইসলামের প্রদান ফেরেস্তা সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। 

প্রধান চার ফেরেশতার নাম

মহান আল্লাহ তায়ালা বিভিন্ন সময়ে বিভিন্ন ফেরেশতা পাঠানোর মাধ্যমে ইসলাম প্রচার করিয়েছেন। এরমধ্যে রয়েছে ইসলামের প্রথম চারজন ফেরেশতা অন্যতম। ইসলামের প্রধান চার ফেরেশতার নাম হলো:- 

১. হযরত  জিবরাঈল আলাইহিসসালাম,,, 

২. হযরত  ইসরাফীল আলাইহিসসালাম,,, 

৩. হযরত মীকাঈল আলাইহিসসালাম,,, 

৪. হযরত আজরাইল আলাইহিসসালাম,,,, 

জিবরাইলের কাজ ও দায়িত্ব

হযরত জিবরীল আলাইহিস সাল্লাম হলেন প্রথম ফেরেস্তা,, তার কাজ হল ওহী অর্থাৎ আল্লাহর বাণী নবী ও  রাসুলের কাছে পৌঁছে দেওয়া। 

মহান আল্লাহ তা’আলা ইসলামের বিভিন্ন ধরনের বাণী সমূহ হযরত জিবরাঈল আলাইহিস সালাম এর মাধ্যমে বিভিন্ন নবী এবং রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন। 

পবিত্র কুরআনে বলা হয় যে,, যে ব্যক্তি ফেরেশতা হযরত জিব্রাইলের শত্রু এজন্য যে সে আল্লাহ তাআলার নির্দেশে তোমাদের অন্তরে পবিত্র কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে। যার মাধ্যমে তার পূর্ববর্তী বিভিন্ন কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য শুভ সংবাদ এবং পথপ্রদর্শক। 

প্রধান চার ফেরেশতার নাম (2)
প্রধান চার ফেরেশতার নাম (2)

মিকাইলের কাজ ও দায়িত্ব

হযরত মিকাইল আলাই সাল্লাম এর কাজ হল উদ্ভিদ উৎপাদন এবং বৃষ্টি বর্ষণ করা। মিকাইল আলাই সালাম এর কাজ এবং দায়িত্ব সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাজি আল্লাহু সালাম লিখেছেন —

মিকাইল আলাই সালাম আল্লাহর মর্যাদাবান এবং নিকট্যশীল ফেরেশতাগুলোর মধ্যে একজন। তিনি উদ্ভিদের ব্যাপারে এবং বৃষ্টির ব্যাপারে দায়িত্বশীল। 

ইসরাফিলের কাজ ও দায়িত্ব

মহান আল্লাহ তা’আলা ইসরাফিল আলাইহি সালামকে সিঙ্গার দায়িত্ব অর্পণ করেছেন। এ সম্পর্কে আল্লামা ইবনে কাছের রাঃ লিখেছেন —

হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহতালা সিংগাই ফু দেয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি কবর থেকে ওটা এবং হাশরের মাঠে পুনরুত্থানের জন্য মন আল্লাহতালার নির্দেশে সিঙ্গায় ফু দেবেন। 

প্রধান চার ফেরেশতার নাম
প্রধান চার ফেরেশতার নাম

আজরাইলের কাজ ও দায়িত্ব

হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তা’আলা মৃত্যুর ফেরেশতা হিসেবে মনোনীত করেছিলেন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইরশাদ হয়েছে যে — বলো, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমার প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে পুনরায় প্রতান্নিত হতে পারবে। 

উক্ত পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে  প্রধান চার ফেরেশতার নাম,, জিবরাইলের কাজ ও দায়িত্ব,, মিকাইলের কাজ ও দায়িত্ব,, ইসরাফিলের কাজ ও দায়িত্ব,, আজরাইলের কাজ ও দায়িত্ব,, সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি।

আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা ইসলামের প্রধান চারজন ফেরেস্তা বিস্তারিত জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button