সুপ্রিয় পাঠক বৃন্দ আমাদের ওয়েবসাইটের শিক্ষা রিলেটেড বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের তদ্ভব শব্দ নিয়ে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম।
আমাদের উক্ত পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা — তদ্ভব শব্দ কাকে বলে,,, তদ্ভব শব্দের উদাহরণ,,, তদ্ভব শব্দ চেনার উপায়,,, তদ্ভব শব্দ কোনটি,,, তদ্ভব শব্দ মনে রাখার কৌশল,, ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন।
বাংলা ভাষায় বিভিন্ন শব্দের সমন্বয়ে শব্দ ভান্ডার গঠিত হয়েছ। তবে শব্দ বা শব্দ ভান্ডার কে বিভিন্ন স্তরে কিংবা শ্রেণীতে ভাগ করা যায় ৷
শব্দ ভান্ডারের বিভিন্ন আলোচিত বিষয় গুলোর মধ্যে অন্যতম হলো তদ্ভব শব্দ। ফলে শব্দ ভান্ডারের তদ্ভব শব্দের বিভিন্ন উদাহর, চেনার উপায় এবং মনে রাখার কৌশল ইত্যাদি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে।
তদ্ভব শব্দ কাকে বলে
সংস্কৃত ভাষায় যে সকল শব্দ নানা পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই সকল শব্দ সমূহকে তদ্ভব শব্দ বলে। বস্তুত তদ্ভব শব্দ হলো খাঁটি বাংলা শব্দ। তদ্ভব কথাটির অর্থ ”তা” থেকে উৎপন্ন। সংস্কৃত থেকে উৎপন্ন শব্দসমূহ।
যেমন :-
- অদ্য ( তৎসম) → অজ্জ ( প্রাকৃত) → আজ ( তদ্ভব)
- চন্দ্র ( তৎসম) → চন্দ ( প্রাকৃত) → চাঁদ ( তদ্ভব)
- হস্ত ( তৎসম) → হথ ( প্রাকৃত) → হাত ( তদ্ভব)
- কার্য ( তৎসম) → কজ্জ( প্রাকৃত) → কাজ ( তদ্ভব)
- বধূ ( তৎসম) → বহু ( প্রাকৃত) → বউ ( তদ্ভব)
- পদ ( তৎসম) → পঅ ( প্রাকৃত) → পা ( তদ্ভব)
তদ্ভব শব্দের উদাহরণ
তদ্ভব শব্দের উদাহরণ সমূহ নিম্নে তুলে ধরা হলো :-
১. আট (<অষ্ট)
২. নয় (<নব)
৩. মাচা (<মঞ্চ)
৪. পাঁচ (<পঞ্চ)
৫. দুই (<দ্বি)
৬. তিন (<ত্রি)
৭. চার (<চতুঃ)
৮. ছয় (<ষট্)
৯. সাত (<সপ্ত)
১০. কাঠ (<কাষ্ঠ)
১১. পাথর (<প্রস্তর)
১২. বালি (<বালুকা)
১৩. সাঁঝ (<সন্ধ্যা)
১৪. দুপুর (<দ্বিপ্রহর)
১৫. রাত (<রাত্রি)
১৬. ঘড়ি (<ঘটিকা)
১৭. ওঝা (<উপাধ্যায়)
১৮. ঘা (ঘাত)
১৯. দেশলাই (<দীপশলাকা)
২০. আমি (<অহং)
২১. তুমি (<ত্বং)
২২. সে (<স)
২৩. ইট (<ইষ্টক)
২৪. রোদ (<রৌদ্র)
২৫. পাখি (<পক্ষী)
২৬. হাট (<হট্ট)
২৭. বাট (<বর্ত্ম)
২৮. ঘর (<গৃহ)
২৯. চাঁদ (<চন্দ্র)
৩০. কাজ (<কার্য)
৩১. ভাত (<ভক্ত)
৩২. মা (<মাতা)
৩৩. হাত (<হস্ত)
৩৪. পা (<পদ)
৩৫. মাথা (<মস্তক)
৩৬. গা (<গাত্র)
৩৭. কান (<কর্ণ)
৩৮. নাক (<নাসিকা) ইত্যাদি।
তদ্ভব শব্দ চেনার উপায়
তদ্ভব শব্দ চেনার উপায় রয়েছে। একটি শব্দে যদি কোন ব্যক্তি অর্থাৎ কোন বিশেষ ব্যক্তি, জাত, প্রাণী বা বস্তু ইত্যাদি সম্পর্কে ব্যবহৃত না হয়,, এছাড়া অন্য কিছুর নাম ব্যবহৃত না হয় তবে সেটি তদ্ভব শব্দ হিসেবে পরিচিত হবে।
যেমন :-
সুন্দর, বড়, সামান্য, দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্ব, আকাশ ইত্যাদি শব্দ গুলো তদ্ভব শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ তদ্ভব শব্দে কোন ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় না, এছাড়াও তদ্ভব শব্দে অন্য কোন কিছুর নাম ও বুঝায় না।
তদ্ভব শব্দ কোনটি
যে সকল শব্দে কোন ব্যক্তি বা বস্তুর নাম না বুঝে অন্য কোন কিছু বোঝাই সে সকল শব্দগুলো তদ্ভব শব্দ।
যেমন :-
আজ,,,
চাঁদ,,,
হাত,,,
কানু,,,
কাজ,,,
বউ,,,
পা,, ইত্যাদি।
তদ্ভব শব্দ মনে রাখার কৌশল
বাংলা শব্দ ভান্ডারে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে। এছাড়াও শব্দ ভন্ডারের শব্দকে ভাগ করলে পাঁচটি ভাগে ভাগ করা যায় যার মধ্যে তদ্ভব শব্দ একটি।
অন্যান্য বিভিন্ন শব্দের প্রকারভেদ কে বিভিন্ন ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। বিভিন্ন শিক্ষকগণ বিভিন্ন ছন্দ প্রয়োগ করে যাতে করে শব্দের প্রকারভেদ সমূহ মনে থাকে।
তেমনি তদ্বর শব্দ মনে রাখার কৌশলটি হল :-
→চামারের হাতে জুতাজোড়া দেখেছ কি?,,,,
অর্থাৎ কেউ যদি তদ্ভব শব্দ মনে রাখতে চায় তাহলে এই ছন্দটির মাধ্যমে মনে রাখতে পারবে
কৌশল :-
এছাড়াও এমন কিছু শব্দ হয়েছে যেগুলোতে :-
শব্দে যদি কোন ব্যক্তি অর্থাৎ কোন বিশেষ ব্যক্তি, জাত, প্রাণী বা বস্তু ইত্যাদি সম্পর্কে ব্যবহৃত না হয়,, এছাড়া অন্য কিছুর নাম ব্যবহৃত না।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে তদ্ভব শব্দ কাকে বলে,, তদ্ভব শব্দের উদাহরণ,,, তদ্ভব শব্দ চেনার উপায়,,, তদ্ভব শব্দ কোনটি,,, তদ্ভব শব্দ মনে রাখার কৌশল,,, ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানিয়েছি।
আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা তদ্ভব শব্দ সম্পর্কে যে সকল তথ্য জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন।