নবজাতক শিশুর সর্দি হলে করণীয়, ঔষধের নাম
শিশুদের জন্মের পর পরই সমস্যা দেখা দিয়ে থাকে তার মধ্যে সর্দি অন্যতম। বেশিরভাগ ক্ষেত্রে সর্দি শিশুদের মায়েদের কারণে হয়। যেমন মায়ের সর্দি লাগা বা মায়ের অনেক ধরনের ঠান্ডা লাগার জন্যে।
তবে সর্দিকে কোন ভাবে অবহেলা করলে হবে না, এটি বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ কারণ হলেও অনেক সময় সাংঘাতিক হয়ে উঠতে পারে নবজাতক শিশুর জন্যে। সর্দি সাধারন একটি রোগ হলেও শিশুদের জন্যে ওই অবস্থাতে সেটা অত্যন্ত কষ্টকর বেদনাদায়ক সমস্যা।
নবজাতক শিশুর সর্দি হলে করণীয়
গরমে বেশিরভাগ শিশুরা সর্দি-জ্বরে ভোগে থাকেন। আর ঠান্ডায় নাক বন্ধ হওয়া অনেক স্বাভাবিক। সামান্য সর্দিতেই বাচ্চার নাম বন্ধ থাকে। এর প্রধান কারণ বাচ্চাদের অনুনাসিক পথ অনেক ছোট হওয়ার জন্যে।
বাচ্চারা সর্দিতে ভুগলে সতর্ক হওয়া উচিত। শিশুদের নাকে খুব বেশি শ্লেষ্মা জমে থাকার জন্য খাওয়া বা শ্বাস নেওয়া বেশ কঠিন হয়ে ওঠে। তাই যত দ্রুত সম্ভব বাচ্চাদের নাক বন্ধভাব খুলতে ঘরোয়া উপায় অনুসরণ করতে হবে।
স্যালাইন ড্রপস নাকের বন্ধভাব দূর করে ম্যাজিকের মতো কাজ করে থাকে। সব ওষুধের দোকানে স্যালাইন ন্যাসাল ড্রপ পেয়ে যাবেন। শিশুর প্রতিটি নাকের ছিদ্রে ২-৩ ফোঁটা করে এই ড্রপ দিলেই নাক পরিষ্কার হবে।
অনেক বেশি পরিমাণে তরল পান করাতে হবে বাচ্চাদের। পর্যাপ্ত পানি শ্লেষ্মা পাতলা করতে পারে। ফলে বুকে কফ জমে যাওয়ার সমস্যা দূর হয়।
বাচ্চাকে স্টিম ইনহেলেশন দিতে উষ্ণ ও বাষ্পযুক্ত ঘরে রাখুন বা হালকা গরম পানি দিয়ে গোসল করানো দরকার। এতে বাচ্চার শ্লেষ্মা পরিষ্কার হবে আবার শ্বাস নিতেও আর কষ্ট হবে না।
এ সময় বাচ্চাকে চিকেন স্যুপ খাওয়ালে বেশ ভালো হয়। এটি প্রদাহ কমিয়ে অবরুদ্ধ নাক উপশম করতে কাজ করে থাকে। কিছু গবেষণা দেখা যায়, চিকেন স্যুপ শ্বাসনালির প্রদাহ কমাতে থাকে।
নবজাতক শিশুর সর্দির ঘরোয়া টোটকা
আদা ও তুলসী পাতা কুচি কুচি করে ১ গ্লাস পানিতে মিশিয়ে ফুটাতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বছরে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ৪ থেকে ৬ বার সর্দি কাশিতে ভুকতে পারেন।
তাছাড়া পৃথিবীতে বাচ্চারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে সর্দি-কাশি ও জ্বরে। সাধারণ সর্দি কাশির জন্য চিকিৎসকের কাছে না গিয়ে ঘরোয়া উপায় অবলম্বন করলেই মুক্তি পাওয়া সম্ভব।
নবজাতক শিশুর সর্দির ঔষধের নাম
1) রেমোকফ – Remocof
2) এবেক্স – Abex
3) তুসকা প্লাস – Tusca plus
4) ই- কফ – E- cof
5) এমব্রক্স – Ambrox
6) এডোলেফ – Adolef
7) এডোভাস – Adovas
8) মধুভাস – Madhuvas
9) টোফেন – Tofen
10) টোটি ফেন -Totty fenn
আজকের এই পোস্টটির মাধ্যমে নবজাতক শিশুর সর্দি হলে করণীয়? সে সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকার পেয়ে থাকেন, তবে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।