শিক্ষা

DNA কি? DNA ও RNA এর মধ্যে পার্থক্য

আজকে এই পোস্টটির মাধ্যমে DNA কি? সে সম্পর্কে জানতে পারবেন, সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই শেষ অব্দি পড়তে থাকুন।

DNA কি

ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ইংরেজি হলো: DNA) 

একটি নিউক্লিক এসিড যেটা জীবদেহের গঠন এবং ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিন কে নির্দেশ ধারণ করে থাকে।সকল জীবের ডিএনএ জিনোম রয়েছে। একটি সম্ভাব্য ব্যতিক্রম হচ্ছে কিছু ভাইরাসের এক গ্রুপ যাদের আরএনএ জিনোম রয়েছে।কিন্তু ভাইরাসকে সাধারণত জীবন্ত প্রাণ হিসেবে ধরা যায় না। কোষে ডিএনএর প্রধান কাজ অনেক সময়ের জন্য তথ্য সংরক্ষন।

জিনোমকে নীলনকশার সাথে তুলনা করা হয় কারণ, এতে কোষের বিভিন্ন যেমনঃ প্রোটিন ও আরএনএ অণু এবং গঠনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী রয়েছে। তবে অন্যান্য ডিএনএ ক্রমের গঠনগত তাৎপর্য রয়েছে।ডিএনএর যে অংশ এ জিনগত তথ্য বহন করে থাকে তাকে জিন বলে।

তারা জিনগত তথ্য নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে। ইউক্যারিয়ট যেমন প্রাণী ও উদ্ভিদে এবং ডিএনএ নিউক্লিয়াসের ভিতর রয়েছে।কিন্তু প্রোক্যারিয়ট যেমন ব্যাকটেরিয়াতে, ডিএনএ কোষের সাইটোপ্লাজমে রয়েছে। 

DNA ও RNA এর মধ্যে পার্থক্য
DNA ও RNA এর মধ্যে পার্থক্য

DNA ও RNA এর পার্থক্য

DNA ও RNA এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

1.DNA এর পূর্ণরুপ (Deoxyribonucleic Acid)RNA এর পূর্ণরুপ (Ribonucleic acid)

2.DNA জীবের প্রজাতি বৈশিষ্ট্য ও বংশগতি মান নিয়ন্ত্রণ করে থাকে।অধিকাংশ জীবে RNA বংশগতির কোনো বৈশিষ্ট্য বহন করেনা।

3অনুলিপন (Replication) এর মাধ্যমে নতুন DNA তৈরী করতে পারে।RNA তে অনুলিপন (Replication) হয়না।

4.DNA অণুর কোন প্রকারভেদ নেইRNA অণুর প্রকার- rRNA, mRNA, জেনেটিক RNA, 

5.DNA নিউক্লিয়াসে অনেক বেশি পরিমাণে থাকে। কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়। এটি ক্রোমোজোমের মূল একটি উপাদান। RNA সাইটোপ্লাজমে অনেক বেশি পরিমাণে থাকে। কিন্তু, ক্রোমোজোমেও পাওয়া যায়। রনা তে রাইবোজোমের একটি মূল উপাদান।

6.DNA নাইট্রোজেন বেস- এডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিন RNA নাইট্রোজেন বেস- এডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল।

8.DNA থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে RNA তৈরী হয়।RNA থেকে DNA তৈরির প্রক্রিয়াকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন।

9.DNA চিরস্থায়ী।RNA ক্ষণস্থায়ী।

10.DNA প্রতিটি কোষে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জীবনের সব প্রকার ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।RNA জীবদেহে প্রয়োজনীয় পুষ্টি ও প্রোটিন সংশ্লেষণে সক্রিয় থাকে।

আজকে এই পোস্টটির মাধ্যমে DNA কি? সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে কোনো ভাবে উপকার পেয়ে থাকেন। তবে অবশ্যই সবার সঙ্গে একটি শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button