তথ্যপ্রযুক্তি

লজিক গেট কি? লজিক গেটের প্রকার

আজকে এই পোস্টটির মাধ্যমে লজিক গেট কি? সে সম্পর্কে কিছু কথা জানতে পারবেন, আপনি যদি এ বিষয়ে জানতে চান, তবে পোস্টটির শেষ পর্যন্ত পড়তে পারেন।

লজিক গেট কি

লজিক গেট (Logic gate) হচ্ছে এমন এক ধরনের ডিজিটাল ইলেক্ট্রনিক বর্তনী যেটা বুলিয়ান অ্যালজেবরা ব্যবহার করে অনেক ধরনের যৌক্তিক অপারেশন করে।লজিক গেট হচ্ছে সাধারণত লজিক সার্কিটকে বুঝায় যাতে এক অথবা একাধিক ইনপুট ও কেবল একটি আউটপুট থাকে।

সহজ ভাষায় বলতে গেলে, লজিক গেট হচ্ছে ডিজিটাল সিস্টেমে ইলেকট্রনিক সার্কিট। অর্থাৎ ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহমানকে নিয়ন্ত্রণ করে থাকে, সেসকল সার্কিটকেই লজিক গেট বলা হয়ে থাকে। 

এটি একটি ইলেকট্রনিক সার্কিট যেটা ইনপুটে উপস্থিত ডিজিটাল সংকেতের সংমিশ্রণের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত নেয়। ইন্টিগ্রিটেড সার্কিট (IC) এর আছে লজিক গেট ও এটি মূলত বুলিয়ান ফাংশন বাস্তবায়নের কাজে ব্যবহৃত হয়। 

লজিক গেটের প্রকার

গেটের প্রকার

ডিজিটাল সিস্টেমে ক্রিয়া সম্পাদনে ব্যবহৃত লজিক গেট দুই প্রকার: মৌলিক গেট ও যৌগিক গেট। 

মৌলিক গেট এর মধ্যে আছে AND Gate, OR Gate, এবং NOT গেট। যাইহোক, যৌগিক গেট এর মধ্যে NAND Gate, NOR Gate, XOR Gate, এবং XNOR গেট বিদ্যামান।

মৌলিক গেট

১. অ্যান্ড গেট (AND Gate)AND গেটে দুই অথবা ততোধিক ইনপুট থাকে ও একটি আউটপুট থাকে। এখানে কোনো আউটপুট ইনপুটগুলো যৌক্তিক গুনফলের সমান হয়ে থাকে। সবগুলো ইনপুট ১ হলে আউটপুট ১ হয় আবার একটি ০ হলে আউটপুট ০ হয়।

২. অর গেট (OR Gate)একটি OR গেটে দুই অথবা ততোধিক ইনপুট ও একটি আউটপুট থাকে। কোনো ইনপুট আউটপুট যৌক্তিক যোগের সমান হয়ে থাকে।OR গেটের যদি ২টি ইনপুট A এবং B থাকে, তাহলে আউটপুট নিম্নলিখিত গাণিতিক পদ্ধতির মাধ্যমে হবে: Y=A+B।

৩. নট গেট (NOT Gate)NOT Gate-এ একমাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে। যখন ইনপুট ১ হয়, আবার আউটপুট ০ হয়। বিপরীতে, ইনপুট ০ হয়, তখন আউটপুট ১ হয়। নট গেটে ইনপুট আউটপুট বিপরীত মান হয়ে থাকে।

যৌগিক গেট

১. নর গেট (NOR Gate) NOR গেট “NOT-OR” গেট  বিশেষ ভাবে পরিচিত। OR গেট ও NOT গেট এর সমন্বিত গেটকে NOR গেট বলা হয়ে থাকে। NOR গেট কখনও এক সর্বজনীন গেট হিসাবে বলা হয়ে থাকে। এই জন্যে এটি OR, AND ও NOT গেটগুলি বাস্তবায়নের ফলে ব্যবহার করা যেতে পারে।

এই গেটের আউটপুট ১ হয় যখন এর সব ইনপুট ০ হয়। বিকল্প অনুসারে, যখন সমস্ত ইনপুট কম হয়ে থাকে, তখন আউটপুট অনেক বেশি হয়। NOR গেটের বুলিয়ান স্টেটমেন্ট হচ্ছে Y=(A+B)’ যদি ২টি ইনপুট A এবং B থাকে।

২. ন্যান্ড গেট (NAND Gate) NAND গেট, ‘NOT-AND’ গেট হিসাবে বিশেষ পরিচিত। মূলত AND গেট ও NOT গেট এর সমন্বিত গেটকে NAND গেট বলা হয়ে থাকে। NAND গেট একটি সার্বজনীন গেট হিসাবে পরিচিত এই জন্যে এটি AND, OR, ও NOT গেটগুলি বাস্তবায়ন করতে নানা রকম ভাবে ব্যবহার করা যেতে পারে।

লজিক গেট কি
লজিক গেট কি

এই গেটের আউটপুট শুধু ১ হয় আবার কোনো ইনপুট ১ না হয়। দুটি ইনপুট A ও B থাকে, তবে NAND গেটের বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে Y=(A.B)

৩. এক্সঅর গেট (XOR Gate) Exclusive-OR অথবা ‘Ex-OR’ গেট হচ্ছে একটি ডিজিটাল লজিক গেট যেটি দুটির বেশি ইনপুট গ্রহণ করে থাকে কিন্তু আউটপুট একটি।

৪. এক্সনর গেট (XNOR Gate) Exclusive-NOR অথবা ‘EX-NOR’ গেট হল একটি ডিজিটাল লজিক গেট যেটি দুটির বেশি ইনপুট গ্রহণ করে থাকে তবে শুধু একটি আউটপুট দিয়ে থাকে।

আজকে এই পোস্টটির মাধ্যমে লজিক গেট কি? সে সম্পর্কে কিছু কথা জানতে পারলেন, যদি এ পোস্টটি পড়ে উপকারি হয়ে থাকেন, তবে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button