টেকনোলজি

বিদ্যুৎ কি বা কাকে বলে | পরিবাহীর উপর ভিত্তি করে বিদ্যুৎ কয় প্রকার ও কি কি এবং এর উৎস

বিদ্যুৎ কাকে বলে

কোন পরিবারের মধ্য দিয়ে ক্রমাগত ইলেকট্রন পরিবহনের মাধ্যমে ক্রমাগত উৎপন্নকৃত চার্জের পরিমাণ সমূহ কে বিদ্যুৎ বলা হয়। 

বিদ্যুৎ প্রবাহ পরিবাহী অপরিবাহী বিভিন্ন ক্ষেত্রে পরিবাহিত হয়।  দৈনন্দিন জীবনে বিদ্যুৎ এর ব্যবহার অপারিসীম। কোন নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের প্রয়োজনীয় হারকে বিদ্যুৎ বলা হয়ে থাকে। বিদ্যুৎ প্রবাহের একক হল এম্পিয়ার। একে A দ্বারা প্রকাশ করা হয়। 

পরিবাহীর উপর ভিত্তি করে বিদ্যুৎ কয় প্রকার ও কি কি

  • পরিবারের উপর নির্ভর করে,,, 
  • বিদ্যুৎ প্রবাহকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। 
  • অর্ধপরিবাহী, সুপরিবাহী এবং কুপরিবাহী। 

অর্ধপরিবাহী :

যে সকল পরিবারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রভাহিত হওয়ার সময় আংশিক আকারে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই সকল পরিবারকে অর্ধপরিবাহী বলা হয়। 

  • কার্বন,,,,
  • সিলিকন,,,, 
  • মাইকা,,,,,
  • কয়লা,,,,
  • জার্মেনিয়াম,,,,
  •  বিজা মাটি,,,, 
  • বিজা বাঁশ ইত্যাদি 
  • হলো অর্ধ পরিবাহীর বিভিন্ন উদাহরণ। 

সুপরিবাহী :

যে সকল পরিবারের মধ্য দিয়ে বিদ্যুৎ সমূহ কোথাও বাঁধা না পেয়ে বরং  সহজে চলাচল করে তাদেরকে সুপরিবাহী বলা হয়। 

পরমানুর শেষ কক্ষপথে যে সকল মৌলসমূহের একটি দুইটি অথবা তিনটি এই পরিমাণে ইলেকট্রন রয়েছে সেসব অনগুলোকে সুপরিবাহী বলা হয়। 

কয়েকটি সুপরিবাহী উদাহরণ হলো :

  • তামা,,,
  • সোনা,,,
  • রূপা,,,
  •  এলোমোনিয়াম,,,
  • দস্তা,,,
  • পিতল,,,
  •  নিকেল,,,
  • সীসা,,,
  •  রাং,,,
  • প্লাটিনাম,,,
  •  ফসফর,, 
  • ব্রোঞ্জ,,,
  •  পারদ ইত্যাদি।

কুপরিবাহী :

যে সকল পরিবারের মধ্য দিয়ে কখনো বিদ্যুৎ প্রভাবিত হয় না বা হতে পাওয়ার সম্ভাবনা থাকে না সেই সকল পরিবারকে কুপরিবাহী বলা হয়। 

পর্যায় সারণির যে সকল মৌলের ইলেকট্রন বিনাশের চরিত্রগগতে বাশেস চক্রবর্তী ৫,৬ বা ৭ টি ইলেকট্রন থাকে সেগুলোকে কুপরিবাহী মৌল হিসেবে বিবেচনা করা হয়। 

কয়েকটি কুপরিবাহী মৌল হলো :

  • ব্যকেলাইট,,,,
  • এসবেসটস,,,,
  •  মার্বেল,,,,
  • পাথর,,,
  • রাবার,,,,
  • চিনামাটি,,,,
  •  তুলা,,,,
  •  শুকনো কাগজ,,,,
  •  শুকনো বাঁশ ইত্যাদি।
বিদ্যুৎ কি বা কাকে বলে
বিদ্যুৎ কি বা কাকে বলে

বিদ্যুতের উৎস

বিদ্যুৎ প্রধানত খনির গভীর থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের মাধ্যমে উদ্বোধন করা হয়। বড় বড় নদী বা সাগরগুলোতে তার স্থাপন করে তার বান গড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 

বিদ্যুৎ চমকালে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুৎ উৎপাদন বা উৎস হল একটি ইলেকট্রনিক সার্কিট বা সরবরাহকৃত একটি যন্ত্র যেখানে বিভব লাগানো থাকে। 

প্রধানত প্রধান যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন নদীর তলদেশ থেকে অর্থাৎ খনির অগভীর থেকে তা উৎপাদন করা হয়। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button