পারমাণবিক সংখ্যা কাকে বলে – পারমাণবিক সংখ্যা বের করার নিয়ম
পারমাণবিক সংখ্যা: পরমানুর ১১৮ টি মৌলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়,,,,,,,,,, সারি গুলোকে পারমাণবিক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়।
পারমাণবিক সংখ্যা কাকে বলে
পদার্থ বিজ্ঞান অথবা রসায়নের যেকোনো শাখায়,, পরমাণুর মৌলসমূহ অর্থাৎ পর্যায় সারণির মৌলসমূহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে,, পারমাণবিক সংখ্যাটি ব্যবহার করা হয়।
- পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন সংখ্যা,,
- আর, পরমাণুর কেন্দ্রে অবস্থানকৃত,,,
- প্রোটন সংখ্যা সমূহ, যা কে পারমাণবিক সংখ্যা বলে।
- পারমাণবিক সংখ্যা দ্বারা কোন মৌল ঠিক কততম মৌল তা চিহ্নিত করা হয়।
অর্থাৎ পরমানুর ১১৮ টি মৌলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়,,,,,,,,,, সারি গুলোকে পারমাণবিক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়।
কোন মৌলের পারমাণবিক সংখ্যা পাঁচ হলে, ওই মৌলটি পর্যায় সারণির ৫ তম মৌল।
আবার পর্যায় সারণির ১০ তম বা ২০ তম মৌলটির পারমাণবিক সংখ্যা ও ১০ বা ২০।
অর্থাৎ এভাবে পারমানবিক সংখ্যা গণনা করা হয়।
ইংরেজি লেটার Z,,,,
যা দ্বারা পারমানবিক সংখ্যা প্রকাশ করা হয়।
পারমাণবিক সংখ্যা বের করার নিয়ম
কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত তার নির্ণয় করার জন্য সূত্র রয়েছে।
আমরা জানি কোন মৌলের পারমাণবিক সংখ্যা বের করার জন্য,,
ওই মৌলের ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বিয়োগ করলে প্রাপ্ত মান কে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়।
অর্থাৎ পারমাণবিক সংখ্যা =
কোন মৌলের ভর সংখ্যা – ওই মৌলের নিউটন সংখ্যা।
পর্যায় সারণির একটি মৌল হলো সালফার।
আমরা জানি সালফারের নিউট্রন সংখ্যা হল ১৬,
এবং সালফারের ভর সংখ্যা হল ৩২
সুতরাং সালফারের পারমাণবিক সংখ্যা =
সালফারের ভর সংখ্যা – সালফারের নিউটন সংখ্যা
= ৩২-১৬
= ১৬,,
সালফারের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দেওয়া থাকলে সূত্র ব্যবহার করে আমরা এই মৌলটির পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে পারি।
অন্যান্য মৌলের ক্ষেত্রেও একই অবস্থা,,
অর্থাৎ সূত্রের মাধ্যমে আমরা 35 ধরনের 158 টি মৌলের পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে পারি।
ছাড়াও সংক্ষেপে এটিকে ব্যবহার করার জন্য সূত্রের সংক্ষিপ্ত প্রয়াস রয়েছে।
কোন মৌলের পারমাণবিক সংখ্যা ( Z),, =
ওই মৌলের ভর সংখ্যা (A) – ওই মৌলের নিউটন সংখ্যা (N)
অর্থাৎ পারমাণবিক সংখ্যা নির্ণয়ের সংক্ষিপ্ত সূত্র হলো,,
Z = A – N