শিক্ষা

ট্রাফিক কাকে বলে? ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি?

রাস্তায় বিভিন্ন যান চলাচল করার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলা হয়। সে ক্ষেত্রে রাস্তায় বিভিন্ন যানবাহন চলার প্রক্রিয়াকে ট্রাফিক বলা হয়ে থাকে। ট্রাফিক রিলেটেড এর বিভিন্ন তথ্য যেমন→ট্রাফিক কাকে বলে,,

→ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার,,, ইত্যাদি আমাদের পোস্টে পড়ার মাধ্যমে আপনারা যথাযথভাবে জানতে পারবেন। 

বিভিন্ন সময় রাস্তা সহ অন্যান্য বিভিন্ন যানবাহন চলার নির্দিষ্ট গতিপথ বিদ্যমান থাকে। সে ক্ষেত্রে চলাচলের সুবিধার্থে যে যানবাহনগুলো এবং যে রাস্তা দিয়ে চলাচল করে সেগুলোর মধ্যে চলাচলের এই ব্যবস্থা হল ট্রাফিক ব্যবস্থাপনা।

সাধারণভাবে একজন মানুষ হিসেবে রাস্তায় চলাচল করার ক্ষেত্রে বিভিন্ন ট্রাফিক সমস্যা বা ট্রাফিক রিলেটেড বিভিন্ন তথ্য ও প্রক্রিয়া পাশাপাশি নিয়ম কানুন সম্পর্কে জানার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য। 

ট্রাফিক কাকে বলে?

যখন কোন একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের বা ভিন্ন ভিন্ন যানবাহন চলাচল করবে তখন প্রতিটি যানবাহন এর চল হারিয়ে ব্যবস্থাপনাকে ট্রাফিক বলে। 

উদাহরণস্বরূপ বলা যায় যে, আকাশের দিকে মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের উড়ো জাহাজ দেখি। তবে এই উড়োজাহাজ গুলো ইয়ার লেন্সের মাধ্যমে চলাচল করে থাকে। 

অন্যদিকে বিভিন্ন ধরনের যানবাহন যেমন মোটরসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি রাস্তা ব্যবহার করে চলাচল করে। অর্থাৎ এভাবে নির্দিষ্ট কোন একটি বা একাধিক যানবাহন যখন নির্দিষ্ট রাস্তা দিয়ে চলাচল করবে তখন তাকে ট্রাফিক বলা হয়। এছাড়ো ট্রাফিক বলতে যানজট পূর্ণ কিংবা সাবলীল দুইটি পদ্ধতির মাধ্যমে বোঝানো হয়ে থাকে। 

 ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি?

সাধারণত বিভিন্ন ধরনের ট্রাফিক ব্যবস্থায় বা রাস্তায় যখন যানবাহন চলাচল করি সেক্ষেত্রে দুইটি ট্রাফিক সাইন ব্যবহার করা হয়ে থাকে।  অর্থাৎ ট্রাফিক সাইন হল দুই ধরনের। সেগুলো হলো:-

১. দৃশ্যমান সাইন,,,

২. অদৃশ্যমান সাইন,,,,

১. দৃশ্যমান সাইন:- সাধারণত আমরা খালি চোখে যে সাইনগুলো দেখতে পায় সেগুলোকে দৃশ্যমান সাইন বলা হয়। এর মধ্যে রয়েছে ট্রাফিক লাইট সাইন, মোটরযানের বিভিন্ন ইন্ডিকেটটিং লাইটিং সিস্টেম, ট্রাফিক পুলিশের সরাসরি সংকেত ইত্যাদি। 

২. অদৃশ্যমান সাইন:- অদৃশ্য সাইন বলতে আমরা যে সাইন গুলো দেখতে পায় না কিন্তু শুধু মাত্র শুনতে পাইছি সাইনগুলোকে বোঝানো হয়। অর্থাৎ রাস্তা দিয়ে যখন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে সেক্ষেত্রে এমন কিছু চাইন রয়েছে যেগুলো কেউ দেখতে পায় না তবে সেগুলো শুনতে পাওয়া যায় এবং এ সাইনগুলোকে অদৃশ্যমান সাইন বলা হয়।

যেমন : মোটর বাইকের হর্ন। 

ট্রাফিক কাকে বলে
ট্রাফিক কাকে বলে

 ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?

ট্রাফিক ব্যবস্থায় এবং রাস্তা দিয়ে সঠিক ব্যবস্থাপনা বা নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে ট্রাফিক সিগনাল বা সংকেত মূলত তিন প্রকারের।  সেগুলো যথাক্রমে :-

☼আলোর সংকেত,,, ☼শব্দ সংকেত,,, ☼বাহুর সংকেত,,,, 

এছাড়াও আরো  তিন ধরনের চিহ্নের বা ট্রাফিক সিগনাল রয়েছে। সেগুলো যথাক্রমে :-→  সতর্কতা মূলক সংকেত,, → বাধ্যতামূলক সংকেত,,, →তথ্য মূলক সংকেত। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ট্রাফিক সংকেত এবং ট্রাফিক কাকে বলে ইত্যাদি রিলেটেড বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। 

আশা করি,  আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা ট্রাফিক সিগন্যাল রিলেটেড যে সকল তথ্য বা প্রশ্নের উত্তর জানতে চান অথবা জানতে চেয়েছেন তা যথাযথ ভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button