সিপিইউ কি? CPU এর গঠন ও কার্যাবলী
সিপিইউ কি :- সুপ্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম,,,,,,আমাদের ওয়েবসাইটের কম্পিউটারের প্রধান অংশ ভিত্তিক উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের উক্ত পোস্টের মাধ্যমে কম্পিউটারের প্রধান অংশ সিপিইউ সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন —
→ সিপিইউ কি,,,
→CPU এর গঠন,,,
→CPU এর কার্যাবলী,, ইত্যাদি সম্পর্কে জানাচ্ছি।
আধুনিক বিশ্বে কম্পিউটার কে ব্যবহার করে এবং কম্পিউটারের বিভিন্ন অংশকে ব্যবহার করার মাধ্যমে অল্প সময়ে অধিক সংখ্যক কাজ এবং উপকার পাওয়া যায়।
সে ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে কম্পিউটারের প্রধান অংশ সিপিইউ এর ভূমিকা অপরিসীম। কেননা সিপিইউ সাধারণত কেন্দ্রীয় বিষয়বস্তু হিসেবে কাজ করে। এজন্য কম্পিউটারের উন্নতম অংশ সিপিইউ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে।
সিপিইউ কি
একটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সিপিইউ। কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশের, প্রসেসর, মাইক্রো প্রসেসর, বা কেবল সিপিইউ বলা হয়।
সিপিও সাধারণত একটি ইলেকট্রনিক চিপ এর মতো। এর প্রধান কাজ হল সম্পূর্ণ কম্পিউটারের যে সকল তথ্য বা ডেটা রয়েছে সেগুলোকে সঠিকভাবে নিজের কাছে রেখে সেগুলো প্রসেস করা।
বিভিন্ন ধরনের সফটওয়্যার, হার্ডওয়্যার, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস গুলো থেকে ডাটা ও নির্দেশনা গুলোকে CPU গ্রহণ করে এবং সেগুলোকে প্রসেস করে কম্পিউটারের আউটপুট গুলো প্রদান করে।
একটি কম্পিউটারের সাথে সংযুক্ত প্রতিটি উপকরণ অথবা যে উপাদানগুলো রয়েছে সেগুলো একে অন্যের সাথে জড়িত থাকার মাধ্যমে কার্যগুলোকে কম্পিউটারের সিপিইউ কর্তৃক নিয়ন্ত্রণ করে। এজন্য সিপিইউকে কম্পিউটারের অন্যতম ও প্রধান প্রসেসিং ডিভাইস বলা হয়।
এটি ব্যবহার করার মাধ্যমে একজন ইউজার বা কম্পিউটার প্রোগ্রাম ইহার মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন ধরনের তথ্য এবং নির্দেশনা দেওয়ার পাশাপাশি সেগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একজন কম্পিউটার প্রোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন নির্দেশকে আউটপুট হিসেবে তে পারে।
এজন্য সিপিইউ ডিভাইসটি হলো এমন একটি কম্পিউটারের প্রধান অংশ, যা motherboard এর মধ্যে CPU fan হিসেবে নিচে লাগানো হয়ে থাকে।
CPU এর গঠন
CPU সাধারণত প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত হয়। সেগুলো যথাক্রমে :-
১. গাণিতিক যুক্তি অংশ,,,,
২. নিয়ন্ত্রণ অংশ,,,,
৩. রেজিস্টার,,,,
১. গাণিতিক যুক্তি অংশ:- লজিক্যাল ইউনিট এর মাধ্যমে কম্পিউটারের যে ইন্সট্রাকশন গুলো রয়েছে সেগুলো নির্ভয় করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অপারেশনগুলো পরিচালনা করা হয়। এটি একটি কম্পিউটারে যুক্তি মূলক কাজ বা সিদ্ধান্ত মূলক ও গাণিতিক মূলক কাজ সম্পাদন করে ।
২. নিয়ন্ত্রণ অংশ :- কন্ট্রোল শিপইউ এর মাধ্যমে রেজিস্টার এবং গাণিতিক যুক্তি অংশের মধ্যে ডেটার আদান প্রদান করার জন্য এবং গাণিতিক যে অংশ রয়েছে সেটি কিভাবে কাজ করবে তার ইন্সট্রাকশন প্রদান করা হয়। তাছাড়া একটি কম্পিউটারের সব অংশের সময় এবং সংকেত নিয়ন্ত্রণ প্রদান করা হয়।
৩. রেজিস্টার সেট:- অস্থায়ীভাবে বিভিন্ন ডেটা সংরক্ষণ করার জন্য এবং প্রক্রিয়াকরণের সময় সিপিইউ এর ভিতরে ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে বিভিন্ন ধরনের রেজিস্ট্রার সমূহ প্রয়োজন হয়। এ সকল রেজিস্টারগুলো ইন্সট্রাকশন রেজিস্টার, সাধারণ রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার, ব্যবহারকারী রেজিস্টার, রেজিস্টার ইত্যাদি।
CPU এর কার্যাবলী
সিপিইউ এর বিভিন্ন অংশভিত্তিক কার্যাবলী হয়ে থাকে। এজন্য নিম্নে সিপিইউ এর বিভিন্ন অংশভিত্তিক কার্যাবলী সমূহ তুলে ধরা হলো :-
গাণিতিক যুক্তি অংশের কার্যাবলী:- সমন্বয়ের মাধ্যমে গঠিত জটিল যুক্তি মূলক কাজ সম্পাদন করা। যুক্তি বর্তনী ব্যবহার করে NOR,, NOT,, OR,,AND,, ইত্যাদির সমন্বয় সাধন করা। ছোট-বড় ভাসমান আকারের বিভিন্ন জাতের জন্য বিয়োগের সহায়তায় দুইটি সংখ্যা তুলনা করা। যোগ, বিয়োগ, গুণ, ভাগ,, এগুলো কাজ সম্পাদন করা।
নিয়ন্ত্রণ অংশের কার্যাবলি:- প্রধান মেমোরিতে বিভিন্ন তথ্য সমূহ এবং গণনার ফলাফল গুলো আউটপুটে পাঠানো। সহায়ক মেমোরির প্রোগ্রাম এবং ইনপুটসমূহ প্রধান মেমরিতে আনা। প্রধান মেমোরিতে ক্রমান্বয়ে একটি ইনস্ট্রাকশন আহরণ করা।
ALU- এর বিভিন্ন ধরনের গণনা ফলাফল সমূহ কে মেমোরিতে পাঠানো। ALU. – এর যে ইন্সট্রাকশন গুলো রয়েছে সেগুলো ব্যবহার করে যোগ এবং বিয়োগ ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করা।
রেজিস্টার সেটের কার্যাবলী:- আউটপুটের অংশ এবং ইনপুটের অংশসমূহ সমন্বয় সাধন করা। যুক্তিমূলক বা গাণিতিক মূলক বিভিন্ন সিদ্ধান্ত মূলক কাজ করা।
কম্পিউটারের বিভিন্ন ইন্সট্রাকশন ডিকোড করা। মেমোরি থেকে ইন্সট্রাকশন বার ডাটা সমূহ নেওয়া। কম্পিউটারের বিভিন্ন অংশের সময় নির্ধারণ করা এবং শঙ্খের প্রদান করা। মেমোরি এবং আউটপুট ডিভাইস বা ইনপুট ডিভাইস এর মধ্যে ডাটার আদান প্রদান করা কম্পিউটার মেমোরিতে সংরক্ষণ যোগ্য তথ্যসমূহ সংরক্ষণ করা।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সিপিইউ সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন cpu এর কাজ এবং গঠন ও সি পি ইউ কাকে বলে ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানিয়েছি।
আশা করি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা সিপিইউ সম্পর্কিত যে সকল প্রশ্ন বা তথ্য সম্পর্কে জানতে চান অথবা জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন।