সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কি কি? উদাহরণসহ ব্যাখ্যা
সন্ধি কাকে বলে :- আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকবৃন্দ। আজকে আমাদের উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সন্ধি সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করছি।
আমাদের উক্ত পোস্টে পড়ার মাধ্যমে আপনি কাকে বলে, সন্ধির প্রকারভেদ এবং উদাহরণ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।
বাংলা ব্যাকরণের বিভিন্ন আলোচ্য বিষয় গুলোর মধ্যে সন্ধি একটি উন্নতম আলোচনার বিষয়। বাংলা ভাষার বিভিন্ন বাক্য গঠন করার ক্ষেত্রে সন্ধির ভূমিকা উল্লেখযোগ্য।
এ যেন শিক্ষার্থীদের ব্যাকরণ পাঠ সম্পূর্ণরূপে জানার ক্ষেত্রে সন্ধি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি সন্ধির প্রকারভেদ উদাহরণ এবং সন্ধির সংজ্ঞায় ইত্যাদি সম্পর্কে জানা এবং শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে তার প্রয়োগ উল্লেখযোগ্য।
সন্ধি কাকে বলে
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হলো সন্ধি। অর্থাৎ দ্রুত উচ্চারণের ফলে পরস্পর্শ নিতে যে দুইটি ধ্বনির মিলনের মাধ্যমে দ্বৈগত পরিবর্তন হয় তাকে সন্ধি বলা হয়।
যেমন:-
আশা + অতীত = আশাতীত,,,,
হিম + আলয় = হিলালয়,,,,
প্রথমটিতে আ + অ = আ ( া) এবং দ্বিতীয়টিতে অ + আ = আ ( া) হয়েছে। আবার, তৎ + মধ্যে = তন্মধ্যে, এখানে ত + ম = ন্ম হয়েছে।
সন্ধির প্রকারভেদ
সাধারণত বাংলা সন্ধি দুই রকমের। যথা :-
১) স্বর সন্ধি,,,
২) ব্যঞ্জনসন্ধি,,,,
১. স্বর সন্ধি :-
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মৃত হওয়ার মাধ্যমে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলা হয়। যেমন :-
→শত + এক = শতেক,,,,
→কত + এক = কতেক,,,
→শাঁখা + আরি = শাঁখারি,,,
→রূপা + আলি = রূপালি,,,
→মিথ্যা + উক = মিথ্যুক,,,
→হিংসা + উক = হিংসুক, নিন্দুক,,,
→কুড়ি + এক = কুড়িক,,,, ধনিক, গুটিক,,,,
→যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই,,,, ইত্যাদি।
২. স্বরসন্ধির সঙ্গে ব্যঞ্জনে, ব্যঞ্জন এর সাথে ব্যঞ্জন এবং ব্যঞ্জনী আর শহরে মিলিত হওয়ার মাধ্যমে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়।
যেমন :-
→ ছোট + দা = ছোড়দা,,,,
→ চার +টি = চাট্টি,,,,
→ র্দু + ছাই = দুচ্ছাই,,,,
→ নাত + জামাই = নাজ্জামাই,,, এখানে (ত্ + জ্ = জ্জ),,,,,,
→বদ্ + জাত= বজ্জাত,,,,
→হাত + ছানি = হাচ্ছানি,,,
→পাঁচ + সিকা = পাঁশশিকা,,,
→বোন + আই = বোনাই,,,,
→চুন + আরি = চুনারি,,,,
→তিল + এক = তিলেক,,,,
→বার + এক = বারেক,,,
→কাঁচা + কলা = কাঁচকলা,,,, ইত্যাদি।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সন্ধি রিলেটেড বিভিন্ন তথ্য যেমন শুনতে কাকে বলে সন্ধির প্রকারভেদ উদাহরণ ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানিয়েছি।
আশা করি, আমাদের বুঝতে পারার মাধ্যমে এই সন্ধি রিলেটেড যে সকল তথ্য আপনারা জানতে চান অথবা জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন।