যুক্তবর্ণ কাকে বলে? যুক্তবর্ণ লেখার সঠিক নিয়ম
আসসালামু আলাইকুম, সুপ্রিয় পাঠক বৃন্দ। আমাদের ওয়েবসাইটের যুক্তবর্ণ রিলেটেড উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের উক্ত পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা যুক্তবর্ণ কাকে বলে,
যুক্তবর্ণ লেখার নিয়ম ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন উদাহরণ সম্পর্কে যথাযথভাবে জানতে পারবেন। এজন্য উক্ত পোস্টের মাধ্যমে আমরা যুক্তবর্ণ সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি।
বাংলা ভাষায় বিভিন্ন শব্দ রয়েছে। শব্দসমূহ বা শব্দ ভাণ্ডারী এ সকল শব্দের মধ্যে এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো দুইটি বা তিনটি বর্ণ একত্রিত হয়ে গঠন করা হয়েছে। এগুলো মূলত যুক্ত বর্ণ। এজন্য এ সকল বর্ণ সম্পর্কে জানার ক্ষেত্রে যুক্তবর্ণ কাকে বলে যুক্তবর্ণ লেখার নিয়ম ইত্যাদি সম্পর্কে জেনে শিক্ষার্থীদের যুক্তবর্ণ সম্পর্কে যথাযথভাবে জানতে হবে।
যুক্তবর্ণ কাকে বলে
ব্যঞ্জনবর্ণ যদি সংযুক্ত রূপ অথবা সমষ্টি রুপকে যুক্ত বর্ণ বলা হয়।
যেমন :- জ্ঞ = (জ্+ঞ),,,,
উদাহরণ :-সংজ্ঞা, অজ্ঞান, বিজ্ঞান, ইত্যাদি।
অর্থাৎ যদি দুই বা তার অধিক ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোন স্বরধ্বনি না থাকে সে ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনির যুক্ত হওয়ার মাধ্যমে দুইটি ধ্বনি একত্র হয়ে যে সংযুক্ত বর্ণ গঠিত হয় তাকে যুক্তবর্ণ বলা হয় বা যুক্তক্ষর বলা হয়।
যুক্তবর্ণ লেখার সঠিক নিয়ম
যুক্তবর্ণ লেখার নিয়ম উদাহরণ সহ নিম্নে তুলে ধরা হলো :-
১. জ্ঞ = (জ্+ঞ),,,যেমন:- সংজ্ঞা, জ্ঞান বিজ্ঞান।
২. ঞ্চ = (ঞ্+চ),,, যেমন:- পাঞ্চ, সঞ্চয়, অঞ্চল, পঞ্চম।
৩. ঞ্ছ = (ঞ্+ছ),,, যেমন:- বাঞ্ছনীয়, বঞ্চিত।
৪. ঞ্জ = (ঞ্+জ),,, যেমন:- গঞ্জ, কুঞ্জ ।
৫. ঞ্ঝ = (ঞ্+ঝ),,, যেমন:- ঝঞ্ঝা, ঝঞ্ঝাট।
৬. হ্ন = (হ্+ন),,, যেমন:- চিহ্ন, বহ্নি, মধ্যাহ্ন, পূর্বাহ্ন।
৭. হ্ণ = (হ্+ণ),,, যেমন:- অপরাহ্ণ।
৮. হৃ = (হ্ + ঋন- ),,, যেমহৃদপিণ্ড, হৃদয়।
৯. হ্ম = (হ্+ম),,, যেমন:- ব্রাহ্মণ।
১০. ঙ্ক = (ঙ্+ক),,, যেমন:- লঙ্কা, কঙ্কাল, অঙ্ক।
১১. ঙ্খ = (ঙ্ + খ),,, যেমন:- শঙ্খচিল, শৃঙ্খল।
১২. ঙ্গ = (ঙ্ + গ),,, যেমন:- বঙ্গ, অঙ্গ, রঙ্গশালা, মঙ্গল, সঙ্গীত।
১৩. ঙ্ঘ = (ঙ্+ঘ),,, যেমন:- লঙ্ঘন, সঙ্ঘ।
১৪. চ্চ = (চ+চ),,, যেমন:- উচ্চারণ ।
১৫. চ্ছ = (চ+ছ),,, যেমন:- উচ্ছল, প্রচ্ছদ, উচ্ছৃঙ্খল, উচ্ছেদ।
১৬. জ্জ = (জ্+জ),,, যেমন:- উজ্জীবিত।
১৭. জ্ঝ = (জ্+ঝ),,, যেমন:- কুজ্ঝটিকা।
১৮.ক্ক = (ক্+ক),,, যেমন:- চক্কর, পাক্কা, ছক্কা, পরিপক্ক।
১৯. ক্ত = (ক্+ত),,, যেমন:- আক্তার, বিষাক্ত, রক্ত, শক্ত, পোক্ত।
২০. ক্স = (ক্+স),,, যেমন:- রিক্সা, বাক্স।
২১. ক্ষ = (ক্+ষ),,, যেমন:- পর রক্ষা, কক্ষ, শিক্ষা, দীক্ষা, পরিক্ষা, নিরিক্ষা।
২২. ট্ট = (ট্+ট),,, যেমন-:- ভট্টাচার্য, অট্টালিকা, চট্টোপাধ্যায়, চট্টগ্রাম।
২৩. ড্ড = (ড্+ড),,, যেমন: – গড্ডালিকা, উড্ডয়ন।
২৪. ণ্ট = (ণ্+ট),,, যেমন:- বণ্টন, ঘণ্টা।
২৫. ন্ট = (ন্+ট),,, যেমন:- ফ্যান্টাসি।
২৬. ত্ত = (ত্+ত),,, যেমন:- চিত্ত, বিত্ত, উত্তম, উপাত্ত, সত্তা।
২৭. ত্থ = (ত্+থ),,,যেমন:- উত্থিত, অভ্যূত্থান, উত্থান।
২৮. ত্ব = (ত্+ব),,, যেমন:- ত্বক, সর্বাত্বক।
২৯. ত্ন = (ত্+ন),,, যেমন:- রত্না, রত্ন।
৩০. ত্য = (ত্+য-ফলা),,,যেমন:- প্রত্যেক, প্রত্যক্ষ।
৩১. ত্ম = (ত্+ম),,, যেমন:- আত্মা।
৩২. দ্দ = (দ্+দ),,, যেমন:- উদ্দীপক, চৌদ্দ, উদ্দেশ্য, উদ্দাম।
৩৩. দ্ধ = (দ্+ধ),,, যেমন:- পদ্ধতি, উদ্ধৃত, উদ্ধার, বিদ্ধ, উদ্ধত।
৩৪. দ্ভ = ((দ্+ভ),,, যেমন:- উদ্ভব, উদ্ভিদ, উদ্ভাসিত।
৩৫. ন্ন = (ন্+ন), যেমন- অন্ন, অভীন্ন, ভিন্ন, ছিন্ন।
৩৬. ন্ম = (ন্+ম),,, যেমন:- বেজন্ম, জন্ম, আজন্ম।
৩৭.ন্ত = (ন্+ত),,,যেমন:- দন্ত, অন্ত।
৩৮. ন্দ = (ন্+দ),,, যেমন:- নন্দিনী, নন্দনতত্ত্ব, অভিনন্দন, আনন্দ।
৩৯. ন্ড = (ন্+ড),,,যেমন:- ভন্ড, জেন্ডার।
৪০. ণ্ঠ = (ণ্+ঠ),,, যেমন:- উপকন্ঠ, কণ্ঠ।
৪১. ন্ধ = (ন্+ধ),,, যেমন:- সন্ধান, রন্ধন, বন্ধু, বন্ধন।
৪২. দ্ব = (দ্+ব),,, যেমন:- দ্বিতীয়, দ্বীন, দ্বন্ধ, দ্বার, দ্বাদশ।
৪৩. ব্দ = (ব্+দ),,, যেমন:- শব্দ, জব্দ, অব্দ।
৪৪. দ্ম = (দ্+ম),,, যেমন- পদ্মা।
৪৫. প্ত = (প্+ত),,, যেমন:- বিক্ষিপ্ত,ব্যপ্তি, লিপ্ত, সমাপ্ত, সুপ্ত, রপ্ত।
৪৬. প্স = (প্+স),,,যেমন:- লিপ্সা।
৪৭. ল্ক = (ল্+ক), যেমন:-গল্প, উল্কা, উল্কাপিণ্ড।
৪৮. ল্ব = (ল্+ব),,, যেমন:- বাল্ব।
৪৯. ল্প = (ল্+প),,, যেমন:- বিকল্প, অনুকল্প, অল্প।
৫০. ল্গ = (ল্+গ), যেমন- ফাল্গুন।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে যুক্তবর্ণ রিলেটেড এর বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আশা করি, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা যুক্তবর্ণ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে উপকৃত হতে পারবেন।