২মাসের শিশুর সর্দি হলে করণীয়
সুপ্রিয় পাঠক বৃন্দ,, ”’ আসসালামুয়ালাইকুম ”’ আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য রিলেটেড ২ মাসের শিশুর সর্দি হলে করণীয় এবং সর্দির লক্ষণসমূহ নিয়ে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম।
আমাদের উক্ত পোস্টে আমরা আপনাদেরকে ২ মাসের শিশুর সর্দি হলে করণীয়,, শিশুর সর্দি হলে ঘুমানোর উপায়?,,, সর্দির লক্ষণ গুলো কি কি?,,, ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি।
ক্রমাগত ঋতু এবং আবহাওয়া পরিবর্তনের ফলে সর্দি-কাশি দেখা দিচ্ছে। তবে বড়দের তুলনায় ছোটদের সর্দি কাশি হলে তা মারাত্মক। সেজন্য ছোটদের অর্থাৎ বাচ্চাদের সর্দি কাশি হলে সচেতন থাকতে হবে। পাশাপাশি ছোট বাচ্চাদের সর্দি কাশি হলে করণীয় এবং লক্ষণসমূহ ও প্রতিকার সম্পর্কে জানার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য।
২ মাসের শিশুর সর্দি হলে করণীয়
আবহাওয়া পরিবর্তনের ফলে বিভিন্ন সময়ে শিশুদের সর্দি হয়। তবে দুই মাস বয়সী শিশুর সর্দি হলে যা করণীয় :-
→ শিশুকে বসবাসের স্থানের আবহাওয়া অনুযায়ী উষ্ণ রাখুন,,,
→ শিশুকে ঘনঘন বুকের দুধ খাওয়ান।
→ শিশুর নাক বন্ধ থাকলে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে শিশুর নাক পরিষ্কার করুন।
→ শিশুকে তরল জাতীয় ঘন ঘন স্বাভাবিক খাবার সমূহ খেতে দিন।
→ শিশুর সর্দির সাথে যদি কাছেও থাকে সে ক্ষেত্রে কুসুম গরম পানি খাওয়ান।
→ শিশুকে কুসুম গরম পানির সাথে তুলসী পাতা এবং লেবুর রস মিশিয়ে খেতে দিন।
শিশুর সর্দি হলে ঘুমানোর উপায়?
সর্দি হলে বাচ্চারা সুস্থ ও স্বাভাবিক ভাবে ঘুমাতে পারে না। ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়। তাই ঘুমানোর সময় বাচ্চাদের মাথা বালিশ বা অন্য কোন উঁচু কাপড়ের সাহায্যে উচু রাখার চেষ্টা করতে হবে।
যাতে করে উঁচু বালিশ বা উঁচু কাপড়ের সাহায্যে উঁচু করে রাখার ফলে বন্ধ নাকের জন্য বাচ্চার ঘুমাতে কোন অসুবিধা না সৃষ্টি হয়। নারিকেল তেল বা সর্ষের তেল দিয়ে ম্যাসেজ করলে আপনার বাচ্চা কাশি থেকে আরাম পাবে এবং স্বস্তিতে ঘুমাতে পারবে।
সর্দির লক্ষণ গুলো কি কি?
সর্দি হলে তার বিভিন্ন ধরনের লক্ষণ বা উপসর্গ রয়েছে। সর্দির লক্ষণসমূহ নিম্নে তুলে ধরা হলো :-
→ কাশি,,,
→ গলাব্যথা,,,
→ নাসাস্রাব,,
যেমন:- (নাক দিয়ে সর্দি-পানি পড়া) হাঁচি,,,
মাথাব্যথা,,,, এবং জ্বর।
→ অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সাত থেকে দশ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠা যায় তবে কিছু উপসর্গ ৩ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।
সর্দি হলে সর্দির উপসর্গসমূহ যদি তিন থেকে দশ দিনের মধ্যে দেখা না দিয়ে বরং তিন সপ্তাহ পর্যন্ত বজায় থাকে সে ক্ষেত্রে সাইনোসাইটিস হতে পারে।
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ২ মাসের শিশুর সর্দি হলে করণীয়,,শিশুর সর্দি হলে ঘুমানোর উপায়?,, সর্দির লক্ষণ গুলো কি কি?,, ইত্যাদি বিভিন্ন তথ্য জানিয়েছি।
আশা করি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা সর্দির করণীয়তা এবং লক্ষণ সময় জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন।