শিক্ষা

১ টন কত কেজি | 1 টন সমান কত কেজি

১ টন কত কেজি: পরিমাপের জন্য প্রথমত বিভিন্ন একক সম্পর্কে জানা প্রয়োজন। আন্তর্জাতিক কিছু একক রয়েছে আবার পাশাপাশি দেশ ভিত্তিকভাবে কিছু একক নির্ধারণ করে পণ্যের পরিমাপ করা হয়ে থাকে। 

অন্যের পরিমাপের ক্ষেত্রে অথবা বৈদেশিক বিভিন্ন মালামাল আনা নেওয়ার জন্য এক টন সমান কত কেজি এ সম্পর্কে বিভিন্ন তথ্য জানা খুবই প্রয়োজন। তাই আম আমরা আপনাদেরকে উক্ত পোস্টের মাধ্যমে পরিমাপের বিভিন্ন একক সম্পর্কে জানাচ্ছি। 

পরিমাপের প্রধান ও অন্যতম মাধ্যম হলো তার সঠিক মাপন ব্যবস্থা। তাই এমন কিছু পরিমাপের ব্যবস্থা রয়েছে যা আন্তর্জাতিকভাবে নির্দেশিত।  আবার পাশাপাশি এমন পরিমাপও রয়েছে যার মাধ্যমে দেশভিত্তিকভাবে নির্দিষ্ট দেশের পরিচালনা অনুযায়ী বিভিন্ন পণ্য পরিমাপ করা হয়ে থাকে। 

বাংলাদেশ থেকে বিভিন্ন মালামাল বৈদেশিক ভাবে বিক্রি করার ক্ষেত্রে আবার বৈদেশিক বিভিন্ন মালামাল দেশে আনার ক্ষেত্রে যে পরিমাপ ব্যবস্থাপরে পরিচালনায় করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় আন্তর্জাতিক পরিমাপ ব্যবস্থা। আর মধ্যে একটি হলো মেট্রিক টন বা টন হিসেবে মাপন ব্যবস্থা। 

১ টন কত কুইন্টাল

আমরা জানি,  

এক কেজি সমান ১০০০ গ্রাম, 

১০০ কেজি সমান এক কুইন্টাল, 

সুতরাং ১০ কুইন্টাল = (১০০×১০) কেজি, 

                                   = ১০০০ কেজি।

সুতরাং,, ১০ কুইন্টাল সমান ১০০০ কেজি, 

অর্থাৎ এক হাজার কেজি হলো ১ টন এর সমান। 

অর্থাৎ,  ১ টন = ১০০০ কেজি,,,

আমরা জানি ১ টন = ১০ কুইন্টাল। 

অর্থাৎ এক টন হলো ১০ কুইন্টাল এর সমান। 

১ টন  হলো:

১০০ কেজি = ১ কুইন্টাল,, 

তাই, ১০ কুইন্টাল = ১০০০ কেজি। 

সুতরাং,  ১ টন = ১০ কুইন্টাল। 

আরো পড়ুন: শব্দের ক্ষুদ্রতম একক কি? অংশকে কি বলে

১ টন কত কেজি | 1 টন সমান কত কেজি

আমরা জানি, এক টন সমান ১০০০ কেজি। 

এক টন সমান ১০০০ কেজি এটি আন্তর্জাতিকভাবে হিসাব পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে। 

আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী, আন্তর্জাতিক পরিমাপের এস আই পদ্ধতি অনুযায়ী মেট্রিকটনকে ১ মেট্রিক টন হিসেবে তুলে ধরা হয়। 

ওই হিসাব অনুযায়ী এক মেট্রিক টন সমান ১০০০ কেজি ধরে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 

তবে এস আই একক যখন শুরু হয়নি তখন ব্রিটিশরা,

পরিমাপ করার ক্ষেত্রে এক মেট্রিক টন = ১০০০ কেজি।

১ টন কত লিটার

শব্দটির তান শব্দ থেকে উৎপত্তিগতভাবে প্রকাশ পেয়েছে। টন শব্দটির অর্থ হল ধারণক্ষমতা সর্বোচ্চ। 

এ ধরনের পাত্র সাধারণত ইম্পেরিয়াল গ্যালন তরল ধারণ পদার্থ এগুলো আমেরিকার গলন পদ্ধতি হিসেবে 800 থেকে 900 লিটার হয়ে থাকে। 

তবে ইম্পেরিয়ালস তোর নামে যুক্তরাষ্ট্রে একটি একক প্রচলিত ছিল যা বর্তমানে বিলুপ্ত পায়। 

তবে এক টন পানি সাধারণত 1000 লিটারের সমান। 

আমরা জানি এক লিটার সমান  ৮০০ থেকে ৯০০ লিটার। 

তবে এক টন সমান ১০০০ লিটার। 

কেউ যদি এরকম জানতে চাই এক টন পাত্রে পানির পরিমাণ কত লিটার? 

তাহলে তার উত্তর হবে এক হাজার লিটার। 

এক টন সমান ১০০০ লিটার।

আরো পড়ুন: সালাত কাকে বলে? সালাত আদায়ের নিয়ম সমূহ

১ টন কত কেজি 1 টন সমান কত কেজি
১ টন কত কেজি 1 টন সমান কত কেজি

১ টন রড কত কেজি

সাধারণত রড ক্রয় বিক্রয় এর সময় রড কেজি হিসেবে বিক্রয় করা হয়। 

তাই ওজন মাপার ক্ষেত্রে ১ মেট্রিক টন সমান কত কেজি তা সম্পর্কে জানা জরুরী। 

ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন পরিবর্তিত বলতেসমূহ মাপার জন্য বিভিন্ন ধরনের মাপকাঠি ব্যবহার করা হয়ে থাকলেও আন্তর্জাতিকভাবে ব্যবসা-বাণিজ্য আদান-প্রদানের ক্ষেত্রে মেট্রিক টন এবং টন পদ্ধতির ব্যবহার করা হয়ে থাকে। 

তাই এক টন = ১০০০ কেজি। 

ছাড়াও যদি টনকে মণ হিসেবে  পরিমাপ করা যায় তাহলে দেখা যায়, 

১ টন=২৬.৭৯২৪১২ মণ,,,

অথবা, ১ টন=২৬.৭৯ মণ।

১ মেট্রিক টন কত কেজি | ১ মেট্রিক টন সমান কত কেজি

পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন এককের মত নেতৃত্ব একক কি ব্যবহার করা হয়ে থাকে। 

আন্তর্জাতিক পরিমাপের ক্ষেত্রে মেট্রিক টন এককটি বেশি হারে ব্যবহৃত হয়ে থাকে। 

এছাড়াও মেট্রিক টন এককে বিদেশ থেকে বিভিন্ন পণ্য আননেওয়াল কাজের এই এক একটি একটি আন্তর্জাতিক হিসেবে সকলের কাছে পরিচিত লাভ পেয়েছে। 

সাধারণভাবে আন্তর্জাতিকভাবে মেট্রিক টন এই পরিমাপের ক্ষেত্রে ১ মেট্রিক টন সমান ১ হাজার কেজি ধরা হয়। 

হবে যদি পাউন্ড এর হিসাব করা হয় তাহলে ১ মেট্রিক সমান সমান ২ হাজার ২০০৪ পাউন্ড এর সমতুল্য হয়ে থাকে। 

অর্থাৎ ম্যাট মেট্রিক টন সমান 1000 লিটার। 

অর্থাৎ এক মেট্রিক টন সমান ১০০০ কেজি, ইহা আন্তর্জাতিক পরিমাপের ক্ষেত্রে এবং বাংলাদেশের যে কোন পণ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

১০০০ কেজি সমান কত টন

বাংলাদেশে এবং ভারতে এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে ১০০০ কেজি সমান এক মেট্রিক টন বাটন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 

অনেক ক্ষেত্রে এক ডন কি এক হাজার কেজি হিসেবে উল্লেখ করা হয় কিন্তু আসলে এটি এক মেট্রিক টন হিসেবে সকলের কাছে পরিচিত লাভ না পেলেও এটি হিসেবের ক্ষেত্রে পরিচিত। 

অর্থাৎ বর্ণনা নেওয়া অথবা পণ্য মাপের ক্ষেত্রে ১ মেট্রিক টন কি এক হাজার কেজির সমান হিসেবে বিবেচনা করে। 

অর্থাৎ ১০০০ কেজি সমান হলো ১ টন অথবা এক মেট্রিক টন এর সমান হিসেবে। 

এক টন সমান ১ হাজার কেজি এটি আন্তর্জাতিক পরিমাপের একই একক হিসেবে পরিচিত। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে পরিমাপের বিভিন্ন তথ্য সহ এক নেতৃত্ব সমান কত কেজি বা কত লিটার ইত্যাদি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। 

১ মেট্রিক টন সম্পর্কে অথবা পরিমাপ সম্পর্কে যেকোনো তথ্য জানতে চাইলে তার যদি আমাদের পোস্টের মাধ্যমে জানতে পেরে থাকেন এবং আপনার প্রশ্নের সমাধান পেয়ে থাকেন অর্থাৎ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। 

আমাদের পোস্ট রিলেটেড আরো কিছু প্রশ্নের উত্তর নিচে দেয়া হলো :- 

১. 1 টন কত কেজি সমান?

= এক টন এক হাজার কেজির সমান। 

২. এক টন সমান কত কিলো?

= ১ টন = ১০১৬ কিলো।

৩. কত গ্রামে এক কুইন্টাল?

= ১০০০ গ্রামে ১ কুইন্টাল।

৪. ১০০০ গ্রাম সমান কত কেজি?

= ১০০০ গ্রাম সমান ১ কেজি। 

আরো পড়ুন: খাদ্য কাকে বলে? খাদ্য কি? খাদ্য উপাদান কয়টি ও কি কি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button