১০ টি অতিথি পাখির নাম – অতিথি পাখি কোন দেশ থেকে আসে
১০ টি অতিথি পাখির নাম: আজকের পোস্টটে ১০ টি অতিথি পাখির নাম? এবং অতিথি পাখির সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে নিয়ে হাজির হয়েছি। তাই এ সম্পর্কে জানতে চাইলে পোস্টটি শেষ পযন্ত পড়তে থাকুন।
১০ টি অতিথি পাখির নাম
১.পিনটেইল
২.কার্লিউ
৩.হেরন
৪.নিশাচর হেরন
৫.কাদাখোঁচা
৬.গায়ক রেন পাখি
৭.রাজসরালি
৮.গ্যাডওয়াল ক্য
৯.নরদাম সুবেলার
১০.কমন পোচার্ড।
পরিযায়ী পাখির নামের তালিকা
১.আব্দিমের মানিকজোড়
২.ইউরেশীয় সিঁথিহাঁস
৩.উত্তুরে ল্যাঞ্জাহাঁস
৪.উদয়ী মানিকজোড়
৫.কালাপাশ চুটকি
৬.কালো মানিকজোড়
৭.কালো হাঁস
৮.কালোঘাড় সারস
৯.কুড়া
১০.খয়েরি-ডানা পাপিয়া
১১.গিরিয়া হাঁস
১২.চখাচখি
১৩.চাতক
১৪/চিত্রা শালিক
১৫.চিত্রিত পি-উ
১৬.ডুবুরি (পাখি)
১৭.দাগি রাজহাঁস
১৮.দেশি মেটেহাঁস
১৯.ধলাটুপি পায়রা
২০.নিশি বক
২১.পাতি তিলিহাঁস
২২.পান্না কোকিল
২৩.পিয়াং হাঁস
২৪.ফুলুরি হাঁস
২৫.বড় সরালী
২৬.বালু নাকুটি
২৭.বৈকাল তিলিহাঁস
২৮.মাগুয়ারি মানিকজোড়
২৯.মান্দারিন হাঁস
৩০.রাঙ্গামুড়ি
৩১.লাল ঘুঘু
৩২.শাহ চখা
৩৩.সাইবেরিয়ান সারস
৩৪.স্মিউ হাঁস
৩৫.হ্যারিয়ার (পাখি)
বাংলাদেশের অতিথি পাখি
যখন কোনো অঞ্চল বসবাসের জন্য অনুপযোগী হয়ে ওঠে তখন পাখিরা দেশান্তরী হয়। একে বলা হয় পরিযায়ী বা অতিথি পাখি।
এই পৃথিবীতে পাখি আছে প্রায় পাঁচ লাখ প্রজাতির। এর মধ্যে বাংলাদেশে বসবাস করে থাকে ৭৪৪ প্রজাতির পাখি। আবার এই ৭৪৪ প্রজাতির মধ্যে প্রায় ৩০১টি বাংলাদেশে স্থায়ী ভাবে থাকে বলে এদের ‘আবাসিক’ পাখি বলা হয়।
কিছু কালীন সময় নিয়মিত ভাবে আসে প্রায় ১৭৬টি পাখি, যা বাংলাদেশের অতিথি পাখি হিসেবে গণ্য করা হয়। শীতকালে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পাখিদের দেখা যেত না নিজ দেশে।
এমন সময় থেকেই মানুষের ধারণা হয় যে শীতকালে পাখিরা পানির নিচে ডুব দিয়ে অথবা সরীসৃপের মতো গর্তে বসবাস করে থাকে। মানুষের এই ধারণা কে ভুল প্রমাণ করে দেয় বিজ্ঞানীরা। তারা দেখলো যে, শীতকালে পাখিরা এলে দেশান্তরী হয়ে থাকে।
যে সব পাখি শীতকালে শীতের হাত থেকে বাঁচতে ওদের নিজ দেশের চেয়ে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে চলে আসতে থাকে। তাদেরকে বলা হয় অতিথি পাখি অথবা পরিযায়ী পাখি।
প্রতিবছর শীতকালে দেখা যায় আমাদের দেশেও এরকম কিছু অতিথি পাখি আসতে থাকে। ওরা আসে মূলত হিমালয়ের পাদদেশ এবং রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে।
শীতের সময় আমাদের দেশে এমনি ভাবে অতিথি পাখিরা চলে আসে দলবেঁধে। হিমেল হাওয়ায় ভেসে আসা এসব অতিথি হাঁস বা সন্ধ্যায় নীড়ে ফেরা সরালির ঝাঁকের দিকে যদি কখনও যদি তাকান তাহলে,
দেখতে পাবেন ইংরেজি ভি অক্ষরের আকৃতিতে এগিয়ে চলছে কিছু পাখির দল।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে এবং বোটানিক্যাল গার্ডেনে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিদের দেখা যায়।
বাংলাদেশের অতিথি পাখির নামের তালিকা
১.পাতিহাঁস
২.রাজহাঁস
৩/নীলশির হাঁস
৪.পোষা হাঁস
৫.মাছরাঙা
৬.শালিক
৭.দোয়েল
৮.কোকিল
৯.চড়ুই
১০.টিয়া
১১.বালি হাঁস
১২.লেঞ্জা হাঁস
১৩.পাতারি হাঁস
১৪.বৈকাল হাঁস
১৫. গিরিয়া হাঁস
১৬.ধূসর রাজহাঁস
১৭. ভূতি হাঁস
১৮.চিতি হাঁস
১৯.বারো ভূতি হাঁস
২০.বৌমুনিয়া হাঁস
এগুলো হলো অতিথি হাঁসের নাম আবার কতোগুলো অতিথি কবুতর রয়েছে।
১.জাল কবুতর,
২.গঙ্গা কবুতর।
বাংলাদেশে এমন অনেক ধরনের অতিথি পাখি দেখা যায়।
অতিথি পাখি কোন দেশ থেকে আসে
বাংলাদেশের নানা প্রান্তে দেখা যায় অতিথি পাখিদের। এসব অতিথি পাখির আওয়াজে মুখর থাকে পুরো প্রকৃতি। এক মোহনীয় রূপ ধারণ করে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা।
দেশে অতিথি হয়ে আসে যেসব পাখি- সোনাজঙ্গ, খুরুলে, কুনচুষী, হরিয়াল, দুর্গা, টুনটুনি, রাজশকুন, বাতারণ, শাবাজ, জলপিপি, ল্যাঞ্জা, লালবন মোরগ, তিলে ময়না, রামঘুঘু, জঙ্গি বটের, ধূসর বটের, হলদে খঞ্চনা, কুলাউ , বৈকাল হাঁস, বালিহাঁস, চিতি হাঁস, ভূতি হাঁস, চিনাহাঁস , রাজহাঁস, গিরিয়া হাঁস, গাংকবুতর ইত্যাদি প্রধান।
বাংলাদেশে অতিথি পাখিরা এসে থাকে মূলত উত্তর মেরু, ইউরোপ, সাইবেরিয়াসহ আবার রাশিয়ার বিভিন্ন অঞ্চল, মঙ্গোলিয়া ও হিমালয়ের পাদদেশ থেকে।
এই পোস্টটির মাধ্যমে ১০ টি অতিথি পাখির নাম? ও অতিথি পাখি সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।