সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী সুপ্রিয় পাঠক বৃন্দ আসসালামু আলাইকুম,, যাতায়াতের পথকে সহজ করার জন্য ট্রেনে চলাচল অন্যতম। সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার সময় মেইল ট্রেনসহ দুইটি আন্তঃনগর ট্রেন রয়েছে যেগুলো চলাচল করে।
চট্টগ্রাম থেকে সিলেটে ট্রেনে চলাচলের জন্য অবশ্যই টিকেট মূল্য এবং ট্রেনের সময়সূচি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য উক্ত পোস্টে আমরা আপনাদেরকে সিলেট থেকে চট্টগ্রামে ট্রেনে চলাচলের সময়সূচি এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানাচ্ছি।
ঈদ যাত্রা থেকে শুরু করে বিভিন্ন সময় যাতায়াতের পথকে সহজ করার জন্য অনেকে ট্রেনে যাত্রা করে। তবে ট্রেনে যাত্রার সময় ট্রেন চলাচলের সময়সূচি পাশাপাশি আসন বিন্যাসের ওপর ভাড়া তালিকা সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে।
যারা চট্টগ্রাম থেকে সিলেটে কিংবা সিলেট থেকে চট্টগ্রামে চলাচল করে তাদের জন্য সিলেটে যে সকল ট্রেন চলাচল করে তাদের ভাড়ার মূল্য তালিকা এবং সময়সূচী সম্পর্কে জানতে হবে।
চট্টগ্রাম টু সিলেট ট্রেনের নামের তালিকা সমূহ
চট্টগ্রাম টু সিলেট ট্রেনে চলাচলের ক্ষেত্রে দুইটি আন্তঃনগর ট্রেন সপ্তাহের ৭ দিন চলাচল করে। চট্টগ্রাম থেকে সিলেটে ট্রেনে যাতায়াতকারী যে দুইটি ট্রেন চলাচল করে সপ্তাহের প্রতিদিন, আন্তঃনগরের সে ট্রেন দুটি হলো:-
১. ( আন্ত: নগর ট্রেন) উদয়ন এক্সপ্রেস ( ৭২৪),,
২. ( আন্ত: নগর ট্রেন) পাহাড়িয়া এক্সপ্রেস (৭২০),,
নির্দিষ্ট ছুটি ব্যতীত সপ্তাহের সাত দিন চট্টগ্রাম টু সিলেট রুটে চলাচল করে।
চট্টগ্রাম টু সিলেট ট্রেনের বিরতি স্টেশন সমূহ
চট্টগ্রাম থেকে সিলেটের ট্রেনে চলাচলের ক্ষেত্রে ট্রেনের বিরতি স্টেশন রয়েছে। চট্টগ্রাম টু সিলেট রুটে আন্ত: নগর ট্রেন) উদয়ন এক্সপ্রেস ( ৭২৪),, এবং ( আন্ত: নগর ট্রেন) পাহাড়িয়া এক্সপ্রেস (৭২০),, ট্রেন দুটি চলাচল করে। চট্টগ্রাম টু সিলেট ট্রেনে চলাচলের সময় বিরোধী স্টেশনগুলো নিম্নরুপ:-
চট্টগ্রাম টু সিলেট ট্রেনের বিরতি স্টেশন |
সিলেট |
মাইজগাও |
কুলাউড়া |
শমশেরনগর |
ভানুগাছ |
শ্রীমঙ্গল |
শায়েস্তা গন্জ |
নয়াপাড়া |
হড়িশপুর |
আখাউড়া |
কসবা |
কুমিল্লা |
লাকসাম |
নাঙ্গলকোট |
ফেনী |
চট্টগ্রাম |
উল্লিখিত স্থান গুলো হলো চট্রগ্রাম থেকে সিলেট চলাচলে ট্রেনের বিরতি স্টেশন সমূহ।
চট্টগ্রাম টু সিলেট আন্তঃনগর ট্রেনের সময়সূচি
চট্রগ্রাম টু সিলেট আন্ত: নগর ২ টি ট্রেন আসা যাওয়া করে। ট্রেনের যাতায়াতের সময়সূচি হলো:-
ট্রেনের নাম | ট্রেন নাম্বার | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
পাহাড়িয়া এক্সপ্রেস | ট্রেন নাম্বার:- ৭২০ | ছাড়ার সময়:- ১০:১৫ | পৌঁছানোর সময়:- ১৯:৩৫ |
উদয় এক্সপ্রেস | ট্রেন নাম্বার:- ৭২৪ | ছাড়ার সময়:- ২১: ৪০ | পৌঁছানোর সময়:- ০৬:০০ |
চট্টগ্রাম টু সিলেট মেইল ট্রেনের সময়সূচি
চট্টগ্রাম টু সিলেটে একটি মাত্র মেইল ট্রেন চলাচল করে। সেই ট্রেনটি হল জালালাবাদ এক্সপ্রেস। জালালাবাদ এক্সপ্রেস নিয়মিত চট্টগ্রাম টু সিলেট রুটে চলাচল করে। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি সকাল 11 টায় সিলেটে গিয়ে পৌঁছায়।
অর্থাৎ চট্টগ্রাম থেকে মেইল ট্রেন হিসেবে যে জালালাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন চলাচল করে তার সময়সূচী—
ট্রেনের নাম:- জালালাবাদ এক্সপ্রেস ; ছাড়ার সময়:- সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে,, পৌঁছানোর সময়:- সকাল ১১ টা।
চট্টগ্রাম টু সিলেট ট্রেনের ভাড়ার বা টিকিটের মূল্য সমূহ
চট্রগ্রাম টু সিলেটে যে সকল ট্রেনগুলো চলাচল করে সেগুলোর টিকেট মূল্য ট্রেনের আসনের উপর ভিত্তি করে নির্ধারিত।
চট্টগ্রাম থেকে সিলেটে যাত্রার ক্ষেত্রে ট্রেনে চলাচলে আসনের উপর ভিত্তি করে টিকেট মূল্যসমূহ নিম্নে তুলে ধরা হলো :-
আসন | টিকেট মূল্য |
আসন:- এসি এস | টিকেট মূল্য:- ৮৫৭ টাকা |
আসন:- স্নিগ্ধা | টিকেট মূল্য:- ৭১৯ টাকা |
আসন:- শোভন চেয়ার | টিকেট মূল্য :- ৩৭৫ টাকা |
আসন:- প্রথম চেয়ার | টিকেট মূল্য :- ৫০০ টাকা |
আসন:- শোভন | টিকেট মূল্য:- ৩১৫ টাকা। |
উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সিলেট থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানিয়েছি। আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা সিলেট থেকে চট্টগ্রামে ট্রেনে যাতায়াতের জন্য ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন।