সাধারণ জ্ঞান

সামাজিক উপাদান কাকে বলে? সামাজিক উপাদান কি কি

সামাজিক উপাদান কাকে বলে: একটি সমাজ গড়ে তোলার জন্য এবং সমাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের সামাজিক উপাদানের প্রয়োজন হয়। 

সামাজিক উপাদান এবং সমাজের সুন্দর গঠনের উপর ভিত্তি করে সামাজিক উপাদানের গুণগত মানসমূহ। এজন্য উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সামাজিক উপাদান সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি। 

মানুষ সামাজিক জীব।  সামাজিকভাবে সমাজে টিকে থাকার জন্য মানুষের বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। এজন্য সকলকে মানুষের প্রয়োজনীয় সামাজিক উপাদানসমূহ সম্পর্কে জানতে হবে।

আবার, যে উপাদানসমূহ মানব জীবনে গুরুত্বপূর্ণ সে সম্পর্কে যতভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং মানব জীবনের তা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। 

সামাজিক উপাদান কি কি

সামাজিক উপাদান বিভিন্ন ধরনের হতে পারে। এমনি কিছু সামাজিক উপাদান তুলে ধরা হলো :-

জনগণের ঘনত্ব,,,

এর বৈশিষ্ট্য,,,,

সংমিশ্রণ,,, 

পরিবাসন আন্দোলন,,,

সমাজের বিকাশ,

নগর বিতরণ,,,,

সংস্কৃতি,,,

প্রাকৃতিক উপাদান,,,

প্রাণীজ উদ্ভিদ,,,,

ত্রাণ,,, 

জনসংখ্যার আকার,,,

জনসংখ্যা রচনা,,,, 

লিঙ্গ,,,

বর্ণ,, 

ভাষা,,,, 

সংস্কৃতি,,,

কৃষি ও শিল্প কাঠামো,,,  ইত্যাদি। 

সামাজিক উপাদান কাকে বলে

সামাজিকভাবে মানুষের বসবাস উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য একটি সমাজকে আদর্শ সমাজ এবং যে উপাদানগুলোর সমন্বয়ে সুন্দর ও সুষ্ঠু একটি পরিবেশ তৈরি করা যায়,সে সকল উপাদান সমূহে সামাজিক পরিবেশের উপাদান বা সামাজিক উপাদান বলে। 

একটি সুন্দর ও সাবলীল পরিবেশ নির্ণয় করার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে সমাজের যে সকল উপাদান সমূহ প্রয়োগ করা হয় সে সকল উপাদান সমূহ কে সামাজিক উপাদান বলে। 

সামাজিক উপাদান কাকে বলে সামাজিক উপাদান কি কি
সামাজিক উপাদান কাকে বলে সামাজিক উপাদান কি কি

সামাজিক পরিবেশ কাকে বলে

দেশের সমাজের অথবা জাতির  সংখ্যা, দৃষ্টিভঙ্গি, মতামত, রীতিনীতি, শিক্ষা, সংস্কৃতি, চিন্তা- চেতনা, ধর্ম, বিশ্বাস, জীবন শৈলী, দেশীয় ঐতিহ্য ইত্যাদি সবমিলিয়ে যে পারসিকতা তৈরি হয় তাকে সামাজিক পরিবেশ বলে। অন্যভাবে বলা যায় সামাজিক পরিবেশ হলো এমন একটি অবস্থা যেখানে মানুষের বহুমুখী জীবনের ধারা ফুটে উঠে। 

এছাড়াও মানুষের জীবনে তাগিদে বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি পারিপার্শিক বিষয় সমূহের সংগঠন ও সম্পর্ক নিয়ে রচনা তৈরি করার বিভিন্ন মাধ্যমকে সামাজিক পরিবেশ বলে। 

সামাজিক পরিবেশের উপাদান সমূহ

সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ রয়েছে। সামাজিক পরিবেশ এর বিভিন্ন উপাদান সমূহ নিম্নে তুলে ধরা হলো :-

ক্লাব,,,,,

সমিতি,,,, 

শিক্ষা প্রতিষ্ঠান,,,,,

মন্দির,,,,

মসজিদ,,,,

গীর্জা,,,, 

নাট্যসমিতি,,,,

সাহিত্য ও বিতর্কসভা,,,,

লেখক সমিতি,,, 

ইত্যাদি।

এছাড়া উৎসবমুখর অথবা সামাজিক উপাদানের বেশ কিছু ঐতিহ্যমূলক কর্মকান্ড রয়েছে। যমন:-

  •  টাঙ্গাইলের চমচম,,, 
  •  তাঁতের শাড়ি,,, 
  •  পহেলা বৈশাখ→ উপলক্ষে দেশীয় পন্যে→
  •  শাড়ি,,, পিঠা প্রভৃতি।

আরো পড়ুন: সামাজিক পরিবর্তন কাকে বলে

এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সামাজিক উপাদান সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। 

আশা করি, সামাজিক উপাদান সম্পর্কে যে সকল তথ্য জানতে চান অথবা জানতে চেয়েছেন তা আমাদের পোস্টের মাধ্যমে যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button