শারমিন নামের অর্থ কি, বাংলা আরবি ও ইসলামি জেনে নেই
শারমিন নামের বাংলা: শারমিন নামের বাংলা, ইসলামি ও আরবি অর্থ কি জেনে নেই আপনারা অনেকে আমাদের কাছে শারমিন নামের অর্থ কি এবং শারমিন নামের ইসলামিক অর্থ কি শারমিন নামের বাংলা অর্থ কি এসব জানতে চেয়েছেন।
তো আজ আমরা আপনাদের শারমিন নামের অর্থ অন্যান্য অজানা বিষয়গুলো সম্পর্কে জানাবো।
শারমিন নামটি নিঃসন্দেহে অনেক সুন্দর একটি নাম এবং আমাদের দেশে এই নামটা বেশ জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটি একটা আধুনিক ও উচ্চারণের অভিজাত্যর লক্ষণ বিদ্যামান।
তাই বলব শারমিন নামটি আপনার আপনজনের সন্তানের জন্য এবং আপনার সন্তানের জন্য অবশ্যই ইসলামিক অর্থ আগে জেনে নেওয়া ভালো তো পোস্টটি সম্পূর্ণভাবে পড়ুন তাহলে বিস্তারিত জানতে।
শারমিন নামের বাংলা, ইসলামি ও আরবি অর্থ কি জেনে নেই শারমিন নামটি মেয়েদের নাম হিসেবে রাখা হয়। বাংলাদেশের প্রায় অনেক মেয়ের নামি শারমিন রাখা হয়েছে। শারমিন নামটা আধুনিক এবং স্টাইলিশ একটা নাম।
শারমিন নামের অর্থ হলো নম্র ভদ্র লাজুক ও বিনয়ী ও চরিত্রবান। শারমিন নামের আরবি অর্থ হল লাজুক বিনয় ভদ্র নম্র। তো আপনি চাইলে আপনার মেয়ের নামও শারমিন রাখতে পারেন।
শারমিন নামের অর্থ কি | শারমিন নামের বাংলা অর্থ কি
শারমিন নামের অর্থ হচ্ছে সৌন্দর্য সুপারিশ করা। এবং এছাড়াও শারমিন নামের অন্য একটি প্রতিশব্দ হলো সৌন্দর্য সুখ। তবে শারমিন নামের আরবি অর্থটা অবশ্যই ভিন্ন রকমের।
শারমিন নামের বাংলা অর্থ হল সুন্দর্যের সুপারিশ করা আবার কোন কোন ক্ষেত্রে আরবি ভাষায় শারমিন নামের অর্থ হিসেবে সৌন্দর্য ও সুখ হিসেবেও বোঝানো হয়েছে অনেক জায়গায়।
আপনি চাইলে আপনার সন্তানের নাম শারমিন রাখতে পারেন শারমিন নামটা অনেক সুন্দর একটা নাম এবং মন মুগ্ধ করা একটা নাম।এই নামটা প্রায় সব দেশেই আছে শুধু যে বাংলাদেশে তাই না এটা বাইরের কান্ট্রিতেও এই নামটা অনেক জনপ্রিয় ।
শারমিন নামের ইসলামিক অর্থ কি
শারমিন নামের ইসলামিক অর্থ হচ্ছে, লাজুক বিনয় নম্র ভদ্র।শারমিন নামটি সাধারণত মেয়েদের নাম রাখা হয়।শারমিন নামটা অনেক সুন্দর একটা নাম এবং শারমিন নামের অর্থটাও সুন্দর।আপনারা চাইলে আপনার সন্তানের নাম শারমিন রাখতে পারেন।
ইসলামিক শরীয়তে আমাদের সন্তানের নাম অবশ্যই ইসলামিক বা আরবি অর্থ জেনে রাখা দরকার। কেননা আল্লাহতায়ালা বলেছেন তোমার সন্তানের নাম ইসলামের শরীয়তে রাখো। আমরা
যদি ইসলামী শরীয়তে আমাদের সন্তানের নাম রাখি। তাহলে সেই নামের উসিলায় আল্লাহ তা’আলা জান্নাত দান করবেন।
শারমিন নামের আরবি অর্থ কি
শারমিন নামের আরবি অর্থ হচ্ছে, লাজুক এবং নম্র।যেহেতু শারমিন নামটি আরবি ভাষা থেকে এসেছে। তাই আরবি ভাষাতেও নিশ্চয়ই একটা অর্থ আছে । শারমিন নামটা অনেক সুন্দর একটা
নাম এবং শারমিন নামের মেয়েরা অনেক শান্তশিষ্ট এবং মেধাবী হয়।শারমিন নামের মেয়েরা অনেক বুদ্ধিমতি এবং ভদ্র এবং লাজুক টাইপের মেয়ে হয়ে থাকে।শারমিন নামটা শুধু মেয়েদের ক্ষেত্রেই হবে।
ছেলেদের ক্ষেত্রে হবেনা। তো আপনার সন্তানের নাম চাইলে শারমিন নামটা রাখতে পারেন এই নামের ভিতর একটা মিষ্টি মিষ্টি ভাব আছে।
শারমিন কি ইসলামিক নাম
শারমিন নাম কি ইসলামিক নাম, হ্যা অবশ্যই শারমিন নামটি ইসলামিক নাম।শারমিন নামটি ইসলামিক নাম এবং এটি মূলত আরবি শব্দ থেকে এই নামটি এসেছে।
আমাদের সন্তান জন্ম হওয়ার পর যেহেতু আমরা মুসলিম এই জন্য আমরা ইসলামিক এবং আরবি এর ভিতর নাম খুঁজি। সেইসব বাবা-মাদের বলব আপনারা চাইলে কিন্তু শারমিন নামটা রাখতে পারেন এই নামটা ইসলামিক এবং আরবির
ভিতরেই। অনেক সুন্দর একটা নাম এবং মন মুগ্ধ করা একটা নাম শারমিন নামের মত নাম হয় না।আল্লাহতালা বলেছেন তোমাদের সন্তান জন্ম হওয়ার পর অবশ্যই তোমরা ইসলামিক শরীয়তে নাম রাখো।
শারমিন কি আরবি নাম
শারমিন নামটা কি আরবি নাম, হ্যা অবশ্যই শারমিন নামটা আরবি নাম। শারমিন নামটা অনেক সুন্দর একটা নাম এবং একটা আধুনিক নাম। শারমিন নামটা বাংলাদেশী অনেক জনপ্রিয় একটা নাম। এই শারমিন নামের মেয়েরা অনেক
সুন্দর হয় এবং মা-বাবার কথা শুনে মেধাবী স্টুডেন্ট হয়। এজন্য সেই সব বাবা মাকে বলবো আপনার নবজাতক সন্তানের নাম শারমিন রাখতে পারেন।শারমিন নামটা শুধু মেয়েদের ক্ষেত্রে হবে।
শারমিন নামের বিখ্যাত ব্যক্তি
শারমিন নামের বিখ্যাত ব্যক্তি কি হচ্ছে,বাংলাদেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তিনি হলেন বাংলাদেশের একজন বলিষ্ঠ রাজনীতিবি।
২০১৩ সালের ৩০ই এপ্রিল তিনি নবম জাতীয় সংসদে বাংলাদেশের সর্ব ঘনিষ্ঠ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
তিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশী সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।ডক্টর শিরীন শারমিন চৌধুরী ব্যতীত শারমিন নামের অন্য কোন বিখ্যাত ব্যক্তির নামের সন্ধান পাওয়া যায়নি।
শারমিন নামটি বাংলাদেশের বহুল ব্যবহৃত এবং একটি জনপ্রিয় নাম। অধিক প্রচলিত হওয়ার অনেকেই এখন এটিকে কন্যা সন্তানের মূল নাম হিসেবে রাখতে না চাইলেও উপনাম হিসেবে এর জনপ্রিয়তা কিন্তু কমেনি।
এছাড়া নামটি সুন্দর অর্থপূর্ণ এর উচ্চারণও সহজ তাই আপনার কন্যা সন্তানের ক্ষেত্রে এই নামটি রাখতে পারেনা।
আরো পড়ুন: অ দিয়ে মেয়েদের আধুনিক নাম
তো আজকের এই পোষ্টের মাধ্যমে উনাদের বিস্তারিত জানাতে পেরেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের মন্তব্য প্রকাশ করবেন।আর কোন সমস্যা যদি হয় তাহলে কমটির মাধ্যমে জানাবেন আমরা সেটা ঠিক করে দেব।