শিক্ষা

শব্দ কী? উৎস শব্দ অনুসারে কত প্রকার ও কি কি? উদাহরণসহ ব্যাখ্যা

শব্দ কী :- (আসসালামু আলাইকুম) আমাদের ওয়েবসাইটের শব্দ রিলেটেড উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে শব্দ কাকে বলে এবং উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার ও কি কি তা উদাহরণসহ আলোচনা করার মাধ্যমে জানাচ্ছি। 

বাংলা ব্যাকরণে ব্যাকরণের বিভিন্ন অংশ রয়েছে। ব্যাকরণের বিভিন্ন অংশের মধ্যে এবং একটি বাক্য গঠনের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হল শব্দ।

পাশাপাশি শব্দ কিভাবে গঠন করা হয় এই সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। শব্দ কাকে বলে এবং উৎপত্তি অনুসারে শব্দকে কত ভাগে ভাগ করা যায় এবং প্রকারভেদ সমূহ ও উদাহরণ সমূহ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। 

শব্দ কী

কয়েকটি বর্ণ একত্রে মিলিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। 

যথা:- আম, বই, কলম । 

এখানে আম লিখতে ‘আ’ ও ‘ম’ এ ২টি বর্ণ লিখিত হয়েছে। যদি কয়েকটি বর্ণ পরস্পর মিলিত হওয়ার মাধ্যমে কোন একটি অর্থ প্রকাশ করে তাহলে মিলিত বর্ণসমূহকে শব্দ বলে। 

উৎস শব্দ অনুসারে কত প্রকার ও কি কি

বর্তমানে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দসমূহকে  উৎপত্তি অনুসারে পাঁচ ভাগে ভাগ করা যায়।

যথা:-

১. তৎসম শব্দ,,,

২. অর্ধ তৎসম শব্দ,,,

৩. তদ্ভব শব্দ,,,

৪.  দেশি শব্দ,,,,

৫. বিদেশি শব্দ ।

১. তৎসম শব্দ :- যেসব সংস্কৃত শব্দ অবিকলভাবে বাংলা ভাষায় ব্যবহার হয়ে আসছে, এগুলোকে তৎসম শব্দ বলে। 

যেমন:- চন্দ্র, ধর্ম, মন্দির ইত্যাদি। 

২.অর্ধতৎসম শব্দ :- যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহার হয়ে আসছে, তাদের অর্ধতৎসম শব্দ বলে।

যেমন:- গ্রাম, গৃহিণী, জোছনা । 

৩. তদ্ভব শব্দ :-

যেসব সংস্কৃত শব্দ প্রাকৃত ভাষার মধ্য দিয়ে লোকমুখে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে, তাদের তদ্ভব শব্দ বলে । যেমন:- চন্দ্ৰ,, হস্ত,, কাৰ্য্য,, প্রাকৃত,, চন্দ,, হস্থ কার্য,, চাঁদ,, হাত,,, কাজ, ইত্যাদি।

৪. দেশি শব্দ :- প্রাচীনকাল থেকে এ দেশের লোকমুখে সচরাচর যেসব শব্দ ব্যবহৃত হয়ে বাংলা ভাষায় স্থান দখল করে নিয়েছে, তাদের দেশি শব্দ বলে। 

যেমন:- কুলা, মই, ঢেঁকি, ধূতি ইত্যাদি।

শব্দ কী উৎস শব্দ অনুসারে কত প্রকার ও কি কি
শব্দ কী উৎস শব্দ অনুসারে কত প্রকার ও কি কি

৫. বিদেশি শব্দ :- যেসব শব্দ বিদেশি ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় ব্যবহার হয়ে আসছে, তাদের বিদেশি শব্দ বলে।

 যেমন:- 

  • আরবী শব্দ:-আল্লাহ, আজান, কিতাব ও কাফির ইত্যাদি।
  • ফার্সি শব্দ :- আসমান, জমিন, ফেরেশতা, বেহেশত ইত্যাদি।
  • ইংরেজি শব্দ :-চেয়ার, টেবিল, ট্রেন, স্কুল, কলেজ ইত্যাদি।
  • চীনা শব্দ : চা, চিনি ও লুসি ইত্যাদি।
  • পর্তুগিজ শব্দ:- আচার, কফি ও বোতাম ইত্যাদি।

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে শব্দ রিলেটেড বিভিন্ন তথ্য যেমন শব্দ কাকে বলে এবং শব্দের প্রকারভেদ উদাহরণসহ জানানোর চেষ্টা করেছি। 

আশা করি,,  শব্দ সম্পর্কে যে সকল তথ্য বা যে সকল প্রশ্নের উত্তর সম্পর্কে আপনি জানতে চান অথবা জানতে চেয়েছেন তা আমাদের যথাযথভাবে জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button