মেয়েদের সাথে কথা: আজকে এই পোস্টটির মাধ্যমে মেয়েদের সাথে কথা বলার টিপস? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, তাই স্কিপ না করে পড়তে থাকুন।
মেয়েদের সাথে কথা বলার টিপস
১.আইডিতে এড হবার সাথে সাথে কোনো ধরণের টেক্সট করবেন না। অন্তত একমাস আইডি ফলো করে রাখবেন পোস্টে রিএ্যাক্ট কমেন্ট করবেন যখন মোটামুটি একটা ফেইসভ্যালু ক্রিয়েট হবে এবং একদিন কোন পোস্টের সূত্র ধরে নক দিবেন।
২. মেসেজ করেই সরাসরি ইন্টারভিউ নিতে যাবেন না,শুরুর দিকে যতোটা সম্ভব ফানি কনভারসেশন করতে হবে, মোটামুটি একটা সম্পর্ক হওয়ার পরে আস্তে আস্তে ব্যাক্তিগত ব্যাপারে শুনতে চেষ্টা করবেন।
৩. হাই হ্যালো কি করেন,খাইছেন কিনা ঘুমাইছেন কিনা ইত্যাদি ফালতু টাইপ কথা কম বলবেন এতে মেয়েরা বিরক্তবোধ হয়,কথা বলাও বন্ধ করে দিতে পারে।
অপরিচিত মেয়েদের সাথে কথা বলার টেকনিক
যে কোন মেয়ের সাথে কথা বলার প্রথম দিনই তার সাথে কথা বলা শেষ করে তাকে বাই বলার আগ মুহূর্তে তাকে বলবেন- আপনার সাথে কথা বলে এই দিনটাকে একদম স্পেশাল মনে হলো।
জীবনে চলার পথে প্রতিদিন অনেক মানুষের সাথে পরিচিতি ওই। কিন্তু সবার কথা ব্রেনে স্মরন থাকে না। যদি কোন অপরিচিত মেয়ের সাথে কথা বলে আপনার মনে হয় তার সাথে কথা বলার সময় মেয়েটি আপনার প্রতি অনেক আগ্রহ দেখাচ্ছে।
মেয়েটির হাফ ভাব দেখে মনে হচ্ছে আর মেয়েটি হয়তো পটে যাবে। তাহলে মেয়েটির সাথে কথা বলা শেষে আপনি তাকে এই কথাটি বলতে পারেন লোকে অপরিচিত মানুষের সাথে পরিচিত হলে মোবাইল নাম্বার তার ফেসবুক আইডি নেয়। কিন্তু তুমি তো দেখি আমার মনটা জয় করলে।
অপরিচিত মেয়েদের সাথে কথা বলার নিয়ম
অনলাইনে কোনো মেয়ের সাথে প্রথমবার কথা শুরু করতে চাইলে সুদু মাত্র হাই, হ্যালো দিয়ে কথা শুরু না করে অবশ্যই কোনো না কোনো বাহানা দিয়ে কথা শুরু করুন।
মেয়েটি যদি আপনার সাথে একই সাথে পড়ে তখন আপনি মেয়েটির থেকে পড়াশোনার সম্পর্কে কোনো একটা হেল্প অথবা কিছু একটা তথ্যের বাহানায় মেয়েটার সাথে কথাবলা শুরু করলেন। দেখবেন এমন আলাপ জমতে থাকবে যে কোথাকার জল কোথায় গড়াবে সে নিজেও টের পাবেনা।
তাই যে কোনো মেয়ের সাথে প্রথমবার কথা বলার সময় নিজের ব্রেনটাকে একটু কাজে লাগাবেন এবং ভালো একটি বাহানা খুঁজে বার করবেন। তার পর সেই বাহানাটা নিয়েই মেয়েটার সাথে কথা বলবেন।
মেয়েদের সাথে রোমান্টিক কথা বলার কৌশল
বন্ধুরা, আপনি যখন আপনার Gf এর সামনে আসেন বা কল করেন, সরাসরি রোমান্টিক কাজ ভুলেও করবেন না, যদি আপনি এটি করেন তবে আপনার
Gf আপনার উপর রাগ করতে পারে, সে আপনার সম্মানও অনেক কমিয়ে দেবে কারণ সরাসরি এই ধরনের কাজ করলে আপনার Gf হবে। সরল ব্যক্তি হিসাবে বিবেচনা করুন যা আপনার সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে।
আপনি যদি এভাবে কথা বলতে চান, তাহলে প্রথমে তাদের সাথে স্বাভাবিক কথা বলুন, তাদের ভালোর কথা জিজ্ঞেস করুন, তারপর ভালোবেসে কথা বলার চেষ্টা করুন যাতে তারা পছন্দ করে, তারপর আপনি ধীরে ধীরে রোমান্টিক কথা বলা শুরু করতে পারেন, যদি আপনার জিএফ রোমান্টিক কথার উত্তর দেয়।
মেয়েদের সাথে কিভাবে প্রেম করতে হয়?
প্রিয় মানুষটির মন জয় করবেন আর তার দিকে খেয়াল রাখবেন না, তা তো হয় না। তাই তাঁর প্রতিটি বিষয়ে বিশেষ ভাবে খেয়াল করুন।
তাঁর পোশাকটি সুন্দর হয়েছে এমন মন্তব্য করুন। পোশাকের সাথে তাঁর কানের দুল বেশ ম্যাচ করেছে তাও বলুন। আপনার এই প্রতিটি ছোট ছোট কিছু মনযোগ আপনার দিকে তাঁর মনযোগ বাড়িয়ে দিবে।
আপনি তাকে রাজি করানোর চেষ্টা করেছেন, তিনিও রাজি হয়েছেন। এক আধবার ডেটেও গেলেন। ডেটে যাওয়ার জন্য তাকে বারবার বলবেন না।
কখনও কখনও ডেটে যাওয়ার প্রস্তাব তাঁর দিক থেকেও আসতে দিন। এমন প্রস্তাব আসলেই আবার আনন্দে লাফালাফি করবেন না। একটু ভাব দেখান। তবে বারবার আবার না করবেন না। তাহলে হয়তো কখনো আপনাকে ডিনারের আমন্ত্রণ নাও দিতে পারে!
আজকে এই পোস্টটির মাধ্যমে মেয়েদের সাথে কথা বলার টিপস? সে বিষয়ে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তবে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।