ভূমিক্ষয় কি? ভূমিক্ষয় কাকে বলে? ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ
ভূমিক্ষয় কি: অতিরিক্ত বন্যা হলে, পাহাড় বা উঁচু জায়গার মাটি ঢলে গেলে, প্রবল স্রোতের প্রভাবে এক জায়গায় মাটি অন্য জায়গায় চলে গেলে, কোথাও আমার কি গোলে স্থানচ্যুত হলে তাই হলো ভূমি ক্ষয়।
ভূমিক্ষয় কাকে বলে
- প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে অথবা বিভিন্ন ঝড়ের কারণে পাহাড় নদী অথবা খানের বিভিন্ন অংশের
- মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেলে তাকে ভূমি ক্ষয় বলা হয়।
- বমি ক্ষয় হলে সে ক্ষেত্রে শুধুমাত্র মাটির উপর প্রভাব বিস্তার করে এবং
- মাটির হয় ক্ষতি হয় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং মাটির গুনাগুন নষ্ট হয়ে যায়।
আরো পড়ুন: তৃণভূমি কাকে বলে?
ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ
ভূমিক্ষয় এর উপর ভিত্তি করে ভূমিকায় কে দুই ভাগে ভাগ করা যায়।
১. ত্বরান্বিত ভূমিক্ষয় বা কৃত্রিমভাবে ভূমিক্ষয় হওয়া,,,
২. প্রাকৃতিক ভূমিক্ষয় অথবা ভূতাত্ত্বিক ভূমি হয়,,,,
১. ত্বরান্বিত ভূমিক্ষয় বা কৃত্রিমভাবে ভূমিক্ষয় হওয়া:-
মানুষের নির্দিষ্ট কোন প্রয়োজনে অথবা অসামাজিক কার্যক্রমের ক্ষেত্রে যে ভূমিক্ষয় হয়ে তাকে বা বোমের মাকে এক স্থান
থেকে অন্য স্থানে তোরা নিত করা হয়ে থাকে তাকে ত্বরান্বিত ভূমিক্ষয় বা কৃত্রিমভাবে ভূমি ক্ষয় হয় বলা হয়।
২. প্রাকৃতিক ভূমিক্ষয় অথবা ভূতাত্ত্বিক ভূমি হয়:-
প্রাকৃতিক ভূমিকা সাধারণত দুই শ্রেণীর :-
*পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,
*বায়ুজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,
আরো পড়ুন: প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে?
পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়কে আবার চারভাগে ভাগ করা যায়। এগুলো হলো :-
- * ছিটানো (বৃষ্টিপাত জনিত) পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,,
- * আস্তরণ বা পাত পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,,
- * নালা পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,
- * জলপ্রপাত পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,,
নালা পানিজনিত কার্যক্রম অনুযায়ী ভূতাত্ত্বিক গুণকয়কে আবারো তিন ভাগে ভাগ করা যেতে পারে।
১.পানির স্থায়ী স্রোত জনিত নালা পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,,
২. স্থুল নালা পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,
৩৷ সূক্ষ্ম নালা পানিজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,,
বায়োজনিত কাজের ফলে ভূতত্ত্বের কার্যক্রমকে আবার তিনভাগে ভাগ করা যায়।
১.মৃত্তিকা কণার লাফিয়ে চলা বায়ুজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,
২. গড়িয়া চলা বায়ুজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,
৩. বায়ুর সাথে সূক্ষ্ম কণার বায়ুজনিত ভূতাত্ত্বিক ভূমিক্ষয়,,,,