স্বাস্থ্য ও যত্ন

ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম, দাম, কার্যকারিতা এবং খাওয়ার নিয়ম

ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম: সুপ্রিয় পাঠক বৃন্দ আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য রিলেটেড ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এবং এদের নাম ও দাম এবং কার্যকারিতা ও খাওয়ার নিয়ম নিয়ে আলোচিত উক্ত পোস্টে আপনাদেরকে স্বাগতম। 

উক্ত-পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভালো মানের ক্যালসিয়াম ট্যাবলেটের নাম, দাম এবং কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। 

বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। রোগ থেকে বাঁচার জন্য ঔষধ হলো একমাত্র ও অন্যতম আস্থা। মানুষের বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে ক্যালসিয়াম সমৃদ্ধ ঔষধ গুলোর গুরুত্ব রয়েছে। 

শারীরিক অবস্থা বিবেচনায় কখন একজন রোগীকে কোন ধরনের ট্যাবলেট খেতে হবে তা জানার প্রয়োজনীয়তা রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মানুষ তাদের প্রয়োজনে ক্যালসিয়াম  ট্যাবলেট গ্রহণ করতে পারে।

ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম

কার্যকরী এবং ভালো মানের বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ট্যাবলেট রয়েছে।  ভালো মানের ক্যালসিয়াম ট্যাবলেট সমূহের  নাম নিম্নে তুলে ধরা হলো :- 

১) ক্যালব-ডি ট্যাবলেট (Calbo-D Tablet),,

২) ক্যালব-৫০০ ট্যাবলেট (Calbo 500 Tablet),,

৩) ক্যালবরাল-ডি ট্যাবলেট (Calboral-D Tablet),,

৪) ক্যালবরাল-ডিএক্স ট্যাবলেট (Calboral-DX Tablet),,

৫) ক্যালব যোআর ট্যাবলেট (Calbo Jr Tablet),,

৬) জি-ক্যালব ট্যাবলেট (G-Calbo Tablet),,

৭) ক্যালবপ্লেক্স ট্যাবলেট (Calboplex Tablet),,

৮) ক্যালব-ডি ভিটা ট্যাবলেট (Calbo-D Vita Tablet),,

৯) ক্যালব-সি ট্যাবলেট (Calbo-C Tablet),,

ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এর কার্যকারিতা

ভালো মানের বিভিন্ন ক্যালসিয়ামের  ট্যাবলেট রয়েছে।  বিভিন্ন ক্যালসিয়ামের ট্যাবলেট এর কার্যকারিতা নিম্নে তুলে ধরা হলো :-

  • ১.ক্যালব-ডি ট্যাবলেট:-
  • →কার্যকারিতা:-

মানুষের স্নায়ু ভালো রাখতে, হৃৎপিণ্ড পেশী, মুখের দাঁত এবং হাড় মজবুত রাখতে  Calbo-D Tablet কাজ করে। মানব শরীরের হাড়ের বিকাশের প্রয়োজনে এবং হাড়ের বিকাশে ক্ষয় পূরণ করার জন্য কার্যকরী ঔষধ হল এটি। 

  • ২.ক্যালব-৫০০ ট্যাবলেট:-
  • →কার্যকারিতা:-

পরিশ্রমের পাশাপাশি প্রয়োজনীয় খাবার গ্রহণের চাহিদা ক্যালসিয়াম যোগান দিতে পারে না।  তবে অপর্ণা ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করার জন্য এবং শরীরের ক্যালসিয়ামের সমত রক্ষা করার জন্য Calbo 500  প্রদান করা হয়।

৩.ক্যালবরাল-ডি ট্যাবলেট:-

→কার্যকারিতা:-

Calbo-D Tablet, যা একটি অতুলনীয় ট্যাবলেট কারণ এটি একসাথে দুইটি কার্যকারিতা পূরণ করে। 

  • ৪.ক্যালবরাল-ডিএক্স ট্যাবলেট:-
  • →কার্যকারিতা:-

এই ওষুধটি মানব শরীরের দেওয়া হলে এটি সম্পূর্ণরূপে ক্যালসিয়ামের সহায়ক ভূমিকা হিসেবে পালন করে।

  • ৫.ক্যালব যে আর ট্যাবলেট:-
  • →কার্যকারিতা:-

যুবকদের জন্য এবং শিশুদের জন্য এই ট্যাবলেট টি শরীরের ক্যালসিয়ামের খাদ্য চাহিদা পূরণ করতে কার্যকরী ভূমিকা পালন করে। 

  • ৬.জি-ক্যালব ট্যাবলেট:-
  • →কার্যকারিতা:-

বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে এ ট্যাবলেটই ব্যবহৃত হয়।  যেমন:-অস্টিওম্যালেসিয়া,রিকেটস, অস্টিওপোরেসিস,, ইত্যাদি।

ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এর দাম

বিভিন্ন কোম্পানি বিভিন্ন ট্যাবলেট তৈরি এবং বাজারজাত করে থাকে।  তবে  এর মধ্যে কিছু ট্যাবলেট রয়েছে সেগুলো অনেক কার্যকরী এবং ভালো মানের।  ভালো মানের ক্যালসিয়ামের  ট্যাবলেটের নাম এবং মূল্য সহ নিম্নে তুলে ধরা হলো, :-

১) ক্যালব-ডি ট্যাবলেট; মূল্য :- ৩০ পিস ২০০ টাকা।

২) ক্যালব-৫০০ ট্যাবলেট; মূল্য:- প্রত্যেকটি ট্যাবলেট ৫ টাকা।

৩) ক্যালবরাল-ডি ট্যাবলেট; মূল্য:-৩০ পিস মোট ৩৩০ টাকা।৪) ৪) ক্যালবরাল-ডিএক্স ট্যাবলেট; মূল্য :- ৩০ পিস  ৪৫০ টাকা।

৫) ক্যালব যোআর ট্যাবলেট; মূল্য:- প্রতি পিস মাত্র তিন টাকা।

ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম

ভালো ক্যালসিয়াম ট্যাবলেট  খাওয়ার নিয়ম

সাধারণত মানুষের শরীরে ম্যাচ ম্যাচ করছে, জয়েন্টে ব্যথা, হাত-পায়ে ব্যথা এমন সাধারণ সমস্যায় কেউ চেনে ট্যাবলেট খেতে হবে এমন কোন কথা নয়।

বিভিন্ন খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কি হয়েছে বিদ্যমান থাকে।  আবার অনেক সময় আমাদের নিজেদের প্রয়োজনে আমরা বিভিন্ন মেডিসিন ফার্মেসি থেকে নিয়ে থাকি। 

তবে অবশ্যই মনে রাখতে হবে আমরা ডাক্তার নয় বরং আমরা হলাম রোগী।  এজন্য আমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী ফার্মেসি থেকে যেকোনো প্রয়োজনে ক্যালসিয়ামের ট্যাবলেট বা আমাদের প্রয়োজন এমন মনে করে কোন ওষুধ খেতে পারি না। 

এজন্য কেউ সেমির ট্যাবলেট খাওয়ার জন্য এবং শরীরের জন্য কখন কোন ধরনের কেউ ট্যাবলেট প্রয়োজন তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। 

মানব শরীরে যদি ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে কিন্তু ক্যালসিয়াম থেকে উপকার পাওয়া যায় অতি সামান্য।  গ্রহণ করে তাহলে তার কিডনিতে বিভিন্ন সমস্যা হতে পারে।

যে ব্যক্তিদের আগে কখনো কিনতে পাথর হয়েছিল তাদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে তাদের পুনরায় পাথর হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। 

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ক্যালসিয়ামের ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি।আশা করি,, আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে ক্যালসিয়ামের ট্যাবলেট সম্পর্কিত যে সকল তথ্য জানা ছিল তা যথাযথভাবে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন। 

আমাদের পোস্টের সাথে সম্পর্ক রয়েছে এরকম কয়েকটি প্রশ্ন উত্তর নিম্নে দেওয়া হলো:-

১.ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কি ওজন বাড়ে?

= না, কেননা ক্যালসিয়ামের ট্যাবলেট এর সাথে ওজন বাড়ার কোনো সম্পর্ক নেই। 

২. বিশ্বের সেরা ক্যালসিয়াম কোনটি?

= ক্যালসিয়াম কার্বোনেট,,

৩. ক্যালসিয়ামের অভাব হলে কি কি সমস্যা হয়?

= পায়ে ও পিঠে ব্যথ হয়,,

→ হাড় ও দাঁতের ক্ষয়,,

→ চুল ও ত্বক খসখসে হয়ে যায়,,

→ ত্বকের লাবণ্য কমে যায়,,

→চুলের লাস্যময়তা হ্রাস পায়।

৪. সবচেয়ে ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম কি?

= Calex 2000 IU Tablet,, 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button