ক্যাপশনস্ট্যাটাস

ভালোবাসার ছন্দ কষ্টের – বাছাই করা

ভালোবাসার ছন্দ কষ্টের: আজকে এই পোস্টটির মাধ্যমে ভালোবাসার ছন্দ কষ্টের? এ সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই শেষ অব্দি পড়তে থাকুন।

ভালোবাসার কষ্টের ছন্দ

১. যে কষ্ট আকাশের মেঘের মত ভাসে, সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি মত আসে।

৩. এমন ভাবে কষ্ট দিওনা, যতটা আমি সইতে পারবো না।

৬. তোমাকে পাওয়ার শান্তি আজ আর আমাকে ধরা দেয় না, আমাকে হারানোর বেদনা ও হয়তো তোমাকে ছুঁয়ে যায় না। ‌

৭. হাজারো বেদনা আমায় খুঁজবে তুমিও, যেভাবে আর চোখের জলে ভাসি আমিও। ‌

৮. হাসবে সেদিন সমস্ত কষ্ট নিয়ে হাসবে, যেদিন তুমি আমার মত সত্যিকারের মতো ভালবাসবে?

৯. আমার কাছে টেনে সমস্ত কষ্ট মুছে দিও, আমার আধার হৃদয়ে আশার প্রদীপ জ্বেলে দিও।

১০. সহস্র কষ্টের আবরণে তোমায় চেয়ে দেখি, নির্বাক চোখে আমি তোমায় কাছে ডাকি!

১১. চোখের মুখে জল কষ্টে ভরা প্রাণ, বিজয়ীর হাসি নিয়ে গায় প্রেমের গান।‌

১২. কত নির্ঘুম যেন রাত গিয়েছে কেটে কষ্টের গ্লানিতে, কত অশ্রুতে লুকিয়ে গিয়েছে আপন মহিমাতে।‌

১৩. কতবার এমন ভাবে ছাপিয়ে দুঃখ এসেছে আমার দরজায়, নীরবে তাহাকে বরণীয় করেছি পরম মমতায়।

১৪. কষ্টকর নির্বাক চোখে জল ফেলেছি তোমার জন্য,ভালোবেসে আমি পুড়ি যাই তুমি হও ধন্য।

১৫. তোমার মুখে এমন হাসি আর আমার চোখে জল, কষ্টের পরিসীমা মতো সাগর অতল।

১৭. ভেসে যাই এমন তুচ্ছ আমি সময়ের স্রোতে, তবু আমি হেরে যাই কষ্টের শোকে।‌

ভালোবাসার ছন্দ কষ্টের বাছাই করা
ভালোবাসার ছন্দ কষ্টের বাছাই করা

ছাই করা আবেগি কষ্টের ভালোবাসার ছন্দ

জীবনের যাত্রা কষ্টের সূচন, হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা, বেদনার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস, চোখের জল আর আঘাত নিয়ে আমার জীবনের ইতিহাস।

এক সাগর দুঃখ বুকে,, কষ্টের কথা বলি কাকে ? যার কারনে নিঃস্ব আমি, সে তো আছে বেশ সুখে,, আর আমার কথা ভুলে..!!  এখন আমি শুধুই একা. 

এক টুকরা মেঘ হয়ে ছিলাম তোমার মাথার উপরে ছায়া দেবো বলে, জানতে পারিনি সেই মেঘের বৃষ্টি ঝরবে আমার দুটি চোখে অঝোরে।

শান্তি দিয়ে যে জীবন শুরু, স্বপ্ন দিয়ে তার শেষ। তোমায় নিয়ে যে কোনো ভাবনা,শুরু হয় না যেন তার শেষ! কোন এক রাতে এমন আরো  হয়তো আসবে চোখের পানি আমার কথা ভেবে, সেদিন চাইলে পারবে না দেখতে চলে যাবো ঐ দূর তারার দেশে।

কান্নার সেই লোনা পানি সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখতে পায় না, পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনের ভোলা যায় না..

  • হারিয়ে যাবো একদিন আমি, আকাশের এককোণে,,
  • পাবেনা আমায় সেদিন খুঁজতে থাকবে সবখানে।
  • হাসবো সেদিন ভাসবো আমি তোমার চোখের জ্বলে
  • সেদিন বুঝবে বন্ধু কাকে বলে?
  • কাছের মানুষ টাও অনেক দিয়েছে দুঃখ তোমায়।
  • তবে চলে এসো আগের পরিচিত আগের ঠিকানায়।
  • আমি থাকবো এই খানে দাঁড়িয়ে, স্বাগত জানাতে তোমায়।
  • সময় যদি যায় রে থেমে, তবে মন কি যায় আর বয়ে,
  • হৃদয় কখনো দেয় কেঁদে, দু’চোখ কি তখন সহে?

ভুলে যদি যাও কখনো আমায় করবো না বারণ, আমায় কেন রাখবে মনে আছে কি কোন কারন, তবু যদি মনে পরে আমায় একটিবার, মন থেকে কাছে ডেকো ফিরে আসবো আবার।

  • ফুল তো বাগানে কিন্তু হাতে কেন?
  • আরে চাঁদ তো আকাশে কিন্তু জলে কেন?
  • জল তো সাগরে কিন্তু চোখে কেন?
  • আরে মন তো আমার কিন্তু বার বার
  • তোমাই মনে পরে কেন? মন দিতে যদি নাই পারলে

এই পোস্টটির মাধ্যমে ভালোবাসার ছন্দ কষ্টের? সে সম্পর্কে জানতে পারলেন, আপনি যদি এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই সবার সাথেই শেয়ার করুন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button