ভরসংখ্যা কাকে বলে? নির্ণয়ের সূত্র
ভরসংখ্যা: পর্যায় সারণির ১১৮ টি মৌলের প্রতিটি মৌলের ভর সংখ্যা এভাবে নির্ণয় করা সম্ভব।
ভরসংখ্যা কাকে বলে
ভর সংখ্যা হল প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা সমষ্টি,যা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে।
পরমাণু হচ্ছে দুটো কণা, পরমাণুতে তিনটি উপাদান রয়েছে। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
ইলেকট্রন সমূহ পরমাণুর কক্ষপথে বিস্তার করে।
বস্তুত,, প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার সমষ্টি সরুপ যা পাওয়া যায়,, তাকেই ভর সংখ্যা বলা হয়।
বিজ্ঞানের বিভিন্ন পরিধিতে ভর সংখ্যা কে গণনা করা হয়।
ছাড়ো সেখানে রয়েছে এ সম্পর্কিত বিভিন্ন গাণিতিক প্রশ্ন উত্তর ও সমাধাবলী।
বিজ্ঞানের চিড়ায়ত বলবিদ্যা, রসায়ন, পদার্থ,,ইত্যাদি বিভিন্ন বিষয়ের ভর সংখ্যা নিয়ে আলোচনা করা হয়।
ভরসংখ্যা নির্ণয়ের সূত্র
কোন পরমাণু বা মৌলের ভর সংখ্যা নির্ণয়ের সূত্র হলো :
ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা +নিউট্রন সংখ্যা
রাসায়নিক মৌলের পর্যায় সারণিতে মোট মৌল রয়েছে ১২৮ টি।
পর্যায় সারণির নবম মৌলটি হলো: ফ্লোরিন(F)
ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা হলো ৯
এবং এটির নিউটন সংখ্যা হল ১০।
সুতরাং ক্লোরিন মৌলটির ভর সংখ্যা =
(ফ্লোরেন মৌলটির পারমাণবিক সংখ্যা +ফ্লোরিন মৌলটির নিউট্রন সংখ্যা)
= ৯+১০
= ১৯
অর্থাৎ ফ্লোরিন মৌলটির ভর সংখ্যা হল ১৯।
ভর সংখ্যা নির্ণয়ের সূত্র কে বিভিন্ন প্রতীকের মাধ্যমেও ব্যবহার করা হয়।
- ভর সংখ্যা (A)= পারমাণবিক সংখ্যা (P) + নিউট্রন সংখ্যা (N)
- পরমাণুর 54 তম মৌলটি হল জেনন (Xe)
- Xe এর ভর সংখ্যা নির্ণয় নিন্মরুপ :
- আমরা জানি,, জেননের পারমাণবিক সংখ্যা ৫৪,
- এবং জননের নিউটন সংখ্যা ৪৭.৮০
জেননের ভর সংখ্যা = জেননের পারমানবিক সংখ্যা + জেননের নিউটন সংখ্যা
- সুতরাং,,, A (Xe)= P (Xe) + N (Xe)
- A (Xe) = ৫৪+৪৭.৮০
- সুতরাং জেননের ভর সংখ্যা = ৮৩.৮০,,,
এভাবে এই উদাহরণ গুলোর মত করে,, মোট সংখ্যা নির্ণয়ের দুই টাইপিং এর মাধ্যমে আমরা বিভিন্ন মৌলের ভর সংখ্যা নির্ণয় করতে পারি।
পর্যায় সারণির ১১৮ টি মৌলের প্রতিটি মৌলের ভর সংখ্যা এভাবে নির্ণয় করা সম্ভব।
আমাদের কোন মৌলের ভর সংখ্যা জানা থাকে তাহলে তার মাধ্যমে প্রোটন অথবা নিউটন সংখ্যা যে কোন একটি দেওয়া থাকলে অন্যটি বের করতে পারি।