ক্যাপশন

বিয়ের ছন্দ কবিতা ফানি স্ট্যাটাস | biyer chondo

বিয়ের ছন্দ কবিতা ফানি স্ট্যস্ট্যাটাস দোয়া করি তুমি যেন তোমার এই জীবন সঙ্গিনীর সাথে সারা জীবন হাতে হাত রেখে কেটে দিতে পারো।

বিয়ের ছন্দ লেখা | বিয়ে নিয়ে ছন্দ 

বিয়ের ছন্দ লেখা, বিয়ে নিয়ে ছন্দ, বিয়ের ছন্দ, বিয়ে হলো এক পবিত্র বন্ধন যাকে কখনো ইচ্ছা করলে ও ভাঙতে পারে না দুজনের মিলনকে পবিত্র বন্ধন হয়।

২. দূরে আছি তাতে কি হয়েছে তোমার এই শুভ লগনে তোমাকে জানাই প্রাণ ভরে আশীর্বাদ।

৩. তোমাদের এই সুখের লগনে একটাই প্রার্থনা করি তোমাদের জীবন যেন আনন্দময় হোক কারো কোন নজর যেন তোমাদের সংসার না করে এই দোয়াটাই করি ভালো থেকো সব সময়।

৪. বিয়ে মানে দুই আত্মা মিলন কাগজে কলমে না বিয়ের  হতে পারে দুটি পরিবারের ইচ্ছায় হতে পারে। তোমাদের এই সুখী নয় জীবনে অনেক শুভেচ্ছা রইল।

৫. বিয়ে হচ্ছে পবিত্র বন্ধ ন একটা মিষ্টি সম্পর্ক স্বামী স্ত্রীর দুজন মিলে পরবর্তী জীবনকে পার করে দিতে হয় এই মধুময় জীবনে যেন কারো নজর লাগে।

৬. বিয়ের কোন পুতুল খেলা না যে কোন ছেলে খেলা না এই পবিত্র বাঁধনকে আরো সুখী নয় করে তুলতে তোমাদের জন্য রইল শুভকামনা।

বিয়ের ছন্দ

৭. ভবিষ্যতে অনেক সুখি হও এইতো হৃদয় টা কোন পুতুল খেলা নয় যে একবার খেললাম আর খেলব না বিয়েটা হল আজীবন রাইখোলা দুজনের উপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ।

৮. বিয়ে মনে হল একটা সুর দিয়ে এসো যা পরবর্তী জীবনকে অন্যরকম করে তোলে জীবনকে তুলে আনন্দ জীবনে

কোনদিন সঙ্গী পাওয়া যায় তার সাথে সবকিছু শেয়ার করা যায় সবকিছু বলা যায় এরকম একটা লাইফ পার্টনার সবার জীবনে আসে।

৯. দোয়া করি উপভোগ করো তোমাদের নতুন জীবন কে দুজনের দুজন খুব ভালো থেকো কারো নজর না লাগে তোমাদের এই মধুময় জীবনে এই দোয়াটাই করি ভালো থেকো।

নতুন বিয়ের কবিতা | আমার বিয়ে কবিতা

বিয়ের ছন্দ, নতুন বিয়ের কবিতা, আমার বিয়ে কবিতা, দুটি মন মিলিত হলো আকাশে বাতাসে ধ্বনিত হল। উড়ছে আজ খুশির হাওয়া দেখতে শুধু চাই মন ঐ উদাসীনতা

দুটি মন মিলবে আজ হয়ে যাবে দুইজন দুই জনার এই শুভকামনা।

চারদিকে খুশির লগন মন নাচে চেয়ে হলুদ ছোঁয়ায় নিজেকে লাগছে রাঙ্গা বউ সবকিছু যেন মধুময়।
বাঁশি বাজে সানাই বাজে বাজে বিয়ের সুর নিজেকে যেন এক লাগে রাঙ্গা বউ।

লজ্জাতে দুচোখ আমার পরিচয়ে আনছো না মনের মধ্যে একটু ভয় না জানি কি হয়।

দুজন দুজনার উপর হাত রেখে শপথ করিলাম পরবর্তী জীবনে যেন পাশে তোমাকেই পাই।

তোমার সাথে পথ চলা তোমার সাথে আজীবন সংসার করা এই কামনাই করি।

নিজেকে ভাবতে অবাক লাগে তুমি বুঝি আমার হইলে। আর তো দেরি সয়না বর কেন এখন আসে না চারদিকে শুধু মেতেছে আনন্দের ঢেউ।

আজ থেকে শুরু হয়ে গেল নতুন জীবন বর এসেছে ঘোড়াই চড়ে এদিকে বইয়ের মনটা লজ্জায় লাল হয়ে যায়।

বিয়ের কবিতা

চারিদিকে শুধু মধুর বাতাস বইছে দুটি মন আজকে মিলন হবে এজন্য এক অন্যরকম সুখ এজন্য এক অন্যরকম পাওয়া অন্যরকম চাওয়া।

সবার জীবনে আসে কি রকম সুখময় সবার জীবন হয়ে যাক রাঙ্গা ময়।

সারা জীবন যেন তোমার সাথে থাকতে পারি এই প্রতীজ্ঞায় তাই করি।

বাত্তি বুঝি অবাক লাগে দূর হয়ে যাবে সব সন্দেহ শুধু থাকবে আজ ভালোবাসা।

জানিনা কতটুকু ভালো রাখতে পারব তোমায় এটুকু বলতে পারি তোমাকে ছাড়া কাটেনা সময়। মনটা মেনে নাই অন্য এক অচেনা ছোঁয়াকে পৃথিবীর সুখ যেন তখন লাগে।

চারদিকে সব কিছু লাগে অন্যরকম এ জীবন হয়ে যায় আনন্দময়। তোমাকে পাশে রেখে প্রতিজ্ঞা করতে পারি আজীবন যেন

তোমার সাথে চলতে পারে তোমার সাথে থাকতে পারে এই দোয়াটাই করি ভালই সবসময় আমাদের এই নব দম্পতির জীবন।

বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস

নিচে বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস সবকিছু যেন কেমন লাগে চারদিকে উল্টাপাল্টা লাগে মনে হচ্ছে না আজকে যে আমার বিয়ে।

২. নারী বেঁচে জুয়া খেলা পুরুষ করে স্বাধীনতা বিয়ে এক জুয়া খেলা।

৩. বিয়ে করলে সাত দিন জীবন খুঁজে পাওয়া যায় না এই নিয়ে আর মাথা আমার খেলে না বিয়ে করলে জীবনটা হয়ে যায় তেজ পাতা 

৪. ইস বিয়েটা ছিড়ে ফেল লাম না জানি কি হয় এই নিয়ে ভয় চারদিকে শুধু আতঙ্ক।

৫. বিয়ে মানে নিজের জীবনটাকে অর্ধেক করা বিয়ে মানে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া বিয়ে মানে অনেক দায়িত্ব কর্তব্য মেনে চলা।

৬. বিয়ে হলো জীবন যুদ্ধর মাধ্যমে শুরু করতে হয় যুদ্ধের মাধ্যমে শেষ করতে হয় না পারি কিছু করতে শুধু করতে হয় কর্তব্য দায়িত্ব।

৭. জীবনে যখন বিয়েটা করেছি প্রতিজ্ঞা আমি করেছি জীবন বাজি রেখে তোমার হাতে হাত রেখে হাটতে পারি আজীবন।

ফানি স্ট্যাটাস

৮. বিয়ের বছর পার হলে দুঃসাহসিকতা হয়ে যায় এমন একটা সময় আসে যখন ইচ্ছে করলেও বিয়ে করা যায় না।

৯. ভালোবাসার মানুষের সাথে বিয়ে হলে খুব ভালো তখন নিজের সাথে নিজে বোঝা পরামর্শ খুব ভালো হয় নিজের

সমস্যা গুলো বুঝতে পারে নিজের কষ্টগুলো বুঝতে পারে সবকিছু শেয়ার করে।

১০. আগে যে জানতাম ওটা নাই করতাম এখন মনে হয় জীবনটা হয়ে যায় অর্ধেক হয়ে যায় অনেক কর্তব্য

দায়িত্ববান হতে হয়।

১১. বুদ্ধিমান পুরুষ তাকেই বলে যে বইয়ের কথায় মেনে নিতে পারে বউয়ের কথায় ওটা বাস করে বউয়ের সাথে এসব করে অতীতের কথা শেয়ার করে।

১২. বিয়ের একটা পবিত্র জিনিস দুটি আত্মার বন্ধন দুজনকে দুজনে চেনা অচেনা একটা লোকের সাথে বসবাস করা

 বিয়ের ছন্দ কবিতা ফানি স্ট্যস্ট্যাটাস

 বিয়ের ছন্দ কবিতা ফানি স্ট্যস্ট্যাটাস অচেনা লোককে স্পর্শ করা জীবন কাটাবো এটাই বুঝি পবিত্র বন্ধন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button