ট্রেনের সময়সূচী

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪

সুপ্রিয় পাঠক বৃন্দ ভ্রমণ রিলেটেড বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত উক্ত বসছে আপনাদেরকে স্বাগতম। উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের রাজশাহী থেকে যাওয়ার সময়সূচী এবং চিলাহাটিতে গিয়ে পৌঁছার সময়সূচির সাথে সাথে ভাড়ার তালিকা সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানাচ্ছি।

রাজশাহী থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে রাজশাহী চলচলের জন্য রাজশাহী এবং চিলাহাটি অঞ্চলের মানুষের কাছে খুব পরিচিত একটি যাতায়াত ব্যবস্থা হল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। এ ট্রেনটির রাজশাহী থেকে প্রতিদিন চিলাহাটির উদ্দেশ্যে ৩:০০ টায় যাত্রা শুরু করে। এছাড়াও এই ট্রেনটির যাতায়াত ব্যবস্থা ও টিকিটের মূল্য সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজনীয়তা রয়েছে।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সম্পর্কে বিস্তারিত জানুন

বরেন্দ্র এক্সপ্রেস হলো রাজশাহী থেকে চিলাহাটিতে যাত্রী আনা এবং নেয়ার কাজে নিয়োজিত একটি ট্রেন। এই ট্রেনটি সপ্তাহে রবিবার ছাড়া প্রতিদিন চলাচল করে।

ট্রেনটি অর্থাৎ বরেন্দ্র এক্সপ্রেস এই ট্রেনটি রাজশাহী থেকে প্রতিদিন  ৩ঃ০০ টায় মিনিটে ছাড়ে এবং ট্রেনটি ০৯ঃ৩৫ মিনিটে চিলাহাটি পৌছায়। সপ্তাহের রবিবার ছাড়া এ ট্রেনটি প্রতিদিন চলাচল করে ট্রেনটির আসন সংখ্যার উপর ভিত্তি করে ট্রেনের ভাড়া বা টিকেটের মূল্য নির্ধারণ করা হয় 

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

রাজশাহী থেকে চিলাহাটিতে প্রতিদিন যাত্রী আনা নেওয়া করে। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চলাচলের অর্থাৎ ট্রেন ছাড়ার সময় এবং পৌঁছানোর সময়সূচি সম্পর্ক নিম্নে তুলে ধরা হলো :- 

বরেন্দ্র এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন রাজশাহী থেকে ৩ঃ০০ টায় মিনিটে ছাড়ে এবং ট্রেনটি  ০৯ঃ৩৫ মিনিটে চিলাহাটি পৌছায়। যাতায়াতের সময় আনুমানিক ৭ ঘণ্টার মতো সময় লাগে।  প্রতিদিন এই ট্রেনটি চলাচল করলেও সাপ্তাহিক ছুটি হিসেবে রবিবারে এই ট্রেনটি চলাচল করে না। 

স্টেশনের নাম
ছাড়ায় সময়
পৌছানোর সময়
রাজশাহী টু চিলাহাটি ১৫ঃ০০ ২১ঃ৩৫
চিলাহাটি টু রাজশাহীর ০৫ঃ০০ ১১ঃ১০

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনের তালিকা

বরেন্দ্র এক্সপ্রেস এই ট্রেনটি  চিলাহাটি থেকে রাজশাহী রুটে যাতায়াত করে থাকে। 

যাতায়াত কালের ট্রেনটি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বিরতিস্থান এবং সময়সূচি নিম্নে তুলে ধরা হলো :- 

  • বিরতি স্টেশন নাম:- আব্দুলপুর
বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১ চিলাহাটি (৭৩২)
আব্দুলপুর রাজশাহী থেকে :- ১৫ঃ৪০ চিলাহাটি থেকে :- ০৯ঃ৫৫

২) বিরতি স্টেশন:- নাটোর;

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
নাটোর রাজশাহী থেকে:- ১৬ঃ২০ চিলাহাটি থেকে :-০৯ঃ৩৬

৩) বিরতি স্টেশন:- আহসানগঞ্জ; 

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
আহসানগঞ্জ রাজশাহী থেকে):- ১৬ঃ৪৩; চিলাহাটি থেকে  :-০৯ঃ১২; 

৪) বিরতি স্টেশন:- সান্তাহার; 

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
সান্তাহার রাজশাহী থেকে :- ১৭ঃ২০ চিলাহাটি থেকে :-০৮ঃ৪৫;

৫) বিরতি স্টেশন:- আক্কেলপুর

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
আক্কেলপুর রাজশাহী থেকে :- ১৭ঃ৫০ চিলাহাটি থেকে :-০৮ঃ২৪

৬) বিরতি স্টেশন:- জয়পুরহাট,

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
জয়পুরহাট রাজশাহী থেকে :- ১৮ঃ০৬ চিলাহাটি থেকে :-০৮ঃ০৮

৭) বিরতি স্টেশন:-পাঁচবিবি;

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
পাঁচবিবি রাজশাহী থেকে :- ১৮ঃ২৮; চিলাহাটি থেকে :-০৭ঃ৫৫; 

৮) বিরতি স্টেশন:- হিলি—

বিরতি স্টেশন নাম চিলাহাটি
হিলি চিলাহাটি :- ০৭ঃ৪৩; 

৯) বিরতি স্টেশন:- বিরামপুর;

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
বিরামপুর রাজশাহী থেকে :- ১৮ঃ৫০ চিলাহাটি থেকে :-০৭ঃ২৭

১০) বিরতি স্টেশন:- ফুলবাড়ি,,

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
ফুলবাড়ি রাজশাহী থেকে :- ১৯ঃ০৪ চিলাহাটি থেকে :-০৭ঃ১৩

১১) বিরতি স্টেশন:- পার্বতীপুর;

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
পার্বতীপুর রাজশাহী থেকে :- ১৯ঃ২৫; চিলাহাটি থেকে :-০৬ঃ৩৫

১২) বিরতি স্টেশন:- সৈয়দপুর;

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
সৈয়দপুর রাজশাহী থেকে :- ২০ঃ০৯ চিলাহাটি থেকে :-০৬ঃ১৫

১৩) বিরতি স্টেশন:- দিনাজপুর;

বিরতি স্টেশন নাম চিলাহাটি
দিনাজপুর চিলাহাটি থেকে :- ০৬ঃ০৫

১৪) বিরতি স্টেশন:- নীলফামারী;

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
নীলফামারী রাজশাহী থেকে :- ২০ঃ৩২; চিলাহাটি থেকে :-০৫ঃ৪৫

১৫) বিরতি স্টেশন:- ডোমার;

বিরতি স্টেশন নাম রাজশাহী থেকে (৭৩১) চিলাহাটি থেকে (৭৩২) 
ডোমার রাজশাহী থেকে :- ২০ঃ৫৮ চিলাহাটি  থেকে :-০৫ঃ১৮
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা বা টিকিটের মূল্য

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে রাজশাহী থেকে চিলাহাটি যাওয়ার ক্ষেত্রে অবশ্য আপনাকে ভাড়ার তালিকা বা টিকেট মূল্য সম্পর্কে জানতে হবে। 

নিম্নে বলেন তো এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা বা টিকেট মূল্য তুলে ধরা হলো :-

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে ভাড়ার তালিকা বা টিকেট মূল্য আসন বিভাগের উপর ভিত্তি করে নির্ধারিত করা হয়। 

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫% ভ্যাট)

আসন বিভাগ ভ্যাট টিকেট মূল্য
প্রথম সিট (১৫℅ ভ্যাট) ১৭৫ টাকা।
প্রথম বার্থ (১৫℅ ভ্যাট)  ৩৬০ টাকা।
স্নিগ্ধা (১৫℅ ভ্যাট)  ৩৪৫ টাকা।
এসি সিট (১৫℅ ভ্যাট)  ৪১৪ টাকা।
এসি বার্থ (১৫℅ ভ্যাট)  ৬২১ টাকা।

উক্ত পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিভিন্ন তথ্য যেমন – বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা এবং টিকেট মূল্য সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে জানিয়েছি। 

আশা করি,, উক্ত পোস্টটি  পড়ার মাধ্যমে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সম্পর্কে যে সকল তথ্য আপনার জানতে চেয়েছেন তা যথাযথভাবে জানার মাধ্যমে উপকৃত হতে পেরেছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button