বিজ্ঞান

দর্পণ কি? সংজ্ঞা, প্রকার ও ব্যবহার

আজকে এই পোস্টটির মাধ্যমে দর্পণ কি? সে সম্পর্কে কিছু কথা জানতে চলেছেন, যদি এ বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন, তবে অবশ্যই শেষ অব্দি পড়তে থাকুন। 

দর্পণ কি

পদার্থ বিজ্ঞানে দর্পন অথবা আয়না হল এমন একটি মসৃণ তল আলোর নিয়মিত প্রতিফলন ঘটে থাকে। অর্থাৎ যে মসৃণ তলে আলোর একটি নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাকেই দর্পণ বলা হয়।কাচের উল্টো পৃষ্ঠে সিলভারিং অথবা ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ করা হয়ে থাকে। বিপরীত পৃষ্ঠকে দর্পণের দিক অথবা প্রতিফলক পৃষ্ঠও বলা হয়ে থাকে। 

আলো দর্পণের সময়ের কিছু কিছু প্রতিফলক পৃষ্ঠে আপতিত হওয়ার সময় বেশ আলো তল কর্তৃক শোষিত হয়ে থাকে এবং বাকিটা প্রতিফলিত হয়ে থাকে। ফলে দর্পণে বস্তুর প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। আয়না ছাড়াও যেকোন মসৃণ পৃষ্ঠ, স্থির পানি, ও মসৃণ বরফ ইত্যাদি দর্পণের মত কাজ করে থাকে।

দর্পণের প্রকারভেদ

দর্পণ প্রধানত ২ প্রকার।

১. সমতল দর্পণ এবং 

২. গোলীয় দর্পণ।

১.সমতল দর্পণ (Plane mirror) যখন কোন সমতল পৃষ্ঠ মসৃণ হয়ে থাকে ও তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাকেই সমতল দর্পণ বলা হয়। উদাহরণ হলো, চেহারা দেখার জন্য আমরা যে আয়না ব্যবহার করে থাকি, তা মূলত একটি সমতল দর্পণ।

২.গোলীয় দর্পণ (Spherical/Curved mirror) প্রতিফলক পৃষ্ঠ কোনো মসৃণ এবং গোলীয় হয় অর্থাৎ কোন গোলকের অংশবিশেষ হয়ে থাকে তাইলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে থাকে, তখন তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ আবার ২ প্রকার। যথা হলো: উত্তল দর্পণ ও অবতল দর্পণ।

উত্তল দর্পণ (Convex Mirror) হলো: যদি কোন গোলকের উত্তল দিকে প্রতি ফলকের ন্যায় কাজ করে থাকে, তবে তাকে উত্তল দর্পণ বলা হয়।

আবার গোলীয় দর্পণের বাইরের উত্তল দিকটি উত্তল দর্পণ হিসেবে কাজ করে থাকে। উত্তল দর্পণ ১টি অপসারী দর্পণ, এজন্যে সমান্তরাল আলোকরশ্মি উত্তল দর্পণ হয়ে প্রতিফলিত হওয়ার পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়ে যায়।

অবতল দর্পণ (Concave Mirror): যদি কোন গোলকের অবতল দিকে প্রতিফলকের ন্যায় কাজ করে থাকে, তবে তাকে অবতল দর্পণ বলা হয়।

অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলকীয় অবতল দিক থেকে সংঘটিত হয়, সে দর্পণকে অবতল দর্পণ বলা হয়। এটি একটি অভিসারী দর্পণ, সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে এক বিন্দুতে মিলিত হয়ে থাকে।

দর্পণের ব্যবহার

আমরা অনেক কাজে দর্পণ ব্যবহার করে থাকি। নিম্মে দর্পণের গুরুত্বপূর্ণ ব্যবহার গুলো দেওয়া হলো:

সমতল দর্পণের ব্যবহারচেহারা দেখার জন্য এই সমতল দর্পণ ব্যবহার হয়ে থাকে।চোখের ডাক্তারগণরা রোগীর দৃষ্টি শক্তি গুলো যাচাই করার জন্য সমতল দর্পণ ব্যবহার করে থাকে।

এটি দিয়ে পেরিস্কোপ বানানো হয়ে থাকে।পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে রাস্তা থাকে, সুবিধার্থে এবং দুর্ঘটনা এড়াতে ব্যবহার করা হয়।

দর্পণ কি
দর্পণ কি

অনেক আলোকীয় যন্ত্রপাতি যেমন হলো- 

১.টেলিস্কোপ, 

২.প্রজেক্টর, এবং

৩. লেজার 

 এই গুলো তৈরি করার জন্যে সমতল দর্পণ ব্যবহার করা হয়।

চলচ্চিত্র, নাটক ইত্যাদির সুটিং করার সময় সমতল দর্পণ দিয়ে আলো প্রতিফলিত করার মাধ্যমে এক স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা সম্ভব হয়।

অবতল দর্পণের ব্যবহার রূপচর্চা এবং দাঁড়ি কাটার সৌন্দর্যের জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়, সুবিধাজনক আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে থাকে মুখমণ্ডলের বিবর্ধিত ও সোজা প্রতিবিম্ব তৈরি করা যায়।

অবতল দর্পণ ব্যবহার করে দাঁতের সমস্যায় চিকিৎসা করা হয়।স্টিমার অথবা লঞ্চের সার্চলাইটে অবতল দর্পণ ব্যবহার করে গতিপথ সঠিক ভাবে নির্ধারণ করা হয়।অবতল দর্পণের সাহায্যে আলোকশক্তি এবং তাপশক্তি ইত্যাদি কেন্দ্রীভূত করে বস্তুকে উত্তপ্ত অথবা আগুন জ্বালাতে ব্যবহার করা হয়ে থাকে। 

এটি রাডার ও টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত যায়।ডাক্তাররা চোখ, নাক, কান এবং গলা পরীক্ষা করার সময় এ দর্পণ ব্যবহার করে থাকেন। কারণ অবতল দর্পণের সাহায্যে আলোক রশ্মিগুচ্ছকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে থাকে।

উত্তল দর্পণের ব্যবহার উত্তল দর্পণ সর্বদা অবাস্তব এবং সোজা ও খর্বিত প্রতিবিম্ব গঠন করে বিধায় পেছনের কিছু যানবাহন অথবা পথচারী দেখার প্রয়োজন পড়ে তখন আবার গাড়িতে ভিউ মিরর হিসেবেও বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়।

উত্তল দর্পণের সুবিধায় বিস্তৃত কিছু এলাকা দেখতে পারা যায় বলে দোকান অথবা শপিংমলে নিরাপত্তার কাজেও উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে।প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে এ দর্পণ টি ব্যবহার করা হয়।বিস্তৃত কিছু এলাকায় আলোকরশ্মি দেয় বলে রাস্তার বাতিতে নানা ভাবে প্রতিফলক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

আজকে এই পোস্টটির মাধ্যমে দর্পণ কি? সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন, আপনার যদি এই পোস্টটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই সবার কাছেই পৌঁছে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button