ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারির ব্যবহার, সুবিধা ও অসুবিধা
সুপ্রিয় পাঠক বৃন্দ আমাদের ওয়েবসাইটে শিক্ষা রিলেটেড উক্ত পুষ্টি আপনাদেরকে স্বাগতম।সার্জারি সাধারণত অনলাইন ভিত্তিক একটি চিকিৎসা ব্যবস্থা। এজন্য উক্ত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের উক্ত পোসৃটটি পড়ার মাধ্যমে আপনারা —
👉ক্রায়োসার্জারি কি
👉ক্রায়োসার্জারি কেন করা হয়?
👉ক্রায়োসার্জারি চিকিৎসার ব্যবহার
👉ক্রায়োসার্জারির সুবিধা
👉ক্রায়োসার্জারির অসুবিধা,,, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি ব্যবস্থা উন্নয়নের ফলে অতীতের তুলনায় বর্তমান সময়ে পড়ালেখা একটি অন্যতম বিষয় হিসেবে স্ত্রী খেতে লাভ করেছে। এছাড়াও এটি ডাক্তারেরা বিভিন্ন চিকিৎসায় কারো সার্জারি কেন এবং কিভাবে করা হয় এবং সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে।
এছাড়া ও একজন মেডিকেল ভর্তি উচ্চ শিক্ষার্থী কিংবা সাধারণ বিজ্ঞান নিয়ে আয়োজিত বিভিন্ন তথ্য সম্পর্কে জানার পাশাপাশি ক্রায়ো সার্জারি সম্পর্কে জানা প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য।
ক্রায়োসার্জারি কি
ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধবংস করা যায়। গ্রিক শব্দ ‘ক্রায়াে’ (বরফের মতাে ঠাণ্ডা) এবং সার্জারি (হাতের। কাজ) শব্দ দুটি হতে ক্রায়ােসার্জারি শব্দটি এসেছে। একে ক্রায়োথেরাপি বা ক্রায়োবোলেশন ও বলে।
ক্রায়োসার্জারি কেন করা হয়
শারীরিক বিভিন্ন চিকিৎসা করার ক্ষেত্রে ক্রায়ো সার্জারি করা হয়। এরকম কিছু কারণ অর্থাৎ ব্যবহার নিম্নে তুলে ধরা হলো :-
১. মানবদেহে ত্বকের বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসায়, মেছতা, আচিল, তিল, টিউমার,,ইত্যাদি চিকিৎসায় ক্রায়োসার্জারি করা হয়।
২. মানব দেহের অভ্যন্তরীণ কিছু রূপ যেমন স্তন ক্যান্সার, পাইলস ক্যান্সার, গ্রীবা দেশীয় গোলযোগ, মুখের ক্যান্সার, প্রোটেস্ট ক্যান্সার, যকৃত ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ক্রায়োসার্জারি করা হয় ।
৩. মানব দেহের বিভিন্ন কোষ রয়েছে এবং কোষ কলার কোমল অংশসমূহের যেমন : Fibroma এবং Planter Fasciitis,, ইত্যাদি চিকিৎসায় ক্রায়োসার্জারির করা হয় ৷
ক্রায়োসার্জারি চিকিৎসার ব্যবহার
মানব দেহের বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারির ব্যবহার লক্ষণীয়। নিম্নে সেগুলো তুলে ধরা হলো :-
১. ছোট টিউমার এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
২. ত্বকের ক্যান্সারএর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
৩. পাইলস রোগ এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
৪. মুখের ক্যান্সার এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
৫. ফুসফুস ক্যান্সার এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
৬. বৃক্ক ক্যান্সার এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
৭. যকৃত ক্যান্সার এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
৮. তিল ও আচিল নিরাময় এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
৯. প্রস্টেট এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
১০. স্তন ক্যান্সার এর ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয়।
ক্রায়োসার্জারির সুবিধা
১. যে সকল রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যা এবং বয়স স্বাভাবিক যে সকল সার্জারি হয়েছে সেগুলোর দখল নিতে পারেনা তাদের জন্য ক্রায়োসার্জারি হলো আদর্শ ব্যবস্থা।
২. রোগীদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এবং স্বাভাবিক জীবনের সকল দখল যেন নিতে পারেনা এবং এই সমস্যা হল একটি ক্রায়ল সার্জারির আদর্শ ব্যবস্থা।
৩. ক্রায়োসার্জারির যে সকল চিকিৎসক রয়েছে তারা সীমিত এলাকায় ক্রায়সার্জিক্যাল চিকিৎসা দিয়ে থাকে,
৪. অনেক সময় এমন হয় যে লোকাল অ্যানেসথেসিয়ামে বিভিন্ন ক্রয়ো সার্জারি সম্পন্ন করে।
৫. হাসপাতালের অনেক ক্ষেত্রে খুবই স্বল্প অবস্থান থাকতে পারে। এজন্য আদর্শ সমস্যা হল একটি আদর্শ ক্রায়োল সার্জারির আদর্শ ব্যবস্থা।
৬. সাধারণত যে সকল রোগীর বয়স স্বাভাবিকের তুলনায় বেশি এবং শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে সেই সকল সার্জারি হয়েছে। সে খেতে সেগুলো যখন নিতে পারে না কাজের জন্য ক্রায়ো সার্জারি হল একটি আদর্শ ব্যবস্থা
ক্রায়োসার্জারির অসুবিধা
ক্রায়োসার্জারি চিকিৎসার কিছু অসুবিধা রয়েছে। সেগুলো হলো :-
১. এক্ষেত্রে ইমেজিং পরীক্ষার সমূহের মাধ্যমে শিক্ষকগণ বিভিন্ন ধরনের টিউমার সমূহ কে দেখে তার ক্ষেত্রে কারো ক্রায়োসার্জারি সম্পূর্ণরূপে ব্যবহার করে একটি অণুবীক্ষণিক ক্যান্সার ছড়ানো প্রতিহত করা সম্ভব হয় না।
২. দীর্ঘমেয়াদি কার্যকারিতার অনিশ্চয়তা থাকা হল কারো সার্জারি প্রধান ও অন্যতম অসুবিধা।
তো বুস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ক্রাইও সার্জারি সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং সুবিধা ও অসুবিধা তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করি আমাদের পোস্টটি পড়ার মাধ্যমে ক্রায়ো সার্জারি রিলেটেড যে সকল তথ্য জানাই ছিল তা যথাযথভাবে জানার মাধ্যমে উপকৃত হতে পারবেন।